বিশ্বকাপে প্রথম জয় পেতে মরিয়া অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে এখন পর্যন্ত দেখা পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। টানা দু’টি করে ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে তারা। তবে এ দুই দল এখন প্রথম জয়ের দেখা পেতে মরিয়া। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে সোমবার। ভারতের লক্ষেèৗতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
স্বাগতিক ভারতের বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপ শুরু করে অজিরা। চেন্নাইয়ে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ২০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলেন অস্ট্রেলিয়ান বোলাররা। ২ রানে ৩ উইকেট হারালেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৬ উইকেট ম্যাচ জিতে নেয় ভারতীয়রা। কোহলি ৮৫ ও রাহুল অপরাজিত ৯৭ রান করেন। পরের ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানের বড় ব্যবধানে হারে অজিরা। বিশ^কাপের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার অস্ট্রেলিয়ার। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। সর্বোচ্চ ১০৯ রান করেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৬টি ক্যাচ ফেলেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। বোলিং ও ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও চরম ব্যর্থতার পরিচয় দেন অজি ব্যাটাররা। মাত্র ১৭৭ রানে গুটিয়ে অসহায় আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এবারের আসরে টানা দুই ম্যাচে ২শ’ রান করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে তাদের ব্যাটাররা জ্বলে উঠার অপেক্ষায় আছেন বলে রোববার জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন,‘প্রথম দুই ম্যাচেই খুব বাজে ব্যাটিং করেছে আমার দল। তবে বোলিং, ফিল্ডিং খুব বেশি খারাপ হয়নি। জয়ের ধারায় ফিরতে হলে ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হতে হবে আমাদেরকে। ব্যাটাররা লড়াই করার পুঁজি এনে দিলে ম্যাচ জেতা সম্ভব হবে। তাছাড়া বড় সংগ্রহ তাড়া করে জেতারও সামর্থ্য আছে আমাদের। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।’
অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারলেও অজিদের মতো ব্যাটিং নিয়ে চিন্তা নেই লঙ্কানদের। তাদের পাহাড়সম চিন্তা বোলিং নিয়ে। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ৩শ’র বেশি রান করেছে শ্রীলঙ্কা। কিন্তু দুই ম্যাচেই যাচ্ছেতাই বোলিং করেছে তারা। লংকানদের বাজে বোলিংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪২৮ ও পরের ম্যাচে পাকিস্তান ৩৪৫ রান করে। দুই ম্যাচে ৯৮.২ ওভারে ৭.৮৬ ইকোনমিতে সর্বমোট ৭৭৩ রান দেন শ্রীলঙ্কান বোলাররা। এজন্যই টানা দুই ম্যাচে হারের দায়টা লঙ্কান বোলারদের উপরই দিয়েছেন দলের কোচ ক্রিস সিলভারউড। তারপরও বোলারদের উপর পূর্ণ আস্থা আছে সিলভারউডের। তার কথায়,‘প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। তবে এই বোলাররাই শ্রীলঙ্কাকে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আশা করবো, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই জ¦লে উঠবে তারা এবং বোলারদের হাত ধরেই এবারের আসরে প্রথম জয়ের দেখা পাবে শ্রীলঙ্কা।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে লঙ্কাদের বড় ধাক্কা ডান উরুর পেশীর ইনজুরি কারণে চলতি বিশ^কাপ থেকে ছিটকে পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিবেন পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলা কুশল মেন্ডিস। শানাকার জায়গায় বিশ^কাপে দলে ডাক পেয়েছেন চামিকা করুণারতেœ। শানাকার ছিটকে পড়ায় হতাশ সিলভারউড। তিনি রোববার বলেন,‘শানাকাকে হারানো আমাদের জন্য দারুণ ক্ষতি। সে দলের অধিনায়ক ও অভিজ্ঞ খেলোয়াড়। তার সার্ভিস বিশ^কাপে খুব প্রয়োজন ছিল। আশা করবো, ইনজুরি কাটিয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠবে শানাকা।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এরমধ্যে জয়ের পাল্লা ভারী অজিদেরই। ৬৩টি জয় পেয়েছে তারা। ৩৫টি জয় আছে লঙ্কানদের। বাকি ৪ ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ^কাপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ১১বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮ বার, শ্রীলঙ্কার জয় মাত্র ২টিতে। আর ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৯৬ সালের পর বিশ^কাপে সাতবারের দেখায় অস্ট্রেলিয়াকে একবারও হারাতে পারেনি শ্রীলঙ্কা। ২০১৯ সালে সর্বশেষ বিশ^কাপেও ৮৭ রানে জিতেছিল অজিরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল