মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
১৩ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম
অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান, রিক্সার দৌরাত্ম্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মেহেরপুর শহরের প্রধান সড়ক। কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন। এসব যান চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ট্রাফিক বিভাগ ও পৌর কর্তৃপক্ষ। এখন পর্যন্ত মেহেরপুর পৌর কর্তৃপক্ষ শহরে চলাচলের জন্য লাইসেন্স দিয়েছে দুই হাজারের অধিক ইজিবাইকের।
তবে জেলা ইজিবাইক চালক-মালিক সমিতির হিসাবে ১৮টি ইউনিয়ন থেকে গড়ে প্রতিদিন আরও হাজার দুয়েক ইজিবাইক শহরে প্রবেশ করছে। বলা যায় প্রধান শহরের ২ কিলোমিটার রাস্তা জুড়ে প্রতিদিন সব মিলিয়ে প্রায় ৪ হাজার ব্যাটারি চালিত ইজিবাইক, রিক্সা, ভ্যান চলাচল করে। মেহেরপুর প্রধান শহর বড়বাজার। সড়কটি আগে থেকেই অনেকটা সরু। তার উপর এসব অবৈধ যানের অবাধ বিচরণে যানজট লেগেই থাকে। দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। সেই সাথে ব্যবসায়ীদের ফুট পথ দখল করায় দুর্ভোগ বেড়েছে আরও বহুগুণ।
বড়বাজার চৌরাস্তার ডান দিকে কালীমন্দির সড়ক। এই সড়ক ১০ মিটার চওড়া। এর ওপরে ডাবওয়ালা, ফল বিক্রেতা, কলা বিক্রেতারা ফুটপাত দখল করে রেখেছেন। এই স্থানে সবচেয়ে বেশি যানজট লেগে থাকে।
বড় বাজার মোড়ের নোমান শেখ কাপড়ের ব্যবসায়ী। তাঁর দোকানটি বেশির অংশ সড়কের মাঝ বরাবর পড়েছে। বড় যানবাহন ট্রাক, বাস যাতায়াত করতে গিয়ে তার দোকানে সামনের অংশে অসংখ্যবার ধাক্কা খেয়েছে। ওই দোকানে কর্মচারী সুজন মিয়া বলেন, এই সড়কে যাতায়াত করতে মানুষ খুব ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ইজিবাইক জট তো সব সময় লেগেই থাকে। সড়কের ওপর ইজিবাইকগুলো ইচ্ছেমতো ঘোরানো হচ্ছে। সিগন্যাল ছাড়াই হঠাৎ করে রাস্তায় ইজিবাইক দাঁড় করিয়ে রাখা ছিল। ইজিবাইকচালকদের এসব নিয়ন্ত্রণহীন চলাফেরা নিয়ে প্রতিবাদ করতে গেলে মারামারির ঘটনাও ঘটে।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েক দফা বাজার কমিটির সঙ্গে আলোচনা করে তিন ফুট নালা ও ফুটপাতের জন্য রেখেছেন। কিন্তু নালার ওপর সড়কের পাশের দোকানে আসা ক্রেতা-বিক্রেতারা তাঁদের মোটরসাইকেল রাখেন। অনেকে ডাব বিক্রি করেন। অনেকে দোকানের সাইনবোর্ড রেখেছেন ফুটপাতে। ফলে পথচারীদের সড়ক দিয়েই চলতে করতে হচ্ছে। এছাড়াও ইজিবাইক চলাচলের জন্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তারপরও অন্য ইজিবাইক চলাচল ঠেকানো যায় না।
পৌর শহরের বাসিন্দা ইজিবাইকচালক রুস্তম আলী বলেন, পৌরসভা থেকে যে সংখ্যক ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে, তার প্রায় দ্বিগুণ ইজিবাইক অবৈধভাবে শহরে চলাচল করে। অবৈধ ইজিবাইকের চলাচল বন্ধ করা হলে যানজট কমে যাবে।
জেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর শহরের বাসিন্দা তোজাম্মেল আযম বলেন, মেহেরপুর অতি প্রাচীন একটি শহর। ওই সময়ে সরু সড়ক ছিল, বাজারও ছোট ছিল। এখন সময় বদলেছে। এই সড়ক আরও প্রশস্ত করতে হবে। অনেকে সরকারি জায়গা দখল করে আছে। পৌরসভা চাইলে সড়কটি প্রশস্ত করা সম্ভব।
জেলা ট্রাফিক পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শহরের হোটেল বাজার ও বড়বাজার মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে। অবৈধ চলাচল ঠেকাতে দফায় দফায় ইজিবাইক ও অটো মালিক সমিতি’র সাথে বৈঠক করেও লাভ হয়নি। এছাড়াও পৌর কর্তৃপক্ষ মাইকিং করেও বিষয়টি সুরাহা করতে পারিনি।
মেহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক তরিকুল ইসলাম বলেন, পৌর শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। যানজট নিরসনে পৌরসভা ইতিমধ্যে কাজ করেছে। কিন্তু সরু সড়কের কারণে কোনো উপকার হচ্ছে না। একটি ট্রাক আসলেই যানজট বেধে যায়। পৌর কর্তৃপক্ষ শিগগিরই অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তাইম ও হৃদয় হত্যাকাণ্ডে দুই পুলিশ সদস্যকে ২০ জানুয়ারি ট্রাইবুনালে হাজিরের নির্দেশ