ইংল্যান্ডকে গুড়িয়ে আফগানিস্তানের ইতিহাস
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
ব্যাট হাতে লড়াইয়ের পুঁজি এনে দিলেন রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিলরা। পরে বল হাতে জ্বলে উঠলেন মুজিব-উর রহমান, রশিদ খান, মোহাম্মাদ নবি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুড়িয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রোববার ইংলিশদের ৬৯ রানে হারিয়েছে আফগানরা। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পেল দলটি। একই সাথে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ পর জয়ের স্বাদ পেল আফগানিস্তান। বিশ্ব মঞ্চে সব মিলিয়ে ১৮ ম্যাচে তাদের স্রেফ দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল ২০১৫ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে।
টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ১ বল বাকি থাকতে গুটিয়ে যায়। তবে দাঁড় করায় ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। জবাবে ৪০.৩ ওভারে ২১৫ রানে শেষ হয় ইংল্যান্ডের লড়াই।
ব্যাটে-বলে আফগানদের ঐতিহাসিক জয়ের নায়ক মুজিব। ব্যাট হাতে শেষ দিকে খেলেন ১৬ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এরপর বল হাতে নেন অভিজ্ঞ জো রুট, ক্রিস উড ও জয়ের পথে মাথাব্যাথার কারণ হয়ে থাকা হ্যারি ব্রুকের উইকেট।
শিরোপা ধরে রাখার অভিযানে তিন ম্যাচের দুটিতেই হারের তিক্ত স্বাদ পেল ইংল্যান্ড। বিপরীতে আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান। এই জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে হাশমতউল্লাহ শহিদির দল। পাঁচে ইংল্যান্ড। তবে তাদের নেট রান রেট চলে গেছে ঋনাত্মক পর্যায়ে।
উইকেট এদিন ছিল আফগান বোলারদের জন্য একেবারে আদর্শ। বল একটু থেমে এসেছে ব্যাটে। বাউন্স হয়েছে অসমান। শট খেলার আগে দ্বিতীয়বার ভাবতে হয়েছে ব্যাটারদের। আক্রমণাত্মক ব্যাটারে পূর্ণ ইংল্যান্ডের শক্তিশালী লাইনআপও তাই পথ খুঁজে পায়নি।
রান তাড়ায় শুরুতেই খেই হারায় ইংল্যান্ড। এরপর কখনই মনে হয়নি তারা সঠিক পথে আছে। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন আফগান বোলাররা। ব্যাট হাতে ভালো শুরু পেয়েছেন প্রায় প্রত্যোকেই। জনি বেয়ারস্টো, জস বাটলার ও ক্রিস ওকস বাদে বাকি সবাই ছঁয়েছেন দুই অঙ্ক। কিন্তু উইকেটে লড়াই করতে পেরেছেন কেবল ব্রুক।
৬১ বলে ৬৬ রান করে ব্রুক আউট হন মুজিবের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। ইংলিশ ইসিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান ওপেনার ডেভিড মালানের। ইনিংসে নেই কোনো ফিফটি জুটি। সর্বোচ্চ ৩৫ রান আসে মালান-ব্রুকের তৃতীয় উইকেট জুটিতে।
স্পিনারদের দিনে সুর বেধে দেন ফজলহক ফারুকি। দ্বিতীয় ওভারেই বেয়ারস্টোকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই রুটকে বোল্ড করে দেন মুজিব।
এরপর সময়মত জ্বলে উঠেছেন নবি-রশিদরা। ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট মুজিবের। ৯.৩ ওভারে ৩৭ রানে তিনটি নেন রশিদ। আরেক স্পিনার নবি ৬ ওভারে ১৬ রান দিয়ে ধরেন দুটি শিকার।
এর আগে ব্যাট হাতে আফগানদের উড়ন্ত সূচনা এনে দেন রহমানউল্লাহ। ৫৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮০ রান করেন এই ওপেনার। কঠিন সময়ে ইকরামের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৮ রানের ইনিংস। শেষ দিকে রশিদ খান করেন ২২ বলে ২৩। সাথে মুজিবের ১৬ বলে ২৮ তো আছেই।
সংগ্রহটা আরেকটু বড় হলেও হতে পারত। শেষ ১৩ বলে ৩ উইকেট হারিয়ে কেবল ৭ রান যোগ করতে পারে দলটি।
১৬.৪ ওভারে ১১৪ রানের দুর্দান্ত শুরু পায় আফগানরা। পেসাররা পারেননি ওপেনিং জুটি ভাঙতে। শেষ পর্যন্ত ৪৮ বলে ২৮ রান করা ইব্রাহিম জাদরানকে শর্ট মিডউইকেটে ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু এনে দেন স্পিনার আদিল রশিদ।
১০ ওভারে ৪২ রান দিয়ে রশিদই ইংল্যান্ডের সফলতম বোলার। ১০ ওভারে স্রেফ ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন অনিয়মিত স্পিনার লিয়াম লিভিংস্টোন। ৫০ রানে ২ উইকেট নেন পেসার মার্ক উড।
নিজের পরের ওভারে রহমত শাহকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রশিদ। একই ওভারে রহমানউল্লাহ রান আউট হয়ে গেলে হঠাৎই চাপে পড়ে যায় আফগানরা। ৩৩ বলে ফিফটি করেন রহমানউল্লাহ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তবে এক প্রান্ত আগলে ছিলেন ছয়ে নামা ইকরাম। ৪৮তম ওভারে তাকে ফেরান রিস টপলি।
৪ ওভারে ৪১ রান দেন ক্রিস ওকস। সমান ওভারে ৪৬ রান খরচ করেন আরেক পেসার স্যাম কারান। তাদের উপর দিয়ে যায় রহমানউল্লাহর তোপ। পরে তারা আর বোলিংয়ে আসেননি।
আগামী বুধবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান, শনিবার মুম্বাইয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৯.৫ ওভারে ২৮৪ (রহমানউল্লাহ ৮০, ইব্রাহিম ২৮, রহমত ৩, হাশমতউল্লাহ ১৪, আজমতউল্লাহ ১৯, ইকরাম ৫৮, নবি ৯, রশিদ ২৩, মুজিব ২৮, নাভিন ৫, ফারুকি ২*; অতিরিক্ত ১৫; ওকস ৪-০-৪১-০, টপলি ৮.৫-১-৫২-১, কারান ৪-০-৪৬-০, রশিদ ১০-১-৪২-৩, উড ৯-০-৫০-২, লিভিংস্টোন ১০-০-৩৩-১, রুট ৪-০-১৯-১)।
ইংল্যান্ড: ৪০.৩ ওভারে ২১৫ (বেয়ারস্টো ২, মালান ৩২, রুট ১১, ব্রুক ৬৬, বাটলার ৯, লিভিংস্টোন ১০, কারান ১০, ওকস ৯, রশিদ ২০, উড ১৮, টপলি ১৫*; অতিরিক্ত ১৩; মুজিব ১০-১-৫১-৩, ফারুকি ৭-০-৫-১, নাভিন ৬-১-৪৪-১, নবি ৬-০-১৬-২, রশিদ ৯.৩-১-৩৭-৩, আজমতউল্লাহ ২-০-১৩-০)।
ফল: আফগানিস্তান ৬৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মুজিব-উর রহমান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর