শ্রীলঙ্কার তিনে তিন, অস্ট্রেলিয়ার প্রথম
১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
ব্যাট হাতে দুর্দান্ত শুরু করা শ্রীলঙ্কার রাশ টেনে ধরলেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। লক্ষ্য তাড়ায় এক ওভারে দুই উইকেট নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন দিলশান মাদুশানকা কিন্তু মিচেল মার্শ, জশ ইংলিশরা সুযোগ দিলেন না আর। লঙ্কানদের টানা তৃতীয় পরাজয় উপহার দিয়ে চলমান বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের ১৪তম ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার জয় ৫ উইকেটে। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়রা। বিপরীতে তিন ম্যাচের সবকটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল ১৯৯৬ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নরা।
১৩০ বলে ১২৫ রানের উদ্বোধনী জুটির পরও ৪৩.৩ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫২ রানে শেষ ৯ উইকেট হারায় দলটি। ৮৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
চতুর্থ ওভারে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে আউট জয়ে লঙ্কান শিবিরে লড়াইয়ের উত্তেজনা বাড়ান মাদুশনকা। দুজনই হন এলবিডব্লিউয়ের শিকার। তৃতীয় ও চতুর্থ উইকেটে দুটি ফিফটি জটিতে ম্যাচ পকেটস্ত করে অজিরা।
মার্শ-লাবুশেনের তৃতীয় উইকেট জুটি থেকে আসে ৬২ বলে ৫৬ রান। লাবুশেনকে মিডউইকেটে সহজ ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন মাদুশনকাই। ৫১ বলে ৯ চারে ৫২ রান করেন মার্শ।
লাবুশেন-ইংলিশ জুটি থেকে আসে ৮৬ বলে ৭৭ রান। ৫৯ বলে ৫৮ রান করে ভেল্লালাগের শিকার হন ইংলিশ।
গ্লেন ম্যাক্সওয়েল (২১ বলে ৩১) আর মার্কাস স্টয়নিসের (১০ বলে ২০) উত্তাল ব্যাট দ্রুত লক্ষ্যে পৌঁছে দেয়।
লক্ষ্ণৌয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেই একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট বেছে নিয়ে শুরুটা দুর্দান্ত করে লঙ্কানরা। পাথুম নিশান্কা ও কুসল পেরেরা শুরুতে দেখেশুনে খেললেও সময় বাড়ার সাথে সাথে উত্তাল হতে থাকে তাদের ব্যাট। অস্ট্রেলিয়ার চিন্তা বাড়িয়ে একসময় বলের সাথে পাল্লা দিয়ে রান তোলা শুরু করেন দুই ওপেনার।
অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর কারিগর স্পিনার অ্যাডাম জাম্পা। এই লেগ স্পিনার একাই নেন ৪৭ রানে ৪ উইকেট। ম্যাচসেরাও হন তিনিই। দুটি করে নেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
২২তম ওভারে প্রথম সফলতা এনে দেন অধিনায়ক কামিন্স। তার শর্ট বলে স্কয়ার লেগ থেকে নিশান্কার দারুণ ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। ৬৭ বলে ৮ চারে ৬১ রান করেন নিশান্কা।
দ্বিতীয় উইকেটের জুটিও বড় হতে দেননি কামিন্স। পেরেরাকে বোল্ড করে দেন দলপতি। ৮২ বলে ১২টি চারে ৭৮ রান করেন পেরেরা।
১ উইকেটে ১৫৭ থেকে ২০৯ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। দুই ওপেনারের পর দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল চারিথ আসালাঙ্কা। পাঁচে নেমে শেষ ব্যাটার হিসেবে তিনি গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন ৩৯ বলে ২৫ রান করে।
মাঝের সময়টাতে চলে জাম্পা তাণ্ডব। এই লেগ স্পিনার তিনজনকেই ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। তার সাথে যোগ দেন স্টার্কও।
ম্যাচের ৩৩তম ওভারের শুরুতেই শুরু হয় বৃষ্টি। এরপর প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল। খেলা শুরু হওয়ার পর ৩১ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।
আগামী শুক্রবার বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। পরের দিন লক্ষ্ণৌতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৩.৩ ওভারে ২০৯ (নিশানকা ৬১, পেরেরা ৭৮, মেন্ডিস ৯, সামারাবিক্রমা ৮, আসালাঙ্কা ২৫, ধনাঞ্জয়া ৭, ভেল্লালাগে ২, করুনারত্নে ২, থিকশানা ০, লাহিরু ৪, মাদুশানাকা ০*; অতিরিক্ত ১৩; স্টার্ক ১০-০-৪৩-২, হ্যাজেলউড ৭-১-৩৬-০, কামিন্স ৭-০-৩২-২, ম্যাক্সওয়েল ৯.৩-০-৩৬-১, জাম্পা ৮-১-৪৭-৪, স্টয়নিস ২-০-১১-০)।
অস্ট্রেলিয়া: ৩৫.২ ওভারে ২১৫/৫ (মার্শ ৫২, ওয়ার্নার ১১, স্মিথ ০, লাবুশেন ৪০, ইংলিশ ৫৮, ম্যাক্সওয়েল ৩১*, স্টয়নিস ২০*; অতিরিক্ত ৩; লাহিরু ৪-০-৪৭-০, মাদুশনকা ৯-২-৩৮-৩, থিকশানা ৭-০-৪৯-০, ভেল্লালাগে ৯.২-০-৫৩-১, করুনারত্নে ৩-০-১৫-০, ধনাঞ্জয়া ৩-০-১৩-০)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: অ্যাডাম জাম্পা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা