পাকিস্তানের এই দল মোটেও চাপ নিতে পারে না: সৌরভ
১৭ অক্টোবর ২০২৩, ০৯:০১ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ০৯:০১ এএম
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে পেরে খুশি ভারত সমর্থকরা। তবে অনেকে এমন একপেশে লড়াইয়ে ঠিক তৃপ্তিটা পাচ্ছেন না। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের একসময়ের সৌনিক সৌরভ গাঙ্গুলি তাঁদেরই একজন। ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন পাকিস্তানের এই দল একদম চাপ নিতে পারে না।
গত শনিবারের সেই একপেশে লড়াই মাঠে বসে উপভোগ করেছেন সৌরভ। সামনে থেকে দেখেছেন পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ। পাকিস্তানের হাল ছেড়ে দেওয়া মনোভাব দেখে কার্যত হতাশ মহারাজ। তাঁর দাবি, বাবর আজমদের চাপ সহ্য করার ক্ষমতা নেই। চাপের মুখে ভেঙে পড়ে পাকিস্তানের এখনকার ব্যাটিং লাইনআপ।
অথচ ছবিটা যে তাঁদের সময়ে মোটেও এরকম ছিল না, সেটা জানাতেও ভোলেননি সাবেক দলনায়ক। অতীতে পাকিস্তান দল যে আরও লড়াকু মেজাজের ছিল, সৌরভের উপলব্ধি তেমনটাই।
রেকর্ডও অবশ্য সেই কথাই বলে। একসময় মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে পাল্লা ঝুঁকে থাকত পাকিস্তানের দিকে। যদিও মোট ম্যাচের হিসাবে এখনও পাকিস্তানই এগিয়ে। তবে সাম্প্রতিক সময়ের লড়াইয়ে একতরফা আধিপত্য দেখায় ভারত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমাদের সময়ে পাকিস্তান অন্যরকম দল ছিল। আমরা যে পাকিস্তান দলের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত ছিলাম, সেই দলটা এরকম ছিল না মোটেও। পাকিস্তানের এই টিমটা ব্যাট করতে নেমে চাপ সামলাতেই পারে না।’
সৌরভ আরও মনে করছেন যে, এই ব্যাটিং লাইনআপ নিয়ে পাকিস্তানের পক্ষে বাকি টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। তাঁর কথায়, ‘এই ব্যাটিং লাইনআপ নিয়ে পাকিস্তানের পক্ষে এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে।’
ভারতীয় দলের পারফর্ম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি সৌরভ। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে রোহিত দুর্দান্ত খেলেছে। সব বিভাগেই ভারত ভালো পারফর্ম্যান্স উপহার দিচ্ছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব বিভাগেই ভারত ঠিক সময়ে জ্বলে উঠেছে।’
গত শনিবার আহমদাবাদে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ভারত ৩০.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে বিশ্বকাপের স্বাগতিকরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা