ফিলিস্তিনের পাশে শাদাব-আমিররা
২০ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
ইসরায়েলের হামলায় গাজা এখন যেন এক মৃত্যুপুরী। ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতা থেকে হাসপাতালও বাদ যায়নি। প্রাণভয়ে ফিলিস্তিনের প্রায় ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি, তাঁদের অনেকে আশ্রয় নিয়েছিলেন হাসপাতালে। কাল সেখানেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৪৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১৪ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামাস-ইসরায়েল নতুন করে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৩ হাজার ৬১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ১৪ হাজার। গাজা উপত্যকায় প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান দলের খেলোয়াড়েরা ফিলিস্তিনের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছেন শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, ইফতিখার আহমেদ, উসামা মিররা।
পাকিস্তানের বিশ্বকাপ দলে না-থাকাদের মধ্যে নোমান আলী, আমির ইয়ামিনরাও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পোস্ট করেছেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন আজহার আলী, কামরান আকমলরা। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মোহাম্মদ আমিরও একই ধরনের পোস্ট করেছেন। পাকিস্তানের অলরাউন্ডার নেওয়াজ ও ইফতিখার এবং ফাস্ট বোলার রউফ তাঁদের পোস্টে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন। শাদাব ও উসামা শান্তি কামনা করেছেন। আমির লিখেছেন, ‘আল্লাহ ফিলিস্তিনিদের সাহায্য করুন।’
পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সবার আগে ফিলিস্তিনের সঙ্গে একত্মতা প্রকাশ করেন মোহাম্মদ রিজওয়ান। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জেতে পাকিস্তান, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ওই ম্যাচে ১৩১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার ‘বিশেষ’ সেঞ্চুরিটি গাজাবাসীকে উৎসর্গ করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। টুইটারে লেখেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’
ভারতে বসে ফিলিস্তিনিদের সমর্থনে পোস্টের জন্য রিজওয়ানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। শাদাব-নেওয়াজ-ইফতিখাররাও এমন সমস্যায় পড়েন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা। বিশ্বকাপে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে পাকিস্তান। আজ ব্যঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমের দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত
বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির
রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
যে মামলায় আটক লতিফ বিশ্বাস
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে
অসভ্য নগরীতে পরিণত ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও
উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে
অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী