ওয়ার্নার-মার্শ ঝড়ে রানপাহাড়ে অস্ট্রেলিয়া
২০ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
দুইবার জীবন পেলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানকে এর মূল্য দিতে হলো চরমভাবে। অস্ট্রেলিয়া ওপেনার যখন আউট হলেন নামের পাশে তখন ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস। সাথে আরেক ওপেনার মিচেল মার্শেরও ঝড়ো শতকে বাবর আজমদের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে অজিরা।
একটা সময় চারশর্ধো সংগ্রহের পথে ছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলাররা শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২০৩ বলে ২৫৯ রানের ওপেনিং জুটির পরও ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করতে পারে প্যাট কামিন্সের দল। শেষ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তুলতে পারে ৩৭ রান।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ এমনিতেই কথা বলে ব্যাটারদের সুরে। মাঠও ছোট। সেই সুরে তাল মেলালেন ওয়ার্নার আর মার্শ। হারিস রউফ, উসামা মিররা বল ফেলার জায়গা পাচ্ছিলেন না। হারিস প্রথম ওভারেই দেন ২৪ রান।
আলাদা ছিলেন কেবল শাহিন শাহ আফ্রিদি। দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে ৫৪ রানে তুলে নেন ৫ উইকেট। প্রথম ৪ ওভারে ৬০ রান দেওয়া হারিস পরে ঘুরে দাঁড়িয়ে শিকার ধরেন ৩টি।
ইনিংসে ছক্কা হয়েছে ১৯টি, এর মধ্যে দুই ওপেনারই হাঁকিয়েছেন ৯টি করে মোট ১৮টি। বাউন্ডারি হয়েছে ২৯টি। এর মধ্যে দুই ওপেনারের বাউন্ডারি ২৪টি।
মোহাম্মদ নওয়াজের বলে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি পূর্ণ করে স্ট্রাইক মার্শকে দেন ওয়ার্নার। পরের বলে বাউন্ডারিয়ে হাঁকিয়ে ১০০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন মার্শও।
দলীয় পঞ্চম ওভারে মিড অনে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ মিস করেন উসামা মির। বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্নারের রান তখন ১৩ বলে ১০, দলীয় রান ২২। এক্সট্রা বাউন্স বলে পুল করতে গিয়ে খাড়া উপরে তুলে দিয়েছিলেন ওয়ার্নার।
সেই ওয়ার্নার আউট হন ৪৩তম ওভারে দলীয় ৩২৫ রানে। লং অনে ক্যাচ নেন বদলি ফিল্ডার শাদাব খান। বোলার ছিলেন রউফ। ১৪টি চার ও ৯টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার।
মার্শ জন্মদিনে ১২১ রানের ইনিংসটি সাজান ১০৮ বলে ১০টি চার ও ৯ ছক্কায়। ওয়ার্নারের ইনিংসে দুটি কলঙ্ক থাকলেও ফ্রেশ ইনিংস খেলেছেন মার্শ।
মার্শকে ফিরিয়েই জুটি ভাঙেন শাহিন। পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে মিড অনে বাবরের কাছে ক্যাচ বানান এই পেসার। শেষ ওভারে জস হ্যাজেলউডকে কটবিহাইন্ড করে পূর্ণ করেন ক্যারিয়ারের সপ্তম ৫ উইকেট। এর আগে নেন মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিসের উইকেট।
৮ ওভারে ৮৩ রান দিয়েছেন রউফ। ৯ ওভারে ৮২ রান দিয়ে ১ উইকেট শাদাব খানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া উসামা মিরের। ৮ ওভারে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য হাসান আলি।
ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়েছেন কেবল শাহিন ও ইফতিখার আহমেদ। ইফতিখার ৮ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৬৭/৯ (ওয়ার্নার ১৬৩, মার্শ ১২১, ম্যাক্সওয়েল ০, স্মিথ ৭, স্টয়নিস ২১, ইংলিশ ১৩, লাবুশেন ৮, কামিন্স ৬*, স্টার্ক ২, হ্যাজেলউড ০, জাম্পা ১*; শাহিন ১০-১-৫৪-৫, হাসান ৮-০-৫৭-০, ইফতিখার ৮-০-৩৭-০, রউফ ৮-০-৮৩-৩, উসামা ৯-০-৮২-১, নওয়াজ ৭-০-৪৩-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত
বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির
রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
যে মামলায় আটক লতিফ বিশ্বাস
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে
অসভ্য নগরীতে পরিণত ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও
উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে
অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী