মাহমুদউল্লাহ কেন এত নিচে?

সাকিবের পর হাজারি মুশফিক

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক টপকালেন মুশফিকুর রহিম। গতপরশু রাতে পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নামার আগে এই মাইলফলক স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল চার রান। ৪৬ বলে ৩৮ রানের ইনিংস খেলার পথে মুশফিক এক হাজারি ক্লাবের সদস্য হন বিশ্বকাপে। ৯৯৬ রান নিয়ে মাঠে নামা এই কিপার-ব্যাটারের বিশ্বকাপে রান এখন ১,০৩৪। চোটের দরুন ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে না-পারা সাকিব বিশ্বকাপে এ পর্যন্ত ১,২০১ রান করেছেন।
সাকিব-মুশফিকের শুরুটা একসঙ্গেই হয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজন একসঙ্গে বাংলাদেশের হয়ে খেলতে নামেন। এদিনের ম্যাচে সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। স্ক্যান রিপোর্টে পুরো ফিট না থাকায় বিশ্বসেরা অলরাউন্ডারের মাঠে নামা হয়নি। সাকিব-মুশফিক দুজনেরই এটি পঞ্চম বিশ্বকাপ। এই পাঁচ বিশ্বকপে ১টি শতক ও ৮টি অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি। সর্বোচ্চ ১০২* রানের ইনিংসটা খেলেছিলেন ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক এই মাইলফক ছুঁতে খেলেছেন ৩২ ইনিংস। যা ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির। যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়া। একই ম্যাচে আরেক অর্জনে মুশফিক ছাড়িয়ে গেছেন সাকিবকে। এর আগে পাঁচ বিশ্বকাপে টানা ৩২ ম্যাচ খেলে বাংলাদেশিদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ভাগাভাগি করছিলেন সাকিব-মুশফিক। ভারতের বিপক্ষে সাকিব চোটের কারণে একাদশে না থাকায় ৩৩ ম্যাচ ম্যাচ খেলে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিলেন মুশফিক। বাংলাদেশিদের মধ্যে বিশ^কাপে ২৯ ইনিংসে ৭১৮ রান নিয়ে তিন নম্বরে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
হাজার ক্লাবে প্রবেশের দিক থেকে মুশফিকের ইনিংস সবচেয়ে ধীরগতির। ৩৩তম বিশ্বকাপ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছেন তিনি। যেখানে তার সঙ্গী শ্রীলংকার বিশ্বকাপজয়ী ওপেনার সনথ জয়সুরিয়া। শ্রীলংকার আরেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ৩১তম ইনিংস এবং নিউজিল্যান্ডের রস টেলর ৩০তম ইনিংসে এক হাজার রান করেছিলেন।
এবারের বিশ^কাপে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সদস্যদের মাঝে সাকিব-মুশফিক ছাড়াও আছেন আরেকজন- মাহমুদউল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মুর্তজা খেলার বাইরে, তামিম ইকবালকে ‘বাদ দিয়ে’ই এসেছে বাংলাদেশ। তরুণরা হঠাৎ ঝলক দেখালেও বিশ^কাপের মতো বড় আসরে ঠিকই অভিজ্ঞরাই জ¦লে উঠছেন সিনিয়ররাই। মাহমুদউল্লাহও তেমনই একজন। তবে বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে কেন ৭ বা ৮ নম্বরে খেলানো হচ্ছে, এটির কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক, মঈন খানরা প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের এমন কৌশল নিয়ে।
এখন পর্যন্ত বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। খেলেননি শুধু ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে ব্যাটিং করারই সুযোগ পাননি। কীভাবে পাবেন, তাঁকে যে নেওয়াই হয়েছে ৭ কিংবা ৮ নম্বরে ব্যাটিং করার জন্য। চেন্নাইয়ে নিউজিল্যান্ড আর গতপরশু পুনেতে ভারতের বিপক্ষে তিনি ব্যাটিং করেছেন যথাক্রমে ৮ ও ৭ নম্বরে। দুটি ম্যাচেই তিনি ভালো করেছেন। কিউইদের বিপক্ষে তার অপরাজিত ৪১ আর ভারতের বিপক্ষে ৪৬ রানের দুটি ইনিংসই ছিল মহামূল্যবান। এই দুই ইনিংসের ওপর ভর করেই সংগ্রহ আড়াই শ ছাড়িয়েছে বাংলাদেশের।
৮ ও ৭ নম্বরে নেমে মাহমুদউল্লাহর চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসই পাকিস্তানি তারকাদের চোখে মূল্যবান। কিন্তু তারা কেউই ভেবে পাচ্ছেন না, মাহমুদউল্লাহর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে কেন বাংলাদেশ ৭ বা ৮ নম্বরে খেলাচ্ছে। পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টস-এ বাংলাদেশ-ভারত ম্যাচের পর ওয়াসিম আকরাম ব্যাপারটা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন, ‘আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা, তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে! মাহমুদউল্লাহ কেন ৭-৮ নম্বরে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞও। বুঝলাম সে ফিনিশার। কিন্তু ফিনিশারের প্রয়োজন তখন পড়বে, যখন আপনার মিডল অর্ডার কাজ করে।’
মঈন খান সেই আলোচনায় যোগ দিয়ে একই কথা বলেছেন। মঈন খানের মতে, মাহমুদউল্লাহকে নিচে নামিয়ে তাঁকে ‘ফিনিশার’–এর ভূমিকাটিই ঠিকমতো পালন করতে দেওয়া হচ্ছে না। বলেন, ‘আমার দৃষ্টিতে দলের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যান। তাকে নিচের দিকে নামিয়ে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। মাহমুদউল্লাহ ফিনিশ করবে, ঠিক আছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তার ওপর চাপ তৈরি হয়ে যাচ্ছে।’ মিসবাহ-উল-হক মনে করেন, ভারতের বিপক্ষে যেহেতু সাকিব আল হাসান খেলেননি। তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করানো উচিত ছিল, ‘একটা ভালো শুরুই করেছিল বাংলাদেশ। যেহেতু সাকিব খেলতে পারেনি, তাই তাকে ওপরের দিকে ব্যাটিং করিয়ে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। মুশফিক ফর্মে ছিল। বাংলাদেশ মাহমুদউল্লাহকে দিয়ে ইনিংস শেষ করাতে চাচ্ছে ভালোভাবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো পরিকল্পনা করতে হবে।’

উইকেটকিপার হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান

ব্যাটার ইনিংস রান
কুমার সাঙ্গাকারা ৩৫ ১,৫৩২
অ্যাডাম গিলক্রিস্ট ৩১ ১,০৮৫
মুশফিকুর রহিম ৩২ ১,০৩৪
এমএস ধোনি ২৫ ৭৮০
কুইন্টন ডি কক ২০ ৬৭৯


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই
টিভিতে দেখুন
অকালেই ঝরে গেল স্পিনারের প্রাণ
পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৮
নেপালের ফ্র্যাঞ্চইজি কাবাডিতে বাংলাদেশের ৬
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত

বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক

বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ

আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির

আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির

রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম

রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম

লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা

দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা

দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল

ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল

যে মামলায় আটক লতিফ বিশ্বাস

যে মামলায় আটক লতিফ বিশ্বাস

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে

প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে

প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে

অসভ্য নগরীতে পরিণত ঢাকা

অসভ্য নগরীতে পরিণত ঢাকা

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা

সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও

সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও

উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন

উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন

বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে

বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে

অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী

অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী