ডি ককের রেকর্ড, বাংলাদেশকে রানবন্যায় ভাসাল দক্ষিণ আফ্রিকা
২৪ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৪১ পিএম
দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানেই যেন প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্নময় একটা দিন। ব্যতিক্রম হলো না বাংলাদেশের বিপক্ষেও। শঙ্কাটা সত্যি করে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের তুলোধুনা করলেন কুইন্টন ডি কক, হানরিক ক্লাসেন, ডেভিড মিলাররা। তাতে বিশ্বকাপে আবারও রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার আসরের ২৩তম ম্যাচে প্রটিয়াদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮২ রান। এ রান তাড়া করতে গেলে নিজেদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডই নতুন করে গড়তে হবে বাংলাদেশকে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১১ ও ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা।
২০১৫ বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৪ বার ৩০০ রানের স্কোর গড়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার নিজেদের পঞ্চম ম্যাচেই সেটি ছুঁয়ে ফেলল তারা। সব মিলিয়ে রেকর্ডটি ইংল্যান্ডের। ২০১৯ সালের চ্যাম্পিয়নরা ৩০০ রানের স্কোর গড়েছিল ৬ বার।
সেঞ্চুরি করেও এদিন থামেননি ডি কক। খেলেছেন ১৪০ বলে ১৭৪ রানের খুনে ইনিংস। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করা ক্লাসেনের ব্যাট এদিন ছিল আরও উত্তাল। হাসানের বলে ডিপ পয়েন্টে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ার আগে খেলেন ৪৯ বলে ৮ ছক্কা ও ২ চারে ৯০ রানের ইনিংস। মিলার অপরাজিত থাকেন ১৫ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৪ রানে।
পঞ্চম উইকেটে ফিফটি আসে স্রেফ ২০ বলে। এই জুটি থেকে আসে ২৫ বলে ৬৫ রান।
৩৬ রানে ২ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। এর পরের গল্পটা কেবলই ডি কক-ক্লাসেনদের। শুরুর ধাক্কা সামাল দেওয়ার পথে ডি ককের সাথে তৃতীয় উইকেটে ১৩৭ বলে ১৩১ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। মার্করাম ৬৯ বলে ৬০ রান করে আউট হন সাকিবকে হাঁকাতে গিয়ে লং অনে।
এরপর ক্লাসেনের সাথে ডি কক ১৪২ রানের বিধ্বংসী জুটি গড়েন স্রেফ ৮৭ বলে। শেষ পর্যন্ত তাকে থামান হাসান মাহমুদ। এর আগে ১৪০ বলে ১৫টি চার ও ৭ ছক্কায় ১৭৪ রানের ইনিংসে গড়েন দারুণ কীর্তি।
আসরের ৫ ম্যাচে এটি তার তৃতীয় শতক। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এক বিশ্বকাপে ৩ বা এর বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। ১০১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার। ওয়ানডেতে এটি তার ২০তম শতক। এর আগে আসরে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
সেঞ্চুরির আগেই ফিরতে পারতেন তিনি। ৩৪তম ওভারে ক্লাসেনের ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছিলেন, কাভার থেকে স্ট্রাইক প্রান্তে করা নাজমুলের থ্রো সরাসরি স্টাম্প ভাঙতে পারলে রানআউট হয়ে ফিরতে হতো ডি কককে ৯৮ রানে দাঁড়িয়েই।
এক বিশ্বকাপে এর আগে ৩ বা এর বেশি সেঞ্চুরি করেছেন ছয় জন। ডি ককের সামনে সামনে সুযোগ আছে এটি বাড়িয়ে নেওয়ার।
বাংলাদেশ ব্যবহার করে সাতজন বোলার। বোলিং কোটা পূরণ করেননি কেউই। ২ উইকেট নিয়ে সফলতম বোলার হাসান। এজন্য ৬ ওভারে তাকে গুনতে হয়েছে ৬৭ রান। ওভারপ্রতি প্রায় সাড়ে আট করে রান দিয়েছেন মুস্তাফিজ ও শরিফুল। সেই তুলনায় মিরাজ ছিলেন মিতব্যয়ি। ৯ ওভারে ৪৪ রানে নেন ১ উইকেট।
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮২/৫(ডি কক ১৭৪, হেন্ডরিকস ১২, ডুসেন ১, মার্করাম ৬০, ক্লাসেন ৯০, মিলার ৩৪*, জানসেন ১*; অতিরিক্ত ১০; মুস্তাফিজ ৯-০-৭৬-০, মিরাজ ৯-০-৪৪-১, শরিফুল ৯-০-৭৬-১, সাকিব ৯-০-৬৯-১, হাসান ৬-০-৬৭-২, নাসুম ৫-০-২৭-০, মাহমুদউল্লাহ ৩-০-২০-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পঞ্চগড়ে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উবার যাতায়াতে ৫০% ছাড়
খালেদা জিয়াকে এক নজর দেখতে গুলশান-বনানীর রাস্তায় হাজারো নেতাকর্মী
মোরেলগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত
অনিয়মের দায়ে আমতলী এফএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অব্যাহতি
রাঙামাটিতে তিন জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা
বাংলাদেশি ক্লাইমেট ইমপ্যাক্ট এন্টারপ্রাইজকে ১ কোটি টাকা করে অনুদানের ঘোষণা
লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে সিলেটের কানাইঘাটে মানববন্ধন
নাচোলে তাফসির মাহফিলে ঘুষ ও দুর্ণীতি মুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান
বহুল চর্চিত তারকা ‘স্পাইডারম্যান’খ্যাত জুটি জেনডায়া-টম হল্যান্ড বাগদান সারলেন
ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি
সুন্দরবনের শুঁটকি পল্লীতে কোল্ড স্ট্রোকে জেলের মৃত্যু
হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে: মাহমুদুর রহমান
সাভারে ছাত্র হত্যার ৫ মামলার আসামি আওয়ামী নেতা গ্রেপ্তার
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানে মির্জা ফখরুল
বিরলে পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুত্বর আহত
সিরাজদিখানে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩
বর্তমান বাংলাদেশ বিনিয়োগের জন্য স্থিতিশীল
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন ৮ ফেব্রুয়ারি
খালেদা জিয়ার লন্ডনযাত্রা : বিমানবন্দর এলাকায় ১০ প্লাটুন পুলিশ