নেদারল্যান্ডসকে একশর আগেই গুটিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ব্যবধানে জয়
২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম
হারের কাব্য অনেকটাই লেখা হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। দেখার ছিল ব্যবধান কতটা কমাতে পারে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক উপহার দেওয়া দলটি বোলিংয়ের পর পাত্তা পেল না ব্যাটিংয়েও। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফম্যন্সে রেকর্ড ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া।
ত্রয়োদশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৪তম ম্যাচে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার জিততে হলে পাড়ি দিতে হত ৪০০ রানের পাহাড়। ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার জয় ৩০৯ রানের। বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।
টানা দুই জয়ে আসর শুরু করা রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি টানা তৃতীয় জয়। পয়েন্ট তালিকাতেও তারা পাকিস্তানকে টপকে উঠে এসেছে চারে। সমান ৫ ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে ভারত। চারটি করে জয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
শেষ দিকে বোলিংয়ে এসে ৩ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। তার আগেই পেসারদের তোপে পথ হারিয়েছিল নেদারল্যান্ডস। বল হাতে বিজয়ী দলের পাঁচজনই পান উইকেটের দেখা।
ডাচদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন বিক্রম সিং। ২৮ রানের উদবোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা।
জয়ের ক্ষেত্র আগেই করে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। ৯৩ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন ওয়ার্নার। ম্যাক্সওয়েলের সেঞ্চুরি ছিল আরও বিধ্বংসী। স্রেফ ৪০ বলে ক্যারিয়ারের তৃতীয় ও বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতক হাঁকান এই মিডল অর্ডার। এসময় ছক্কা ও চার হাঁকান সমান ৮টি করে।
শেষের আগে ওভারে বাস ডি লিড যখন বোলিংয়ে আসেন তখন সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে ম্যাক্সওয়েল। প্রথম দুই বলে টানা বাউন্ডারির, এরপর টানা তিন ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্ক।
বিশ্বকাপে এটিই দ্রুততম শতক। এইডেন মার্করামের রেকর্ড টিকল না তিন সপ্তাহও। এই মাঠেই গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতকে ছুঁয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
সব মিলিয়ে ওয়ানডেতে চতুর্থ দ্রুততম শতক এটি। এই তালিকায় সবার উপরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।
শেষ ওভারে বাউন্ডারিতে ক্যাচ আউট হওয়ার আগে ৪৪ বলে ১০৬ রানের ইনিংসটি সাজান ৯টি চার ও ৮ ছক্কায়।
দ্বিতীয় উইকেটে স্মিথের সাথে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েন ওয়ার্নার। স্মিথ ৬৮ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৭১ রান করে আউট হন। এরপর লাবুশেনকে নিয়ে আবার ৭৬ বলে ৮৪ রানের জুটিতে নেতৃত্ব দেন ওয়ার্নার।
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেড়শ রানের ইনিংস খেলা এই তারকার বিশ্বকাপে সেঞ্চুরি হয়ে গেল ৬টি। তার সমান শতক কিংবদন্তি শচিন টেন্ডুলকারেরও। বিশ্বকাপে শতকে তাদের উপরে আছেন কেবল ভারতের রোহিত শর্মা, ৭টি।
এসময় সাড়ে তিনশর্ধো ইনিংস আশা করছিল সবাই। কিন্তু দ্রুত তিন উইকেট হারিয়ে সেটাও পড়ে যায় শঙ্কায়। কিন্তু তখনই যে উইকেটে আসেন ম্যাক্সওয়েল।
সপ্তম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে স্রেফ ৪৪ বলে ১০৩ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটার। সেখানে কামিন্সের অবদান কেবল ৮ বলে ৮!
সাতজন বোলার ব্যবহার করে নেদারল্যান্ডস। উইকেটের দেখা পান তিনজন। ৭৪ রোন ৪ উইকেট নেন লোগান ফন ভিক। সবচেয়ে বেশি তোপ পোহাতে হয়েছে লিডেকে। ১০ ওভারে ১১৫ রান দিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে এটিই সবচেয়ে খরুচে বোলিং। আগেরটি ছিল আফহানিস্তানের রশিদ খানের। রশিদ ১১০ রান দিয়েছিলেন ৯ ওভারে। সব মিলিয়ে ওয়াডে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং ছিল মিক লুইসের ১১৩। সেটাও পেছনে ফেললেন লিডে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৯৯/৮ (মার্শ ৯, ওয়ার্নার ১০৪, স্মিথ ৭১, লাবুশেন ৬২, ইংলিশ ১৪, ম্যাক্সওয়েল ১০৬, গ্রিন ৮, কামিন্স ১২*, স্টার্ক ০, জাম্পা ১*; অতিরিক্ত ১২; আরিয়ান ৭-০-৫৯-১, আকারম্যান ৪-০-১৯-০, লোগান ১০-০-৭৪-৪, পল ১০-০-৬৪-০, বিক্রম ৪-০-২৭-০, মারউই ৫-০-৪১-০, লিডে ১০-০-১১৫-২)।
নেদারল্যান্ডস: ২১ ওভারে ৯০ (বিক্রম ২৫, দাউদ ৬, আকারম্যান ১০, এঙ্গেলব্রেখট ১১, লিডে ৪, এডওয়ার্ডস ১৪*, নিদামানুরু ১৪, লোগান ০, মারউই ০, আরিয়ান ১, পল ০; অতিরিক্ত ৭; স্টার্ক ৪-০-২২-১, হ্যাজেলউড ৬-০-২৭-১, কামিন্স ৪-০-১৪-১, মার্শ ৪-০-১৯-২, জাম্পা ৩-০-৮-৪)।
ফল: অস্ট্রেলিয়া ৩০৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পঞ্চগড়ে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উবার যাতায়াতে ৫০% ছাড়
খালেদা জিয়াকে এক নজর দেখতে গুলশান-বনানীর রাস্তায় হাজারো নেতাকর্মী
মোরেলগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত
অনিয়মের দায়ে আমতলী এফএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অব্যাহতি
রাঙামাটিতে তিন জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা
বাংলাদেশি ক্লাইমেট ইমপ্যাক্ট এন্টারপ্রাইজকে ১ কোটি টাকা করে অনুদানের ঘোষণা
লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে সিলেটের কানাইঘাটে মানববন্ধন
নাচোলে তাফসির মাহফিলে ঘুষ ও দুর্ণীতি মুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান
বহুল চর্চিত তারকা ‘স্পাইডারম্যান’খ্যাত জুটি জেনডায়া-টম হল্যান্ড বাগদান সারলেন
ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি
সুন্দরবনের শুঁটকি পল্লীতে কোল্ড স্ট্রোকে জেলের মৃত্যু
হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে: মাহমুদুর রহমান
সাভারে ছাত্র হত্যার ৫ মামলার আসামি আওয়ামী নেতা গ্রেপ্তার
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানে মির্জা ফখরুল
বিরলে পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুত্বর আহত
সিরাজদিখানে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩
বর্তমান বাংলাদেশ বিনিয়োগের জন্য স্থিতিশীল
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন ৮ ফেব্রুয়ারি
খালেদা জিয়ার লন্ডনযাত্রা : বিমানবন্দর এলাকায় ১০ প্লাটুন পুলিশ