টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
২৬ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম
শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জজ বাটলার। চলমান বিশ্বকাপের ২৫তম ম্যাচটি ব্যাঙ্গালোরো শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর আড়াইটায়।
শ্রীলঙ্কা দলে লাহিরু কুমারার জায়গায় খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইংলিশ দলে তিনটি পরিবর্তন।
আসরে ইংল্যান্ড ও শ্রীলংকা চারটি ম্যাচ খেলে তিনটি করে ম্যাচে হেরেছে। বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে জিতেছে। অন্যদিকে শ্রীলংকা জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে।
এমন বাস্তবতায় দুই দলের জন্যই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে গেছে। সামনে কোনো ম্যাচে হারলেই সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। তাই ‘অলআউট’ ক্রিকেট খেলে জয় তুলে নেওয়া ছাড়া বিকল্প নেই তাদের।
এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বৃহস্পতিবার পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও শ্রীলংকা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেলা আড়াইটায় দুই দলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
এ পর্যন্ত বিশ্বকাপে ১১ বার মুখোমুখি হয় ইংল্যান্ড ও শ্রীলংকা। এর মধ্যে ছয়টি ম্যাচে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। পাঁচটি ম্যাচে জিতে লংকানরা। জয়ের সংখ্যায় পিছিয়ে থাকলেও ১৯৯৯ সালের পর বিশ্বকাপের কোনো আসরেই শ্রীলংকাকে হারাতে পারেনি ইংলিশরা। ২০০৭ সালের আসরে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছিল শ্রীলংকা। ২০১১ সালের আসরে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল দ্বীপ দেশটি। এরপর ২০১৫ সালেও ৯ উইকেটের দাপুটে জয় পায় অর্জুনা রানতুঙ্গা, সনাৎ জয়সুরিয়ার উত্তরসূরিরা। গত বিশ্বকাপে ইংল্যান্ডকে তাদের ঘরের মাটিতে ২০ রানে হারায় লংকানরা। বিশ্বকাপে এই টানা জয়ের রেকর্ড ধরে রাখতেই আজ মাঠে নামবে তারা।
অন্যদিকে তিন ম্যাচে হারের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য ইংল্যান্ডের। দুই দলের ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান রানার-আপ নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড এখনও স্বরূপে ফিরতে পারেনি। বোলিং ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, বিবর্ণ ব্যাটিং—সবকিছু মিলিয়ে হতাশ দলটি। সেই হতাশার ছবি লুকিয়ে রাখতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও, তবে আত্মবিশ্বাস হারানো যাবে না, সব শেষ হয়ে যায়নি- এমন বার্তা দলের মধ্যে দিয়ে রেখেছেন অধিনায়ক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে