ফর্টিসকে হারিয়ে কোয়ালিফায়ার্সের পথে ব্রাদার্স
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলে চলমান মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে উড়তে থাকা ফর্টিস এফসিকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে কোয়ালিফায়ার্সের পথে ভালোভাবেই টিকে রইলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। অন্যদিকে বাংলাদেশ পুলিশ এফসির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফর্টিসকে ১-০ গোলে হারায় ব্রাদার্স। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার কাউসার আলী রাব্বি। একই দিনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় এই গ্রুপের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারায় পুলিশ এফসি। পুলিশের পক্ষে স্থানীয় ফরোয়ার্ড মান্নাফ রাব্বি ও এসানুর রহমান একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি শোধ দেন ডিফেন্ডার মো. ইমন।
ময়মনসিংহে গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্টিস-ব্রাদার্স উভয়েই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দু’দল একাধিক গোলের সুযোগ পেলেও সাফল্য পায় গোপীবাগের দলটিই। ম্যাচের দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার সাজেদ হাসান জুম্মনের কর্নার বক্সে ক্লিয়ার করেন ব্রাদার্সের ডিফেন্ডাররা। ৯ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রাদার্স ডিফেন্ডার রহমত মিয়ার লং শট ফিস্ট করেন ফর্টিসের গোলরক্ষক আজাদ হোসেন। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে কৌশিকের ক্রস বক্স থেকে হেডে ক্লিয়ার করেন ফর্টিসের এক ডিফেন্ডার। ম্যাচের ২১ মিনিটে ডান প্রান্ত থেকে ফর্টিসের ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরির ফ্রি কিক বক্সে পেয়ে হেড নিতে গিয়েছিলেন ঘানাইয়ান ফরোয়ার্ড ওমর সার। কিন্তু অল্পের জন্য বলের নাগাল পাননি তিনি।
ম্যাচের ২৪ মিনিটে ডান প্রান্ত থেকে নয়ন মিয়ার লং থ্রো সরাসরি গ্রিপ করেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ৩৬ মিনিটে লিড নেয় ব্রাদার্স। এসময় ডান প্রান্ত থেকে সাজ্জাদের কাটব্যকে পোস্টের বেশ কাছ থেকেই বাম পায়ের দারুণ শটে গোল করেন কাউসার আলী রাব্বি (১-০)। এই ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও শত চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি ফর্টিস। ৫৯ মিনিটে মাঝ মাঠ থেকে ভ্যালেরির ফ্রি কিক বক্সে পেয়ে হেড নিয়েছিলেন ব্রাদার্সের উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ। তবে অল্পের জন্য বল চলে গেছে ক্রসবারের উপর দিয়ে।
৭১ মিনিটে সজীবের শট কোনমতে ফিস্ট করে ক্লিয়ার করেন রানা। ৭৭ মিনিটে বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় ফর্টিস। তার ডান পায়ের শট প্রথমে ছুটে যায় রানার গ্লাভস থেকে। তবে পরক্ষণেই বল নিজ আয়ত্ব্ েনেন এই অভিজ্ঞ গোলরক্ষক। ৮৩ মিনিটে একই রকম আরও একটি ফ্রি কিক পায় ফর্টিস। আবারও শট নেন জাাসুর জুমায়েভ। তবে এবারও পরাস্ত করতে পারেননি আশরাফুল ইসলাম রানাকে। দারুণ দক্ষতায় ফর্টিসের নিশ্চিত গোলটি আটকে দেন রানা। ম্যাচের বাকি সময় গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস। চার ম্যাচ শেষে দুই জয় এবং একটি করে ড্র ও হারে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে ফর্টিস। আর দুই ম্যাচের দু’টিতেই জিতে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসলো ব্রাদার্স। সমান পয়েন্ট নিয়ে হেড টু হেডে পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেলো বসুন্ধরা কিংস।
এদিকে কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্রুপের আরেক ম্যাচে ওয়ান্ডাররার্সের বিপক্ষে শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় পুলিশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দু’দল। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়ান্ডরার্সকে এগিয়ে নেন ইমন (১-০)। প্রথামার্ধে আর সমতায় ফিরতে পারেনি পুলিশ। দ্বিতীয়ার্ধেও শত চেষ্টা করে বারবার ব্যর্থ হন পুলিশের ফরোয়ার্ডরা। অবশেষে ম্যাচের শেষ দিকে গোলের দেখা পায় তারা। ম্যাচের ৮৪ মিনিটে মান্নাফ রাব্বির গোলে সমতায় ফেরে পুলিশ (১-১)। দুই মিনিট পর এসানুর রহমান গোল করলে জয় নিশ্চিত হয় সার্ভিসেস দলটির। এই জয়ে তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট পেলেও চতুর্থ স্থানেই রইলো পুলিশ। তিন ম্যাচ খেলে পয়েন্টের খাতা খুলতে না পেরে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হলো ওয়ান্ডারার্সের। গ্রুপের সেরা দুই দল সুযোগ পাবে কোয়ালিফাইং রাউন্ডে খেলার।
এবারের ফেডারেশন কাপে থাকছে না কোনো সেমিফাইনাল ম্যাচ। ফাইনালে খেলতে আগে পার হতে হবে কোয়ালিফিকশন রাউন্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে প্রথম দুইটি কোয়ালিফায়ার্স ম্যাচ। কোয়ালিফায়ার্স-১ এ খেলবে ‘এ’ এবং ‘বি’গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল। কোয়ালিফায়ার্স-২ এ খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স-১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার্স-৩ এর বিজয়ী দল, যেই ম্যাচটি খেলবে কোয়ালিফায়ার্স-১ এর পরাজিত ও কোয়ালিফায়ার্স-২ এর চ্যম্পিয়ন দল। তাই ফাইনালে খেলতে হলে আগে গ্রুপের শীর্ষ দুই দলকে পরের পর্ব নিশ্চিত করতে হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন