এবারও ব্যর্থ শান্ত, চাপে বাংলাদেশ
২৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম
নাজমুল হোসেন শান্তর ব্যর্থতার ধারা বজায় থাকল এবারও। ফন মিকরেনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন সহ-অধিনায়ক।
শান্তর অবদান ১৮ বলে ৯। বাংলাদেশ ১২ ওভারে ৪৫/৩
শুরুতেই দুই ওপেনারের বিদায়
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করেছিলেন দুই ওপেনার। বেশি ধুকছিলেন লিটন কুমার দাস। শেষ পর্যন্ত আগে আউটও হলেন তিনি। পরের ওভারে তার পথ ধরেন তানজিদ হাসানও।
পঞ্চম ওভারে স্পিনার আরিয়ান দত্তের দ্বিতীয় বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন লিটন। বল তাঁর গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপার স্কট এডওয়ার্ডসের গ্লাভসে। ১২ বলে ৩ রান করে ফিরলেন লিটন।
পরের ওভারে ফন ভিকের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড তানজিদ। বাংলাদেশ বিনা উইকেটে ১৯ রান থেকে ২ উইকেটে ১৯!
বাজে ফিল্ডিংয়ের পরও লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ
অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠলেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের মিলিত প্রচেষ্টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লক্ষ্যটা নাগালেই রেখেছে সাকিব আল হাসানের দল।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৮তম ম্যাচে শনিবার টসজয়ী নেদারল্যান্ডসের সংগ্রহ ২২৯ রান। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পরও গুটিয়ে যাওয়ার আগে তারা খেলেছে পুরো ৫০ ওভারে।
এজন্য বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ দিতেই পারে ডাচ শিবির। মুস্তাফিজুর রহমানের বলে একই ওভারে দুইবার উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন স্কট এডওয়ার্ডস। প্রথমবার স্লিপে দুই হাতের তালুতে পেয়েও সহজ ক্যাচ মিস করেন লিটন কুমার দাস। পরেরবার মুশফিকুর রহিম। নাগালে পেয়েও ডানে ঝাপিয়ে ক্যাচটা নিতে পারেননি উইকেটকিপার। এডওয়ার্ডস তখনও রানের খাতা খোলেননি।
দিনশেষে বাংলাদেশকে সবেচয় বেশি ভুগিয়েছেন সেই এডওয়ার্ডসই। মুস্তাফিজই এই কিপার-ব্যাটারকে আউট করেছেন বটে কিন্তু ততক্ষণে প্রতিপক্ষ দলপতির নামের পাশে জ্বলজ্বল করছে ৮৯ বলে ৬ চারে ৬৮ রান।
পঞ্চম উইকেটে সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে ১০৫ বলে ৭৮ রানের জুটি গড়েন তিনি। এর আগে বাস ডি লিডিকে নিয়ে চতুর্থ উইকেটে এডওয়ার্ডস যোগ করেন ৭৪ বলে ৪৪ রান।
কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুতেই ডাচদের চেপে ধরে টাইগাররা। দ্বিতীয় ওভারে তাসকিনের ফুললেংথের বল ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজ হয়ে মিড অফে সাকিবের সহজ ক্যাচে পরিরত হন বিক্রমজিত সিং। শরিফুলের করা পরের ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাক্স ও’দাউদের দারুণ ক্যাচ নেন তানজিদ হাসান।
এরপর ৬৮ বলে ৫৯ রানের জুটি পায় ডাচরা। জুটি ভাঙেন মোস্তাফিজ। তার স্লোয়ার বুঝতে না পেরে খাড়া ওপরে ক্যাচ দেন ওয়েসলি বারেসি। ৪১ বলে ৪১ রান করেন এই টপ অর্ডার।
পরের ওভারে সাকিবকে সুইপ করতে গিয়ে ফাইন লেগে মোস্তাফিজের হাতে ক্যাচ দেন কলিন অ্যাকারম্যান। ৩৩ বলে ১৫ রান করেন তিনি। ৭ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে নেদারল্যান্ডস।
এবার সেই ডি লিডি-এডওয়ার্ডসের ৪৪ রানের জুটি। ডি লিডির কট বিহাইন্ডে মুশফিক খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না। তবে অধিনায়ক সাকিবসহ বাকিদের আবেদন ছিল জোরাল। আম্পায়ার জোয়েল উইলসন আউট দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পরপরই হাঁটা শুরু করেন ডি লিডি। বল যে ব্যাটে লেগেছে, তা নিশ্চিত ছিলেন ডাচ ব্যাটসম্যান।
শেষ ওভারে ১৭ রান দেন মেহেদি হাসান। তাসকিনের ওভার থাকলেও মেহেদিকে আনেন সাকিব। তাতেই আসে ইনিংসের সর্বোচ্চ রানের ওভার।
মুস্তাফিজ, তাসকিন, শরিফুল ও মেহেদি নেন দুটি করে উইকেট। একটি নেন সাকিব। অন্যটি রান আউট।
আসরে দুই দলের অবস্থা প্রায় একই রকম। পাঁচ ম্যাচে জয় কেবল একটি করে। টানা চার হারের তিক্ত অভিজ্ঞতার পর এই ম্যাচ দিয়েই তাই জয়ে ফেরার ভালো সুযোগ সাকিব আল হাসানের দলের সামনে।
নেদারল্যান্ডস: ৫০ ওভারে ২২৯ (বিক্রমজিত ৩, ডাউড ০, বারেসি ৪১, অ্যাকারম্যান ১৫, এডওয়ার্ডস …, ডি লিডি ১৭, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৫, লোগান ফন বিক ২৩*, শারিজ আহমেদ ৬, আরিয়ান দত্ত ৯, পল ফন মিকেরেন ০; অতিরিক্ত ১২; শরিফুল ১০-০-৫১-২, তাসকিন ৯-১-৪৩-২, সাকিব ১০-১-৩৭-১, মিরাজ ৪-০-১৭-০, মুস্তাফিজ ১০-১-৩৬-২, মেহেদি ৭-০-৪০-২)।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকনাফ অপহরণের স্বর্গরাজ্য-গেল বছরে ১৯২ জনের অপহরণ
ফেসবুক-ইনস্টাগ্রামে সেন্সরশিপ কমানোর ঘোষণা জুকারবার্গের
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
পাকিস্তানে একই দিনে ৬ বোনের সঙ্গে ৬ ভাইয়ের বিয়ে
ফ্যাসিস্ট হাসিনাকে ভারত ক্ষমতায় বসিয়েছিল, সে এদেশের গনতন্ত্র নষ্ট করেছে : নূরুল ইসলাম মণি
বিগত সরকারের সময় সব পুলিশ জনগণের সাথে বিষাদ করেনি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাখখারুল ইসলামের দায়িত্ব গ্রহণ
মানিকগঞ্জে ২৩টি হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ
দশ বিলিয়ন ইউরো ব্যয়ে ৯টি কৌশলগত রেল করিডর নির্মাণে ইরান
৫৩ বছরে অনেক কথা হয়েছে কিন্তু কাজ হয়নি: ডিআইজি মঞ্জুর মোর্শেদ
খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
স্বৈরাচারী হাসিনার নির্ঘুমের কারণও ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
নওয়াজ কন্যা মরিয়মকে নিয়ে তোলপাড় পাকিস্তান
হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি : পররাষ্ট্র উপদেষ্টা বললেন, আমাদের কী করার আছে?
বগুড়ায় স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির সাক্ষীকে অপহরণের চেষ্টা
রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, আগামীকাল ইত্যাদি
রাজশাহীতে সাতদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরন
স্বাস্থ্যখাতের দক্ষতা বাড়ানো ও দুর্নীতি দূর করতে আলোচনার সুযোগ রয়েছে- এম এম রেজা
কুয়েত সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান