যে যে শর্তে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান
২৯ অক্টোবর ২০২৩, ০৯:০০ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০২ এএম
টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খুব কাছে পাকিস্তান। অনেক ‘যদি-কিন্তু’র উপর নির্ভর করছে বৈশ্বির এই আসরে বাবর আজমদের টিকে থাকা। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন শর্তে সেমিফাইনালে খেলতে পারে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা ও ভারত ইতিমধ্যেই ১০ পয়েন্টে পৌঁছে গেছে। আর যাই হোক পাকিস্তানের পক্ষে এই দু'টি দলকে টপকানো প্রায় অসম্ভব। কেননা ৬ ম্যাচে পাকিস্তান সংগ্রহ ৪ পয়েন্ট। নিজেদের শেষে ৩টি ম্যাচ জিতলেও ১০ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না দলটি। সেঙ্গে নেট রান রেটের হিসাব তো আছেই।
নিজেদের শেষ তিন ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ যথাক্রমে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তিন দলকেই হারাতে পারলে কি পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, হ্যাঁ। তবে তার জন্য অন্য দলের হার-জিতের উপরে নির্ভর করতে হবে পাকিস্তানকে।
এবার দেখে নেওয়া যাক কোন সমীকরণে পাকিস্তান আসরের শেষ চারের টিকিট পেতে পারে:
১. লড়াইয়ে টিকে থাকতে হলে পাকিস্তানের সামনে প্রথম এবং প্রধান শর্ত হলো, নিজেদের শেষ ৩টি ম্যাচ জেতা।
২. নেট রান-রেট ভালো হওয়ায় নিউজিল্যান্ড সম্ভবত আর ১টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে কিউয়িরা নিজেদের শেষ তিনটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ, পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডকে তাদের শেষ ৩টি ম্যাচে হারতে হবে। সেক্ষেত্রে কিউয়িরা আটকে যাবে ৮ পয়েন্টে।
৩. ভারতকে তাদের সব ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়াবে ১৮।
৪. ভারতের কাছে হার ছাড়া দক্ষিণ আফ্রিকাকে তাদের অপর ২টি ম্যাচে জয় তুলে নিতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়াবে ১৪।
৫. অস্ট্রেলিয়াকে তাদের শেষ ৩টি ম্যাচ জিততে হবে ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। সেক্ষেত্রে অজিদের পয়েন্ট দাঁড়াবে ১৪।
৬. শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে এবং ভারত ও আফগানিস্তানের কাছে হারতে হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ৮।
৭. আফগানিস্তানকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে হবে এবং হারতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে। সেক্ষেত্রে আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৮।
এতগুলি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা। সেক্ষেত্রে ভারত ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ১৪ পয়েন্ট করে সংগ্রহ করে শেষ চারের টিকিট হাতে পাবে। পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের যোগ্যতা অজন করবে। ৮ পয়েন্টে আটকে গিয়ে ছিটকে যাবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এতগুলো শর্ত মিটিয়ে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা প্রায় অসম্ভবের কাছাকাছিই বলা যায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর- বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
টেকনাফ অপহরণের স্বর্গরাজ্য-গেল বছরে ১৯২ জনের অপহরণ
ফেসবুক-ইনস্টাগ্রামে সেন্সরশিপ কমানোর ঘোষণা জুকারবার্গের
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
পাকিস্তানে একই দিনে ৬ বোনের সঙ্গে ৬ ভাইয়ের বিয়ে
ফ্যাসিস্ট হাসিনাকে ভারত ক্ষমতায় বসিয়েছিল, সে এদেশের গনতন্ত্র নষ্ট করেছে : নূরুল ইসলাম মণি
সবাই সহযোগিতার হাত বাড়ালে অপরাধ নির্মূল সম্ভব: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাখখারুল ইসলামের দায়িত্ব গ্রহণ
মানিকগঞ্জে ২৩টি হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ
দশ বিলিয়ন ইউরো ব্যয়ে ৯টি কৌশলগত রেল করিডর নির্মাণে ইরান
৫৩ বছরে অনেক কথা হয়েছে কিন্তু কাজ হয়নি: ডিআইজি মঞ্জুর মোর্শেদ
খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
স্বৈরাচারী হাসিনার নির্ঘুমের কারণও ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
নওয়াজ কন্যা মরিয়মকে নিয়ে তোলপাড় পাকিস্তান
হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি : পররাষ্ট্র উপদেষ্টা বললেন, আমাদের কী করার আছে?
বগুড়ায় স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির সাক্ষীকে অপহরণের চেষ্টা
রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, আগামীকাল ইত্যাদি
রাজশাহীতে সাতদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরন
স্বাস্থ্যখাতের দক্ষতা বাড়ানো ও দুর্নীতি দূর করতে আলোচনার সুযোগ রয়েছে- এম এম রেজা