দলে কোন বিভেদ নেই: ইংল্যান্ড কোচ
৩০ অক্টোবর ২০২৩, ০৫:২০ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ০৫:২০ পিএম
সহজ লক্ষ্যেও ভারতের বিপক্ষে ১০০ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খুব কাছে ইংল্যান্ড। ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে দলের মধ্যে অনৈক্যের অভিযোগও তুলেছেন। তবে দল সত্যিকার অর্থেই ঔক্যবদ্ধ আছে বলে দাবী করেছেন ইংলিশ কোচ ম্যাথু মট।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়োইন মরগানের মতে, দলে অভ্যন্তরীন দ্বন্দের কারণে বিশ্বকাপে দলের পারফরমেন্সে প্রভাব পড়ছে। স্কাই স্পোর্টসকে ২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, ‘এতটা বাজে পারফরমেন্স করা কোন দলের সাথে আমি কখনো ছিলাম না। একটা নূন্যতম মান তাদের বজায় রাখা উচিৎ ছিল। এই দলের মধ্যে এমন কিছু আছে যে কারণে পুরো দলের পারফরমেন্সে প্রভাব পড়ছে। এ ব্যপারে আমি নিশ্চিত, অনাকাঙ্খিত কোন ঘটনা অবশ্যই দলের মধ্যে ঘটেছে।’
অবশ্য মরগানের এমন দাবী উড়িয়ে দিয়ে মট বলেছেন , ‘আমি মনে করি না এমন কোন বিষয় দলের মধ্যে আছে। আমি বিশ্বাস করি এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরে প্রত্যেকেই এই ধরনের ফলাফল সত্ত্বেও অসাধারন এক বন্ধনে আবদ্ধ রয়েছে। এক্ষেত্রে পুরো দল দারুণ শক্তিশালী রয়েছে বলেই আমার বিশ্বাস। কেউ যদি আমাদের অনুশীলন সেশনগুলোর দিকে লক্ষ্য করে তবে দেখা যাবে সেখানে সবাই দারুণ মজা করছে। একে অপরকে সহযোগিতা করছে। একে অপরের দিতে হাত বাড়িয়ে দিচ্ছে। ’
মট আরো বলেন, ‘মরগান তার মতামত দিয়েছে। সন্তান জন্মের কারণে তিনি দুই সপ্তাহ যাবত দলের থেকে দুরে রয়েছেন। সে আমাদের ড্রেসিংরুমের ধারেকাছেও ছিল না। কিন্তু আমি সব বিষয় নিয়ে সবসময়ই তার সাথে কথা বলেছি।’
এবারের বিশ্বকাপে ছয় ম্যচে জস বাটলারের দল গতকাল পঞ্চম পরাজয় বরণ করেছে। আর এতেই সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে। অথচ বোলাররা ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে ৯ উইকেটে মাত্র ২২৯ রানে বেঁধে দিয়েছিল। জবাবে ভারতের দুই পেসার সামি ও বুমরাহ নেতৃত্বাধীন বোলিং তোপে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস।
এর আগে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের ম্যাচটিতে ইংল্যান্ড ইনিংস শেষ হয়েছিল ১৫৬ রানে। কিন্তু মট বলেছেন আগামী তিন ম্যাচ প্রতিপক্ষের জন্য এতটা সহজ হবে না, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরবর্তী তিন ম্যাচ প্রতিপক্ষের জন্য কঠিন কঠিন হবে। পেশাদার ক্রিকেটে এমন সময় আসতেই পারে, আবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতাও থাকতে হয়। বাকি তিনটা ম্যাচ আমরা যথাসাধ্য চেষ্টা করবো। টুর্নামেন্টের শেষ ভাগটা অন্তত কিছু করে দেখাতে চাই। প্রথম ভাগে আমরা নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। দ্বিতীয় অর্ধটা আমরা বরং ভুলে যেতে চাই, এখন শেষ ভাগের দিকে তাকিয়ে আছি। আমাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। কিন্তু দূর্ভাগ্যবশত: তারা তেমন একটা স্কোর করতে পারেনি।’
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মেট অনুযায়ী বিশ্বকাপের শীর্ষ আট দল সেখানে খেলার সুযোগ পাবে। সে অনুযায়ী ইংল্যান্ডের সামনে এখন আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ থেকেই থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরী হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেটে আজহারীর তাফসীর মাহফিলে ইতিহাসের সর্বোচ্চ জনসমাগমের প্রত্যাশা
তামিমের জন্য অপেক্ষা বাড়ল
নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংকের মতবিনিময়
স্ক্রিনে "আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে" স্ক্রল, হাসপাতালে ভাঙচুর-লুটপাট
‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’: লন্ডনে মা-ছেলের দৃশ্য নিয়ে আজহারীর স্ট্যাটাস
তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর- বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
টেকনাফ অপহরণের স্বর্গরাজ্য-গেল বছরে ১৯২ জনের অপহরণ
ফেসবুক-ইনস্টাগ্রামে সেন্সরশিপ কমানোর ঘোষণা জুকারবার্গের
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
পাকিস্তানে একই দিনে ৬ বোনের সঙ্গে ৬ ভাইয়ের বিয়ে
ফ্যাসিস্ট হাসিনাকে ভারত ক্ষমতায় বসিয়েছিল, সে এদেশের গনতন্ত্র নষ্ট করেছে : নূরুল ইসলাম মণি
সবাই সহযোগিতার হাত বাড়ালে অপরাধ নির্মূল সম্ভব: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাখখারুল ইসলামের দায়িত্ব গ্রহণ
মানিকগঞ্জে ২৩টি হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ
দশ বিলিয়ন ইউরো ব্যয়ে ৯টি কৌশলগত রেল করিডর নির্মাণে ইরান
৫৩ বছরে অনেক কথা হয়েছে কিন্তু কাজ হয়নি: ডিআইজি মঞ্জুর মোর্শেদ
খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
স্বৈরাচারী হাসিনার নির্ঘুমের কারণও ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
নওয়াজ কন্যা মরিয়মকে নিয়ে তোলপাড় পাকিস্তান