শচিনকে ছাড়িয়েও শচিনকে ছোঁয়া হলো না কোহলির
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
বিরাট কোহলি মাঠে নামলেই যেন হয় নতুন কোনো রেকর্ড। এই বিশ্বকাপে এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নিয়েছেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি নতুন রেকর্ড গড়লেন এই তারকা। নন-ওপেনার হিসেবে বিশ্বকাপে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ড এখন এই ভারতীয় ক্রিকেটারের। এছাড়া সবচেয়ে বেশিবার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করার রেকর্ডও এখন তার। তবে এমন ম্যাচেও মিশে থাকলো আক্ষেপের গল্প, সেখানেও হলো জোড়া রেকর্ড!
গতকাল মুম্বাইয়ের ওয়ংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রায় শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারালে মাঠে নামেন কোহলি। এরপর অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন আরও একটি ফিফটি। তাতেই শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেন তিনি। এতো বিশ্বকাপে নন-ওপেনার হিসেবে সর্বাধিক ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ছিলেন সাঙ্গাকারা ও সাকিব। এ দুই ক্রিকেটারই ৩৫ ইনিংসে করেছিলেন এই কীর্তি। এদিন লঙ্কানদের বিপক্ষে ফিফটি তুলে নেওয়ায় কোহলির ফিফটি সংখ্যা দাঁড়ালো ১৩’তে। নতুন এই কীর্তি গড়তে কোহলির প্রয়োজন হয়েছে ৩৩ ইনিংস।
তবে সবমিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডটিও শচিনের দখলে। ৪৪ ইনিংসে ২১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই কিংবদন্তি। শচীনের এই রেকর্ড ভাঙার অনেক পেছনে থাকলেও এদিন তার অন্য একটি রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। ব্যক্তিগত ৮৮ রানে মাদুশাঙ্কার বলে আউট হওয়ার আগে চলতি বছরে হাজার পূরণ করেছেন কোহলি। তাতেই পেছনে ফেলে দেন শচীনকে। এ নিয়ে আটবার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করলেন কোহলি। অর্থাৎ এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশিবার হাজার রান করা খেলোয়াড় এখন তিনি। এর আগে ২০১৯ সালের ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করে শচীনের সাতবারের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি।
কোহলির হাজার রানের যাত্রা শুরু হয় ২০১১ সালে। সেবার ৩৪ ইনিংসে তিনি করেন ১ হাজার ৩৮১ রান। এরপর ২০১২ সালে ১৭ ইনিংসে ১ হাজার ২৬, ২০১৩ সালে ৩০ ইনিংসে ১ হাজার ২৬৮, ২০১৪ সালে ২০ ইনিংসে ১ হাজার ৫৪, ২০১৭ সালে ২৬ ইনিংসে ১ হাজার ৪৬০, ২০১৮ সালে ১৪ ইনিংসে ১ হাজার ২০২, ২০১৯ সালে ২৫ ইনিংসে ১ হাজার ৩৭৭ রান করেন তিনি। এই বছরে হাজার ছুঁতে এদিন মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ৩৪ রান। ২০ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। তবে এদিনও শতকের সুযোগ হাতছাড়া করেন কোহলি। ৯৪ বলে ৮৮ রান করে আউট হয়ে যান তিনি। এক ম্যাচ আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছিলেন ৯৫ রানে। ওয়ানডেতে টেন্ডুলকারের সবচেয়ে বেশি ৪৯ শতকের রেকর্ড ছোঁয়ার অপেক্ষাও তাই বাড়ল কোহলির। তার শতক ৪৮টি। যার একটি করেন চলতি বিশ্বকাপে।
আক্ষেপের গল্প আছে আরো। এক দলের তিনজন ব্যাটার ৮০ রানের বেশি করেছেন, কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেননি- বিশ্বকাপ এমন কিছু দেখলো এই ম্যাচেই প্রথম। কোহলির আগেই শুবমান গিল সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতেই আউট হয়ে যান। গিলের মতো বিরাট কোহলিকেও দিলশান মাদুশাঙ্কা শিকার বানান। কোহলি ফিরে যান ৮৮ রানের ইনিংস খেলে। শ্রেয়াস আইয়ারও শেষের দিকে ঝড়ো ইনিংস খেলেন। যদিও আউট হয়ে যান ৫৬ বলে ৮২ রান করেই।
বিশ্বমঞ্চে আশির উপরে রান করে সেঞ্চুরির আক্ষেপে এক দলের তিনজন পড়ার অনন্য ঘটনা যেদিন ঘটেছে, সেদিন অবশ্য ভারত ৩৫৭ রানের আগে থামেনি। সেঞ্চুরি না পেলেও দলগতভাবের ভারতের কোন আফসোস থাকবে না তাই। কেননা সেঞ্চুরি ছাড়াই বিশ্বকাপে কোন দল সর্বোচ্চ রান তুলেছে এদিন। লঙ্কানদের বিপক্ষে ভারত ব্যাট থেকে এনেছে ৩৫৭ রান। এর আগে সেঞ্চুরি ছাড়া বিশ্বকাপে কোনো দল ইনিংসে সর্বোচ্চ ব্যাট থেকে রান পেয়েছে ৩৩০। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, ১৯৮৩ সালে পাকিস্তান সে ঘটনার কারিগর।
বিশ্বকাপের গণ্ডি বাদ দিলে ভারত অবশ্য পিছিয়ে যায় এই রেকর্ডে। ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই ইনিংসে সবচেয়ে বেশ রান তোলার রেকর্ডটা যে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের শতকবিহীন ব্যাট থেকে ৩৬১ রান আনার নজির আছে। সেটিও আবার দুটি ম্যাচে। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে একবার, আর ২০১৭ সালে বাংলাদেশেরই বিপক্ষে আরও একবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫
চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!