ভারতের কাছে লজ্জার হার শ্রীলঙ্কার
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে লজ্জার হার মেনে নিলো শ্রীলঙ্কা। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। আগে ব্যাট করে ওপেনার শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রানের পাহাড়ে চড়ে ভারত। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে শ্রীলঙ্কা অলআউট হলে বিশাল জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এই জয়ে সাত ম্যাচের সবগুলো জিতে ১৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠলো ভারতীয়রা।
বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। প্রথমটি চলতি বিশ্বকাপেই পেয়েছে অস্ট্রেলিয়া। তারা এবার নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নেয়। এতদিন বিশ্বকাপে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়টি ছিল ২৭৫ রানের। সেই রেকর্ডও গড়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়েছিল অজিরা। এবার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নিয়ে অজিদের পরের স্থানটি দখলে নিয়েছে ভারত।
ঘরের মাঠে এবারের বিশ্বকাপে স্বাগতিক দলের সুবিধা দুই হাত ভরেই নিচ্ছে ভারত। প্রতিটি ম্যাচেই ব্যাটে-বলে ঝড় তুলে একের পর এক দলকে বিধ্বস্ত করছে তারা। এবার ব্যাটারদের পর ভারতীয় বোলারদের তোপে উড়ে গেল লঙ্কানরা। অথচ কাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৪ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মাকে (৪) বোল্ড করে ফেরান দিলশান মাদুশঙ্কা। উল্লাসে মেতে উঠে লঙ্কান শিবির। কিন্তু সেই উল্লাস থেমে যায় নিমিষেই। শুভমান গিল আর বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ১৭৯ বলে গড়েন ১৮৯ রানের বড় জুটি। যে জুটিতে ভর করেই বড় সংগ্রহ পায় ভারত। যেভাবে খেলছিলেন তাতে সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল গিল-কোহলির। কিন্তু মাত্র ৮ রানের জন্য গিল পারলেন না তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে। কোহলিও হাঁটলেন একই পথে। ৯২ বলে ১১ চার ও ২ ছক্কায় সমান ৯২ রান করে মাদুশঙ্কার কাটারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন গিল। নিজের পরের ওভারে এসে মাদুশঙ্কা তুলে নেন শতকের দোরগোড়ায় থাকা আরেক ব্যাটার বিরাট কোহলিকেও। এবারও সেই কাটার। কোহলি বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন শর্ট কভারে। ৯৪ বলে ১১ বাউন্ডারিতে ৮৮ রানেই থামে কোহলির ইনিংস। এরপর লোকেশ রাহুল (১৯ বলে ২১), সূর্যকুমার যাদব (৯ বলে ১২) ইনিংস বড় করতে না পারলেও ঝড়ের গতিতে ব্যাট করে দলকে সাড়ে তিনশ’র ঘরে নিয়ে যান শ্রেয়াস আয়ার। তবে তাকেও ফিরতে হয় সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রানের মারকুটে ইনিংস খেলে সেই মাদুশঙ্কার শিকার হন শ্রেয়াসও। শেষদিকে রবীন্দ্র জাদেজা ২৩ বলে করেন হার না মানা ৩৪ রান। লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা ৮০ রানে নেন ৫টি উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় নেমে ভারতীয় পেসারদের তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামিরা বলতে গেলে ছেলেখেলাই করেছেন লঙ্কান ব্যাটারদের নিয়ে। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে তিনজন শূন্য এবং দুইজন আউট হন ১ রান করে। ছয় নম্বরে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১২, শেষদিকে কাসুন রাজিথা ১৪ এবং মাহিশ থিকসানা অপরাজিত ১৪ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো শ্রীলঙ্কাকে। ১৪ রানে ৬ উইকেট, ২৯ রানে ৮টি। পরিসংখ্যান ঘাঁটা ছাড়া উপায় ছিল না। লঙ্কানরা যে রীতিমত দুঃস্বপ্নের ব্যাটিং করেছে! পরিসংখ্যান দেখাচ্ছে, ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি ৩৫ রানের, আর বিশ্বকাপে তা ৩৬। দুই রেকর্ডই হুমকির মুখে ছিল। ভাগ্য ভালো শ্রীলঙ্কার। ওই দুই লজ্জার রেকর্ডে নাম লেখাতে হয়নি তাদের। তবে তারা বিশ্বকাপের মঞ্চে যা করেছে, সেটাও কম লজ্জার নয়। ভারতীয় বোলিং তোপে মাত্র ১৯.৪ ওভার খেলতে পেরেছেন লঙ্কান ব্যাটাররা। আর হাফসেঞ্চুরির মধ্যেই তাদের ইনিংস গুটিয়ে গেলে বিশাল জয়ের উল্লাসে মাতে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম।
লঙ্কানদের এই ধ্বংসযজ্ঞের মূল নায়ক মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। শামি ১৮ রানে ৫টি আর সিরাজ ১৬ রানে নেন ৩টি উইকেট পান। ম্যাচসেরা হন মোহাম্মদ শামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
আগুন দেওয়া হয়েছে আলিয়ার অস্থায়ী আদালতে, বকশীবাজার সড়ক অবরোধ
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫
চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!