ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

জিততে হলে রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর ২০২৩, ০২:৫১ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

ছবি: ফেসবুক

ব্যাট হাতে দারুণ শুরু পেলেন প্রত্যেকেই। কিন্তু ইনিংস টেনে নিতে পারলেন কেবল তাওহিদ হৃদয়। সাথে বাকিদের মিলিত প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য তিনশোর্ধো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের ৪৩তম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০৬ রান। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৩০০ রানের স্কোরের দেখা পেল বাংলাদেশ।

বিশ্বকাপে তিনশ রান তাড়া করে অস্ট্রেলিয়া জেতেনি কখনও। রেকর্ড পাঁচবারের বিশ্বসেরাদের সর্বোচ্চ ২৯২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। গত চার বছরে কেবল একটি ম্যাচ তারা তিনশ তাড়া করে জিতেছে। সেই ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স কেয়ারি এই ম্যাচে নেই।

বাংলাদেশের প্রথম সাত ব্যাটারই খেলেছেন বিশোর্ধো ইনিংস। ৭৯ বলে ৫টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করেছেন হৃদয়। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান (৫৭ বলে) নাজমুল হোসেন শান্তর।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত।

সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় নির্ভার হয়ে খেলছে অস্ট্রেলিয়া। বিশ্রাম দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে। একাদশে এসেছেন স্টিভেন স্মিথ ও শন অ্যাবোট।

তবে বাংলাদেশের জন্য এটি ২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার ম্যাচ। ভালো সংগ্রহ পাওয়ায় পাকিস্তানে হতে যাওয়া এই আসরে বাংলাদেশের খেলা নিশ্চিত বলা যায়।

দক্ষিণ আফ্রিকাকে টপকে পয়েনন্ট তালিকার দুইয়ে যেতে ১৭.২ ওভারে জিততে হবে অস্ট্রেলিয়াকে। আর নেট রান রেটে বাংলাদেশকে শ্রীলঙ্কার পিছনে পাঠাতে অজিদের জিততে হবে ২২.৪ ওভারের মাঝে। দুটিই নিশ্চিতভাবেই খুব কঠিন।

বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারত। শেষ চার ওভারে কেবল ২৩ রান যোগ করতে পারে দল।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। শর্ট বলে তানজিদ হাসানের উইকেটে বিলিয়ে আসার মাধ্যমে দ্বাদশ ওভারে ৭৬ রানে ভাঙে ওপেনিং জুটি। ঘুরিয়ে খেলতে গিয়ে অ্যাবোটকেই ক্যাচ দিয়ে ৩৪ বলে ৩৬ রান করে ফেরেন তানজিদ।

লিটন কুমার দাস আউট হন অ্যাডাম জাম্পার বলে লং অনে মার্নাস লাবুশেনকে ক্যাচ প্রাকটিস করিয়ে। অযথা শট খেলতে গিয়ে ৪৫ বলে ৩৬ রান করে উইকেট বিলিয়ে আসেন এই ওপেনারও।

দারুণভাবে এগুচ্ছিল নাজমুল হোসেন শান্ত ও হৃদয়ের জুটি। ৫৭ বলে ৪৫ রান করে শান্তর অপ্রয়োজনীয় রানআউটে ভাঙে ৬৪ রানের জুটি। অধিনায়কের মতোই রানআউট হয়ে বিদায় নেন মাহমুদউল্লাহও।

৩ ছক্কা ও ১ চারে ২৮ বলে ৩২ রানের ইনিংসে ভালো কিছুর আভাস দিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। হৃদয়ের ডাকে সাড়া দিতে গিয়ে রানআউট হন তিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ে দুটি রানআউটই করেন লাবুশেন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে এবারও ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। জাম্পার দ্বিতীয় শিকার হয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন এই কিপার-ব্যাটার ২৪ বলে ২১ রান করে।

আসরে জাম্পার এটি ২২তম শিকার। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন এই স্পিনারই।

দ্রুত রান তুলতে গিয়ে শেষ ওভারে ক্যাচ আউট হন মিরাজ। করেন ২০ বলে ৪ চারে ২৯ রান।

ইনিংসের তৃতীয় ব্যাটার হিসেবে শেষ ওভারে রানআউট হন নাসুম আহমেদ। বিশ্বকাপে এক ইনিংসে এই প্রথম বাংলাদেশের ৩ ব্যাটসম্যান রানআউট হলেন।

সাকিব আঙুলের চোটে দেশে ফিরে এসেছেন আগেই। খেলছেন না তানজিম হাসানও। বাংলাদেশ আজ খেলছে দুই পেসার—তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে, সঙ্গে আছেন তিন স্পিনার—মিরাজ, মেহেদী ও নাসুম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব বেশি ভালো নয়। দু’দলের ২১ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের নান্দনিক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে তিনবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে পরিত্যক্ত হওয়া ম্যাচটি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলো। ঐ বিশ্বকাপের ফলাফল এখনও বাংলাদেশের জন্য সেরা আসর হয়ে আছে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৮ (তানজিদ ৩৬, লিটন ৩৬, শান্ত ৪৫, হৃদয় ৭৪, মাহমুদউল্লাহ ৩২, মুশফিক ২১, মিরাজ ২৯, নাসুম ৭, মেহেদী ২*, তাসকিন ০*; অতিরিক্ত ২৪; হ্যাজেলউড ৭-১-২১-০, কামিন্স ৮-০-৫৬-০, অ্যাবোট ১০-০-৬১-২, মার্শ ৪-০-৪৮-০, জাম্পা ১০-০-৩২-২, হেড ৬-০-৩৩-০, স্টয়নিস ৫-০-৪৫-১)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট