আফগানিস্তানের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন ট্রট
১১ নভেম্বর ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
বিশ্বকাপে নিজেদের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে সফল এক যাত্রা শেষে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট বলেছেন এই দলটির ভবিষ্যত বেশ উজ্জ্বল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে আফগানিস্তান।
হাশমতুল্লাহ শাহিদীর নেতৃত্বে আফগানিস্তান ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে যেভাবে নিজেদের প্রমাণ করেছেন তাতে তাদের প্রশংসা করতেই হয়। ৯ ম্যাচে চার জয়ের মধ্যে ছিল সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে জয়।
আফগান কোচ ট্রট বলেন, ‘আমি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস দেখেছি। কিন্তু অনেক সময় এটা দৃশ্যমান না হলে কিংবা মাঠে কেউ সেটা প্রমাণ করে দেখাতে না পারলে খুব বেশী নিশ্চিত হওয়া যায় না। এই টুর্নামেন্টের আগে আমি বেশ কয়েকবারই বলেছি নিজেদের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে হলে অন্তত দুটি ম্যাচে জয় প্রয়োজন। আমরা তা করে দেখিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জয়ের পথ খুঁজে পেয়েছি।’
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তানের বিশ্বমানের স্পিন আক্রমন সম্পর্কে সকলেই অবগত। পুরো টুর্নামেন্টে দলের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন রশিদ। মোহাম্মদ নবী ও মুজিব-উর রহমানও প্রতিপক্ষ ব্যাটারদের স্বাচ্ছন্দ্যে খেলতে দেননি। প্রথম আফগান ব্যাটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইব্রাহিম জারদান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক পরাজয়ের ম্যাচটিতে জারদান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
দলের হয়ে ৪৭ গড়ে সর্বোচ্চ ২৭৬ রান নিয়ে জারদান বিশ্বকাপ শেষ করেছেন। বিশ্বকাপে শীর্ষ ১০ জন রান সংগ্রাহকের তালিকায় তার এই রান যথেষ্ট। এই তালিকায় ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটারদের আধিপত্য রয়েছে।
ট্রট বলেন, ‘স্বাভাবিক ভাবে এই ধরনের দলগুলোর বোলিংই বেশী শক্তিশালী থাকে। কিন্তু কিছু কিছু ম্যাচে রান তাড়া করতে গিয়ে সহজেই আমাদের ব্যাটাররা তা ধরে ফেলেছে। বিশেষ করে বড় দলগুলোতে হারানোর ক্ষেত্রে ব্যাটাররা অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে।’
টিনএজ রিস্ট স্পিনার নুর আহমেদ ও ফাস্ট বোলার নাভিন-উল-হক দলে তাদের উপস্থিতির জানান দিয়েছে। এ সম্পর্কে ট্রট বলেন, ‘অভিজ্ঞ খেলোয়াড়দের উপরই নজড় ছিল বেশী। কিন্তু নাভিনের মত খেলোয়াড়রাও ওয়ানডে ক্রিকেটে এখন আফগানিস্তানের ভবিষ্যত। তাদের উপর অনায়াসেই আস্থা রাখা যায়। এখন দলীয় ব্যবস্থাপনা, কোচিং স্টাফদের দায়িত্ব তাদের সঠিক পথে পরিচালনা করা। তাদেরকে প্রতিভা বিকাশের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া।’
বিশ্বকাপে জয় পাওয়া চার ম্যাচের মধ্যে পাকিস্তানের বিপক্ষে জয়টা ছিল অন্যরকম এক অনুভূতি। আফগানিস্তানের অনেক খেলোয়াড়ই পাকিস্তানের শরণার্থী শিবিরে থেকে ক্রিকেটের তালিম নিয়েছে। সে কারনে তাদের বিপক্ষে জয়টা ছিল বিশেষ এক অর্জন।
এই বিশ্বকাপের আগে আফগানিস্তান দুই বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে জয়ী হয়েছিল। ২০১৯ সালে তারা ৯টি ম্যাচের সবকটিতেই পরাজিত হয়েছিল।
ট্রট বলেন, ‘বিশ্বকাপ আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু চার জয় অনেক কিছুই পাল্টে দিয়েছে। সে কারনে এবারের আসরটা সবদিক থেকেই স্মরণীয় হয়ে থাকবে। এই খেলোয়াড়দের আমি কখনই ভুলতে পারবো না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট