অধিনায়কত্ব নিয়ে যা বললেন বাবর ও আর্থার
১২ নভেম্বর ২০২৩, ১০:৩০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১০:৩০ এএম
বিশ্বকাপে ভরাডুবির মাঝেই পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছাড়তে পারেন বাবর আজম। তবে ইংল্যান্ডের বিপক্ষে হেরে আসর শেষ করার পর বাবর বা দলটির টিম ডিরেক্টর মিকি আর্থারের কথায় মিলল ভিন্ন সুর।
নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়ার পরেই খেই হারান বাবর আজমরা। শেষমেশ ৯ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয় সাবেক চ্যাম্পিয়নদের।
ব্যাট হাতে বাবরও নিজের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। চারটি অর্ধশতকে ৪০ গড় আর ৮২.৯০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২০। আর ব্যাট হাতে বাবর যে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি, সেটা তিনি নিজেই ইংল্যান্ড ম্যাচের আগে স্বীকার করেছেন। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ব্যাটসম্যান ও অধিনায়ক বাবরের সময়টা ভালো কাটেনি। সব মিলিয়ে বাবরের অধিনায়কত্ব নিয়ে যেকোনো ধরনের সিদ্ধান্তই আসতে পারে।
এমন পরিস্থিতিতে আর্থার বলছেন, ‘বাবরের পাশে আছি। বাবর তরুণ একজন ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবেও সে প্রতিদিন শিখছে। সে প্রতিনিয়ত বেড়ে উঠছে, তাকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সামনে এগোতে গেলে ভুল হবে। ভুল থেকে শিক্ষা নিলে ভুল করা অপরাধ নয়। দল হিসেবে আমরা অনেক ভুল করেছি, যদি দল এখান থেকে শিখতে পারে, তাহলে খুব ভালো দল হওয়ার সব উপাদানই এই দলে আছে।’
বাবর বলেন, ‘অস্বীকার করার উপায় নেই যে, অত্যন্ত হতাশাজনক পারফর্ম্যান্স হয়েছে আমাদের। যদি আমরা দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিততে পারতাম, তাহলে অন্য ছবি দেখা যেত। তবে হ্যাঁ, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, সব বিভাগেই কিছু ভুলচুক হয়েছে।’
বাবর এককথায় মেনে নেন, পাকিস্তানের স্পিন বিভাগ একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা উইকেট নিতে পারেনি। টুর্নামেন্টে এর বড়সড় প্রভাব পড়েছে। যদি মাঝের ওভারে স্পিনাররা উইকেট তুলতে না পারে, তবে সমস্যায় পড়া অনিবার্য।’
বিশ্বকাপে পাকিস্তানের খেলার কৌশল নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর্থারও মানছেন, পাকিস্তানকে ৩৩০ থেকে ৩৫০ করার মতো দল হয়ে উঠতে হবে, ‘ব্যাটিংয়ের কথা যদি বলি, আমাদের ৩৩০ থেকে ৩৫০ করার মতো দল হয়ে উঠতে হবে। যে দলগুলো এমনটা ধারাবাহিকভাবে করছে, তারাই সেমিফাইনালে। আমার মনে হয় না, আমরা ধারাবাহিকভাবে এমনটা করতে পেরেছি। যখন ফখর জামান দারুণ শুরু করে, তখনই আমরা পারি, কিন্তু একজনের ওপর তো আর প্রতিদিন ভরসা করতে পারি না।’
এশিয়া কাপে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম শাহ। বিশ্বকাপের আগে এই নাসিমই হয়ে উঠেছিলেন পাকিস্তানের প্রধান বোলার। পাকিস্তানের বোলিং ভালো না হওয়ার পেছনে আর্থার নাসিমের ছিটকে পড়াকে বড় কারণ হিসেবে দেখছেন, ‘অজুহাত দিচ্ছি না। নাসিম শাহ ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারত, যে কারণে শুরুর দিকে শাহিন শাহ আফ্রিদি আক্রমণাত্মক বোলিং করতে পারত, এরপর লেগ স্পিনার ও হারিস রউফকে দিয়ে আক্রমণ করাতে পারতেন। নাসিম না থাকায় আমাদের বোলিং আক্রমণে ভারসাম্য ছিল না। সমস্যা হয়েছে, কিন্তু এটা অজুহাত নয়। কারণ, সত্যি বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন