ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

ভারতের জয়ে বাংলাদেশের প্রাপ্তি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৩ নভেম্বর ২০২৩, ১২:২৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ১২:২৪ এএম

ছবি: ফেসবুক

বড় সংগ্রহে ব্যাটাররা গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। পরে বোলারদের তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, সূর্যকুমার ইয়াদবরা। তবু নেদারল্যান্ডসের বিপক্ষে বিশাল ব্যবধানের জয়েই লিগ পর্ব শেষ করল ভারত। আর তাতে নিশ্চিত হলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ।

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে রোববার ভারতের জয় ১৬০ রানে। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে ৪১১ রানের বিশাল লক্ষ্যে আড়াইশ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

৯ ম্যাচে শতভাগ জয়েই লিগ পর্ব শেষ করল ভারত। আসরে একমাত্র অপরাজিত দল বিশ্বকাপ স্বাগতিকরাই। অনেক আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচটি ছিল তাদের কাছে নিয়ম রক্ষার অথবা শেষ চারের প্রস্তুতির। বিশ্বকাপের এক আসরে এটিই ভারতের সর্বোচ্চ সংখ্যক জয়।

বিপরীতে ৯ ম্যাচে নেদারল্যান্ডসের এটি সপ্তম পরাজয়। দশ দলের পয়েন্ট তালিকায় তারা সবার তলানীতে। তাদের সমান ৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ আসর শেষ করেছে আটে থেকে। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল নিয়েই পাকিস্তানে বসবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

শ্রেয়াস আয়ার আর লোকেশ রাহুলের শতকে টসজয়ী ভারত করে ৪ উইকেটে ৪১০ রান। ম্যাচর ভাগ্য বলতে গেলে তখনই লেখা হয়ে গিয়েছিল। দেখার বিষয় ছিল বল হাতে উড়ে যাওয়া নেদারল্যান্ডস ব্যাট হাতে কতটা লড়াই করতে পারে।

সেই পরীক্ষায় ফেল করলেও ভালো নম্বরই পেয়েছে ডাচ ব্যাটাররা। ভারতের ইনফর্ম শক্তিশালী বোলিং লাইনআপ সামলে ৪৭.৫ ওভার খেলে আড়াইশ রান তোলাও তো কম ব্যাপার নয়।

ভারত অধিনায়ক এদিন মোট ৯জন বোলার ব্যবহার করেন। তিনি নিজেও বল হাতে তুলে নেন। শেষ উইকেটটি ছিল তারই শিকার। উইকেটের দেখা পেয়েছেন কোহলিও। ৬ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়ে দিনের সফলতম বোলার মোহাম্মদ সিরাজ। দুটি করে শিকার ধরেন জাসপ্রিত বুমরাহ, কুলদিপ ইয়াদব ও রবীন্দ্র জাদেজাও।

নেদারল্যান্ডস সর্বোচ্চ ৬১ রান পায় দ্বিতীয় উইকেট জুটিতে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। শেষদিকে ৬টি ছক্কা হাঁকিয়ে দর্শকদের একটু বিনোদন দেন তেজা নিদামানুরু। ইনিংসের সর্বোচ্চ ৩৯ বলে ৫৪ রান তারই। বাস ডি লিডেকে টপকে নেদারল্যান্ডসের হয়ে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন নিদামানুরুর।

দলটির পাঁচ ব্যাটার হয়েছেন বোল্ড আউটের শিকার।

ভারতের ইনিংসের শেষ দিকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে রাহুল সেঞ্চুরি পান কিনা। শেষ ওভারে ৮৯ রান নিয়ে স্ট্রাইক প্রান্তে ছিলেন এই মিডল অর্ডার। বাস ডি লিডের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন রাহুল। ৬২ বলে পেয়ে যান আসরে নিজের দ্বিতীয় শতক। সব মিলিয়ে এই কিপার-ব্যাটারের ক্যারিয়ারের সপ্তম শতক এটি। এক বল বাকি থাকতে তিনি আউট হন ১১টি চার ও ৪টি ছক্কায় ১০২ রান করে।

তবে থামানো যায়নি আয়ারকে। চারে নামা এই ব্যাটার ৮৪ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯৪ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ১২৮ রানে।

দ্বাদশ ওভারে দলীয় ১০০ রানে বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। ডিপ স্কায়ার লেগে ক্যাচ আউট হওয়ার আগে ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন গিল। এরপর রানের গতিতে ভাটা পড়ে কিছুটা। দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ২৯ রান আসে।

৫৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ করে লং অনে ক্যাচ আউট হন রোহিত। কোহলি আউট হন ২৯তম ওভারে দলীয় ২০০ রানে। কোহলি-আয়ার জুটি থেকে আসে ৬৬ বলে ৭১ রান। ওয়ানডেতে কোহলির শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু কোহলি আউট হন ৫৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ করে।

এরপর দলকে এগিয়ে নেন আয়ার ও রাহুল। রানের ধারা বাড়তে থাকে সময়ের সাথে পাল্লা দিয়ে। শেষ ওভারে এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে করে ১২৮ বলে ২০৮ রান।

মুম্বাইয়ে আগামী বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৪১০/৪ (রোহিত ৬১, গিল ৫১, কোহলি ৫১, শ্রেয়াস ১২৮*, রাহুল ১০২, সূর্যকুমার ২*; অতিরিক্ত ১৫; আরিয়ান ৭-০-৫২-০, লোগান ১০-০-১০৭-০, আকারম্যান ৩-০-২৫-০, মিকেরেন ১০-০-৯০-১, মারওয়ে ১০-০-৫৩-১, লিডে ১০-০-৮২-২)।

নেদারল্যান্ডস: ৪৭.৫ ওভারে ২৫০ (বারেসি ৪, দাউদ ৩০, আকারম্যান ৩৫, এঙ্গেলব্রেখট ৪৫, এডওয়ার্ডস ১৭, লিডে ১২, নিদামানুরু ৫৪, লোগান ১৬, মারওয়ে ১৬, আরিয়ান ৫, মিকেরেন ৩*; অতিরিক্ত ১৩; বুমরাহ ৯-১-৩৩-২, সিরাজ ৬-১-২৯-২, শামি ৬-০-৪১-০, কুলদিপ ১০-১-৪১-২, জাদেজা ৯-০-৪৯-২, কোহলি ৩-০-১৩-১, গিল ২-০-১১-০, সূর্যকুমার ২-০-১৭-০, রোহিত ০.৫-০-৭-১)।

ফল: ভারত ১৬০ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শ্রেয়াস আয়ার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত

সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই

সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা

খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী

খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী

মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু

মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু

পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ

পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ

যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের

যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের

পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা

পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর

আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি

লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত

লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন

মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন

হলুদ রঙে সেজেছে ক্ষেত

হলুদ রঙে সেজেছে ক্ষেত

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত

অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান

অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান

ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ

ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ

উত্তরা ‌থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান

উত্তরা ‌থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান

মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার

মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার

তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫

তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫