অভূতপূর্ণ সাফল্যের রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক
১৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
নেদারল্যান্ডসকে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব শেষ করেছে ভারত। আগের আট ম্যাচেও প্রতিপক্ষকে রীতিমত গুড়িয়ে দিয়ে আসরে একমাত্র অপরাজিত দলও তারা। বিশ্বকাপের এক আসরে এতগুলো জয় আগে কখনও পায়নি ভারত। অভাবনীয় এই সাফল্যের রহস্য ফাঁস করলেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত বলেন, ‘যে থেকে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, একটা করে ম্যাচে নজর ছিল আমাদের। আমরা কখনই অনেক দূরে তাকাতে চাইনি। এটা দীর্ঘ টুর্নামেন্ট। শেষ পর্যন্ত যেতে হলে ১১টি ম্যাচ খেলতে হবে। সুতরাং, লক্ষ্যটাকে ছোট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেভাবেই আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি।’
রোহিত আরও যোগ করেন, ‘ভিন্ন ভিন্ন মাঠে খেলতে হয়েছে আমাদের। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক সেটাই করেছি আমরা। ৯টি ম্যাচে যেভাবে নিজেদের মেলে ধরতে পেরেছি, ভীষণ খুশি। প্রথম ম্যাচ থেকে আজকের ম্যাচ পর্যন্ত, অত্যন্ত নিখুঁত ক্রিকেট উপহার দিতে পেরেছি আমরা।’
দলের সার্বিক পারফর্ম্যান্স নিয়ে রোহিত বলেন, ‘দু-একজন নয়, বরং আলাদা আলাদা খেলোয়াড় সময়ে সময়ে দায়িত্ব ভাগ করে নিয়েছে এবং নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। সবাই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। আলাদা আলাদা মাঠে খেলতে নামাটা চ্যালেঞ্জের। আমরা দারুণভাবে ভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। শুরুতে টানা চারটি ম্যাচে আমরা রান তাড়া করেছি। তার পরে আমাদের শুরুতে ব্যাট করতে হয়েছে। স্পিনারদের সঙ্গে পেসাররাও দায়িত্ব ভাগ করে নিয়েছে।’
শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলতে নেমেছি। তাই প্রত্যাশার চাপ রয়েছে। আমরা একে অপরের সান্নিধ্য ও সাফল্য উপভোগ করি। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করা গুরুত্বপূর্ণ।’
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত মোট ৯ জন বোলারকে দিয়ে বল করায়। পাঁচজন বিশেষজ্ঞ বোলার ছাড়াও হাত ঘোরান বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা নিজেও। ষষ্ঠ বোলারের বিকল্প প্রসঙ্গে রোহিত হালকা চালে বলেন, ‘এটা সবসময়ই আমাদের মাথায় থাকে। দলের জন্য ষষ্ঠ বোলারের বিকল্প তৈরি করতে চাই আমরা। আজ আমাদের হাতে ৯ জনের বিকল্প ছিল। এটা সেধরণের ম্যাচ ছিল, যেখানে আমাদের নতুন কিছু চেষ্টা করার সুযোগ ছিল।’
মুম্বাইয়ে বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর