‘নির্ভার থাকবে নিউজিল্যান্ডই’
১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ক্রিজে ঢোকার আগেই এমএস ধোনির স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন মার্টিন গাপটিল। চার বছর আগের গাপটিলের সেই থ্রো স্টাম্পের সাথে ভেঙে দিয়েছিল কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর হৃদয়ও। ওই একটি রান আউটেই ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। একই ম্যাচের পুনরাবৃত্তিই যেত হতে চলেছে এবার। এবারের বিশ্বকাপেও ফাইনালে যেতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের সামনে সেই নিউজিল্যান্ড বাধা। তবে এবারের পরিস্থিতি নিশ্চিতভাবেই আলাদা। হাতের তালুর মতো চিরচেনা আঙিনা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে ভারত। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ তাই কন্ডিশন ও গ্যালারির হাজার হাজার দর্শকও। তবে ফেভারিট হিসেবে, স্বাগতিক হিসেবে কিংবা ইতিহাসের পুনঃরাবৃত্তি- কারণ যেটাই হোক না কেন এই ম্যাচে ভারতের উপর চাপ থাকবে বলে বিশ্বাস নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রস টেইলরের।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইলর বলেন, ‘বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ড দলের। আর এমন আবহে দাঁড়িয়ে ২০১৯ সালের সেই সেমিফাইনালের তুলনা আসাটাই স্বাভাবিক। চার বছর আগেও ওই সেমিফাইনালে ফেভারিট দল হিসেবেই খেলতে নেমেছিল ভারত। আমাদের লক্ষ্য ছিল, যাতে আমরা নেট রানরেটটা ভালো রাখতে পারি। যাতে কোনও ভাবেই পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ না থাকে। এবার ভারত তো আগের বারের থেকেও বেশি ফেভারিট। একে নিজেদের মাঠে খেলা। তার উপরে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে তো দুরন্ত ফর্মে ছিল তারা। আমাদের দল হিসাবে হারানোর কিছু নেই। আর এমন পরিস্থিতিতে কিন্তু নিউজিল্যান্ড দল ভয়ঙ্কর হয়ে ওঠে।’
তিনি যোগ করেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে কোনও দলের মুখোমুখি হতে ভারত যদি নার্ভাস থেকে থাকে, তা হল এই নিউজিল্যান্ড দল। তবে এটা মানতেই হবে আমাদের সামনের চ্যালেঞ্জটাও খুব কঠিন। ২০১৯ সালেও ব্যাপারটা এমনটাই ছিল। ওই বিশ্বকাপে দুই দিন ধরে ম্যাচটা হয়েছিল। কারণ ছিল বৃষ্টি। আমার জন্য অম্ভুত একটা পরিস্থিতি ছিল। আমি প্রথম দিন নট আউট ছিলাম। টেস্ট ক্রিকেটেই বিষয়টি খুব নার্ভাস করে দেয়। এখানেও তাই করেছিল। কারণটা ছিল ওয়ানডে বিশ্বকাপ। তার উপর আবার সেমিফাইনালের মতন একটা ম্যাচ। ওয়াংখেড়েতে টস গুরুত্বপূর্ণ হবে। নিউজিল্যান্ড যদি বল এবং ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারে, তাহলে তারা আত্মবিশ্বাস পাবে। দুই ইনিংসেই প্রথম দশ ওভার খুব গুরুত্বপূর্ণ। ভারত ব্যাট করলে আমরা চাইব যাতে ওদের ২-৩ উইকেট পড়ে যায়। তাহলেই তারা চাপে থাকবে। কারণ টপ অর্ডারের প্রথম তিন জনের উপর ওরা খুব ভরসা করে। শুভমন গিল রয়েছে। রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারত যখন বল করছে তখনও গুরুত্বপূর্ণ যেমন রান করাটা, তেমন গুরুত্বপূর্ণ উইকেট বাঁচানো। জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজদের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না।’
ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলার অনন্য কীর্তি টেইলরের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার