সিরাজকে সরিয়ে শীর্ষে মহারাজ
১৫ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে সরিয়ে চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।
গত তিন সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার এই তালিকার শীর্ষস্থানে পরিবর্তন এলো। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন সিরাজ।
সাধারণত বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এবার তা ঘোষণা করা হয়েছে এক দিন আগে। বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের আগের দিন।
দুই নম্বর থেকে শীর্ষে উঠেছেন মহারাজ। গত সপ্তাহে ৩ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। এর মধ্যে পুনেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আছে ৪ উইকেট। ভারতের বিপক্ষে স্রেফ ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তিনি শিকার ধরেন ২টি।
দুইয়ে নেমে যাওয়া সিরাজ ভারতের সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রেটিং পয়েন্টে মহারাজের চেয়ে স্রেফ ৩ পয়েন্ট পেছনে এই পেসার। সিরাজের দুই সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ চারে ও কুলদিপ ইয়াদাভ পাঁচে আছেন।
এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা আছেন তিন নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। গত সপ্তাহে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আড়াই বছরের রাজত্বের সমাপ্তি ঘটিয়ে শীর্ষে ওঠেন তিনি। বাবর যথারীতি দুইয়ে আছেন।
এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। চারে আছেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি। তিনে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ঝড়ো শতক উপহার দিয়ে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। পাঁচ ধাপ এগিয়ে শ্রেয়াস আছেন যৌথভাবে ১৩ নম্বরে, যেখানে তার সঙ্গী পাকিস্তানের ওপেনার ফাখার জামান। ১৭ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন রাহুল।
বড় লাফ দিয়েছেন জ্যাম্পার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আফগানিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসে দলকে জেতানো ম্যাক্সওয়েল ১৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা মার্শ এগিয়েছেন ১১ ধাপ, আছেন ৩৮ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ্যিলান্ডের বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
"মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য"
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে