রোহিত-কোহলির রেকর্ডের ম্যাচে ভারতের রেকর্ড ৩৯৭
১৫ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
লুকি ফার্গুসনের বলে ডাবল নিয়েই লাফিয়ে মুষ্টিবদ্ধ ডান হাত ছুড়ে দিলেন আকাশে। ২২ গজের দাঁড়িয়ে যখন তিনি সেঞ্চুরি উদযাপন করছেন, মুম্বাইয়ের ওয়েংখেড়ের পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে অভিনন্দন জানালেন বিরাট কোহলিকে। জীবনসঙ্গিনী আনুশকা শর্মা থেকে ফুটবলের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম, কে নেই এই তালিকায়। আর ছিলেন জীবন্ত কিংবদন্তি শচিন রমেশ টেন্ডুলকার। ক্রিকেটের যে নক্ষত্রকে ছাড়িয়ে আকাশই এখন বিরাট কোহলির ঠিকানা।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে সেঞ্চুরির ফিফটি হয়ে গেল কোহলির। চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার এমন কীর্তির দিনে অনেকটাই আড়ালে পড়ে গেছে রোহিত শর্মার ছক্কার রেকর্ড, শ্রেয়াস আয়ারের ঝড়ো শতক আর শুবমান গিলের দুর্দান্ত ইনিংস। যাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান তুলেছে ভারত। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই এখন সর্বোচ্চ রানের রেকর্ড।
কোহলির ঐতিহাসিক মুহূর্তটি আসে ম্যাচের ৪২তম ওভারে ফার্গুসনের করা চতুর্থ বলে। ডাবলস নিয়ে শতক পূর্ণ হতেই শূন্যে লাফ দেন কোহলি। ব্যাটটা রেখে প্রথমে গ্লাভস এরপর হেলমেট খুলে মাথা নুইয়ে সম্মান জানান ভিআইপি বক্সে থাকা টেন্ডুলকারের দিকে। এরপর গ্যালারিতে থাকা স্ত্রী আনুশকাকে ছুড়ে দেন উড়ন্ত চুমু।
১১৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১১৭ রানের ইনিংসের দিনে টেন্ডুলকারের আরও দুটি রেকর্ড নিজের করেন নেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ফিফটি ইনিংস এখন তার, ৮টি। বিশ্বকাপের এক আসরে টেন্ডুলকারের সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ডও ছাড়িয়ে ১০১.৫৭ গড়ে ৯০.৬৮ স্ট্রাইক রেটে কোহলির রান এখন ৭১১। দল ফাইনালে উঠতে পারলে নিশ্চিতভাবেই তার সামনে সুযোগ থাকবে সংগ্রহটা আরও বাড়িয়ে আসনটা নিরাপদ করার।
বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম শতক, এর চেয়ে বেশি শতক আছে রোহিত শর্মা (৭টি) ও শচীন টেন্ডুলকার-ডেভিড ওয়ার্নারদের (৬টি করে)।
ঝড়ো শুরুর পর ইনিংসটা লম্বা করতে পারেননি রোহিত। ২৯ বলে চারটি করে ছক্কা-চারে করেন ৪৭ রান। এই ইনিংস দিয়েই বিশ্বকাপে ছক্কার রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। বিশ্বকাপের এক আসরে তো বটেই, সব আসর মিলিয়েও এখন সর্বোচ্চ ছক্কার চূড়ায় রোহিত।
মুম্বাইয়ের ওয়েঙখেড়ে স্টেডিয়ামে বুধবার রোহিত ম্যাচ শুরু করেন ৪৭ ছক্কা নিয়ে। পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টকে ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপে গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছাড়িয়ে যান রোহিত। একইসাথে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার ফিফটিও করেন ভারত অধিনায়ক।
২৭ ইনিংসে এখন রোহিতের ছক্কা ৫১টি। গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছিল ৩৪ ইনিংস ব্যাট করে।
বিশ্বকাপের এক আসরেও সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডেও এদিন গেইলকে ছাড়িয়ে গেছেন রোহিত। চলতি বিশ্বকাপে তার ছক্কা এখন ২৮টি। ২০১৫ বিশ্বকাপে ২৬ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন গেইল। ক্যারিবিয়ান গ্রেট অবশ্য ইনিংস খেলেছিলেন স্রেফ ৬টি। রোহিতের লাগল ১০ ইনিংস।
অষ্টম ওভারে দলীয় ৭১ রানে রোহিত আউট হওয়ার আগ পর্যন্ত তাকে সঙ্গ দিয়ে যান গিল। অধিনায়ক আউটের পর খোলস ছেড়ে বেরিয়ে একের পর এক দুর্দান্ত সব শট খেলতে থাকেন এই ওপেনার। অন্য প্রান্তে কোহলি তখন থিতু হচ্ছেন। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির খুব কাছে গিয়েও গিল ক্রাম্প নিয়ে মাঠ ছাড়েন ৬৫ বলে ৭৯ রান করে। শেষদিকে মাঠে ফিরে সুযোগ পান এক বল খেলার। শেষ পর্যন্ত ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।
সবচেয়ে বড় জুটির দেখা মেলে গিল ক্রাম্প নিয়ে মাঠ ছাড়ার পর। কোহলি-শ্রেয়াস জুটি থেকে আসে ১২৮ বলে ১৬৩ রান। কোহলি যখন ব্যাটে সুরের ঝঞ্কার তুলচিলেন অপর প্রান্তে তখন নীরবে ঝড় বইয়ে দিচ্ছিলেন শ্রেয়াস। ৩৫ বলে ফিফটি করে তিনি তিন অঙ্কে পৌঁছান স্রেফ ৬৭ বলে।
আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শতক হাঁকানো এই ব্যাটার এবার আউট হন ৭০ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১০৫ রান করে। লোকেশ রাহুল করেন ২০ এল অপরাজিত ৩৯ রান।
টানা তৃতীয় ফাইনালে যেতে নিউজিল্যান্ডকে এখন ভাঙতে হবে ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এখন পর্যন্ত সেটি ৩৪৮ রানের, ২০২০ সালে ভারতের বিপক্ষেই ছিল সেটি।
এই টুর্নামেন্টেই অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮৯ রানের লক্ষ্যে ৩৮৩ পর্যন্ত গিয়েছিল নিউজিল্যান্ড। এ থেকে প্রেমণা পেতে পারে কিউইরা। তবে আজ তাদের লড়তে হবে বিশ্বকাপের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম