ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

কোহলির ম্যাচে ৭ উইকেট নিয়ে নায়ক শামি, ফাইনালে ভারত

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৬ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

ছবি: আইসিসি

রানের পাহাড় গড়ে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দিয়েছিলেন বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, শুবমান গিলরা। ড্যারেল মিচেলের প্রতিরোধ গুড়িয়ে বল হাতে একাই ৭ উইকেট নিলেন মোহাম্মদ শামি। মধুর প্রতিশোধে নিউজিল্যান্ডকে গুড়িয়ে প্রতাপের সাথেই ফাইনালে পা রাখল ভারত।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডকে ৭০ রানে হারায় ভারত। বিশ্বকাপের গত আসরে কিউইদের কাছে হেরেই শেষ চার থেকে বিদায় নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে সেঞ্চুরির ফিফটি গড়ার দিনে কোহলি করেন ১১৭ রান। তার এমন কীর্তির দিনে অনেকটাই আড়ালে পড়ে যায় রোহিত শর্মার ছক্কার রেকর্ড, শ্রেয়াস আয়ারের ঝড়ো শতক আর শুবমান গিলের দুর্দান্ত ইনিংস। যাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান তোলে দল। বিশ্বকাপের নকআউট পর্বে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

রান তাড়ায় ৭ বল বাকি থাকতে ৩২৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বোলারদের দুঃস্বপ্নের দিনেও ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট নেন শামি। বিশ্বকাপে কোনো ভারতীয়র যা সেরা বোলিং। বিশ্বকাপে তার ৫০ উইকেটও হয়ে গেল স্রেফ ১৭ ইনিংসে। প্রতিযোগিতাটির ইতিহাসে যা দ্রুততম।

বিশ্বকাপে ৭ উইকেট নেওয়া পঞ্চম বোলার তিনি। তবে নক-আউট ম্যাচে এটিই সেরা বোলিং। ১৯৭৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন গ্যারি গিলমোর।

চলতি আসরে এটি তার তৃতীয় ৫ উইকেট। এক বিশ্বকাপে তিন বার ৫ উইকেট নেওয়া প্রথম বোলার। সব মিলিয়ে বিশ্বকাপে এটি তার চতুর্থ ৫ উইকেট। এই কীর্তিতেও প্রথম তিনি। মিচেল স্টার্ক তিনবার নিয়েছেন ৫ উইকেট।

উড়ন্ত ছন্দে থাকা শামির এবারের বিশ্বকাপে মোট শিকার ২৩টি। ভারতের বোলারদের মধ্যে এক আসরে এটিই রেকর্ড। ২০১১ সালে দলকে চ্যাম্পিয়ন করার পথে জাহির খান নিয়েছিলেন ২১ উইকেট।

সব মিলিয়ে তার সামনে স্রেফ দুজন। মিচেল স্টার্ক, ২০১৯ সালে ২৭ উইকেট ও গ্লেন ম্যাকগ্রা ২০০৭ সালে ২৬ উইকেট।

নিউজিল্যান্ড লড়াই করে মিচেলের ব্যাটে। কেন উইলিয়ামসন ছাড়া এসময় তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আর কেউ। তৃতীয় উইকেটে তাদের ১৪৯ বলে ১৮১ রানের জুটি রীতিমত চোখ রাঙাচ্ছিল বিশ্বকাপ স্বাগতিকদের। ৩৩তম ওভারে শামির বলে উইলিয়ামসন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরার পর আর লড়াইয়ে টিকতে পারেনি ব্ল্যাক ক্যাপস বাহিনী।

৪৬তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে মিচেল আউট হন ১১৯ বলে ৯টি চার ও ৭ ছক্কায় ১৩৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। ৩৯ ম্যাচের ক্যারিয়ারে ৩৫ ইনিংসে ছয়টি সেঞ্চুরি হয়ে গেল এই ডানহাতি ব্যাটিং অলরাউন্ডারের।

মুম্বাইয়ের কন্ডিশন এদিন সহজ ছিল না। প্রথম ১০ ওভারে মেলে সুইং ও সিমের দেখা। পরের ২০ ওভার মিলেছে স্পিন ও বাউন্স। শিশির ছিল না। সবকিছুই ছিল ভারতের অনুকূলে। এরপর তারা গড়ে বিশাল সংগ্রহ। এরপর শামির বলে নিউজিল্যান্ডের আত্মসমর্পণ। তার একই ওভারে উইলিয়ামসন ও টম ল্যাথামের উইকেট হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি কিউইরা।

বিশ্বকাপে ভারতের চতুর্থ কিপার হিসেবে এদিন এক ম্যাচে ৪ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন লোকেশ রাহুল।

শিরোপার জন্য ভারতকে লড়তে হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে, হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী রোববার।

ম্যাচের প্রথম ইনিংসের গল্পটা যেন কোহলিকে ঘিরে। সময়ের সেরা এই ব্যাটারের ঐতিহাসিক মুহূর্তটি আসে ইনিংসের ৪২তম ওভারে ফার্গুসনের করা চতুর্থ বলে। ডাবলস নিয়ে শতক পূর্ণ হতেই শূন্যে লাফ দেন কোহলি। ব্যাটটা রেখে প্রথমে গ্লাভস এরপর হেলমেট খুলে মাথা নুইয়ে সম্মান জানান ভিআইপি বক্সে থাকা টেন্ডুলকারের দিকে। এরপর গ্যালারিতে থাকা স্ত্রী আনুশকাকে ছুড়ে দেন উড়ন্ত চুমু।

১১৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১১৭ রানের ইনিংসের দিনে টেন্ডুলকারের আরও দুটি রেকর্ড নিজের করেন নেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ফিফটি ইনিংস এখন তার রেকর্ড ৮টি। এই তালিকায় তিনি ছাড়িয়ে যান টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে।

বিশ্বকাপের এক আসরে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডও ছাড়িয়ে ১০১.৫৭ গড়ে ৯০.৬৮ স্ট্রাইক রেটে কোহলির রান এখন ৭১১। ২০০৩ সালে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার।

বিশ্বকাপে এটি কোহলির পঞ্চম শতক, এর চেয়ে বেশি শতক আছে রোহিত শর্মা (৭টি) ও শচীন টেন্ডুলকার-ডেভিড ওয়ার্নারদের (৬টি করে)।

ঝড়ো শুরুর পর ইনিংসটা লম্বা করতে পারেননি রোহিত। ২৯ বলে চারটি করে ছক্কা-চারে করেন ৪৭ রান। এই ইনিংস দিয়েই বিশ্বকাপে ছক্কার রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। বিশ্বকাপের এক আসরে তো বটেই, সব আসর মিলিয়েও এখন সর্বোচ্চ ছক্কার চূড়ায় রোহিত।

মুম্বাইয়ের ওয়েঙখেড়ে স্টেডিয়ামে বুধবার রোহিত ম্যাচ শুরু করেন ৪৭ ছক্কা নিয়ে। পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টকে ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপে গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছাড়িয়ে যান রোহিত। একইসাথে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার ফিফটিও করেন ভারত অধিনায়ক।

২৭ ইনিংসে এখন রোহিতের ছক্কা ৫১টি। গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছিল ৩৪ ইনিংস ব্যাট করে।

বিশ্বকাপের এক আসরেও সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডেও এদিন গেইলকে ছাড়িয়ে গেছেন রোহিত। চলতি বিশ্বকাপে তার ছক্কা এখন ২৮টি। ২০১৫ বিশ্বকাপে ২৬ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন গেইল। ক্যারিবিয়ান গ্রেট অবশ্য ইনিংস খেলেছিলেন স্রেফ ৬টি। রোহিতের লাগল ১০ ইনিংস।

অষ্টম ওভারে দলীয় ৭১ রানে রোহিত আউট হওয়ার আগ পর্যন্ত তাকে সঙ্গ দিয়ে যান গিল। অধিনায়ক আউটের পর খোলস ছেড়ে বেরিয়ে একের পর এক দুর্দান্ত সব শট খেলতে থাকেন এই ওপেনার। অন্য প্রান্তে কোহলি তখন থিতু হচ্ছেন। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির খুব কাছে গিয়েও গিল ক্রাম্প নিয়ে মাঠ ছাড়েন ৬৫ বলে ৭৯ রান করে। শেষদিকে মাঠে ফিরে সুযোগ পান এক বল খেলার। শেষ পর্যন্ত ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

সবচেয়ে বড় জুটির দেখা মেলে গিল ক্রাম্প নিয়ে মাঠ ছাড়ার পর। কোহলি-শ্রেয়াস জুটি থেকে আসে ১২৮ বলে ১৬৩ রান। কোহলি যখন ব্যাটে সুরের ঝঞ্কার তুলচিলেন অপর প্রান্তে তখন নীরবে ঝড় বইয়ে দিচ্ছিলেন শ্রেয়াস। ৩৫ বলে ফিফটি করে তিনি তিন অঙ্কে পৌঁছান স্রেফ ৬৭ বলে।

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শতক হাঁকানো এই ব্যাটার এবার আউট হন ৭০ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১০৫ রান করে। লোকেশ রাহুল করেন ২০ এল অপরাজিত ৩৯ রান।   

টিম সাউদিকে ৩ উইকেট পেতে দিতে হয়েছে ১০০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৯৭/৪ (রোহিত ৪৭, গিল ৮০*, কোহলি ১১৭, শ্রেয়াস ১০৫, রাহুল ৩৯*, সূর্যকুমার ১; বোল্ট ১০-০-৮৬-১, সাউদি ১০-০-১০০-৩, স‍্যান্টনার ১০-১-৫১-০, ফার্গুসন ৮-০-৬৫-০, রবীন্দ্র ৭-০-৬০-০, ফিলিপস ৫-০-৩৩-০)

নিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ৩২৭ (কনওয়ে ১৩, রবীন্দ্র ১৩, উইলিয়ামসন ৬৯, মিচেল ১৩৪, ল্যাথাম ০, ফিলিপস ৪১, চ্যাপম্যান ২, স্যান্টনার ৮, সাউদি ৯, বোল্ট ২*, ফার্গুসন ৬; বুমরাহ ১০-১-৬৪-১, সিরাজ ৯-০-৭৮-১, শামি ৯.৫-০-৫৭-৭, জাদেজা ১০-০-৬৩-০, কুলদিপ ১০-০-৫৫-১)

ফল: ভারত ৭০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ শামি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
আরও

আরও পড়ুন

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান  আটক দুই

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান আটক দুই

সর্বদলীয় বৈঠক যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

সর্বদলীয় বৈঠক যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন

হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল

শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল

ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই:  ডা. শফিকুর রহমান

সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ

মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

কেন এসেছেন, কি করার আছে আপনাদের

কেন এসেছেন, কি করার আছে আপনাদের

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’

‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’

আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি

আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা

বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির

৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া

৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া