রেকর্ড গড়া ইনিংসের পরেও মিচেলের আক্ষেপ
১৬ নভেম্বর ২০২৩, ০২:১২ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০২:১৩ এএম
পুরো বিশ্বকাপে ভারতের বোলিং এট্যাক ছিল অনেকটা অপ্রতিরোধ্য ।বুমরাহ-সিরাজ-শামির ক্ষুরধার পেস বোলিংয়ের পাশাপাশি জাদেজা-যাদবের স্পিন ঘূর্ণি - সব মিলিয়ে ভারতের বিপক্ষে রান তুলতে রীতিমতো হাঁসফাঁস করতে হয়েছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। স্বাগতিক বোলারদের দাপট এতটাই ছিল যে -আসর জুড়ে দশ ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হয়েছে কেবল দুইটি-সে দুটি সেঞ্চুরিই করেছেন আবার একজন ব্যাটসম্যান। ডেরিল মিচেল।
পুরো বিশ্বকাপে একমাত্র এই কিউই ব্যাটসম্যানই চাপ সৃষ্টি করতে পেরেছেন কুলদীপ যাদব- বুমরাহদের উপর। যে কুলদীপের বিশাল বিশাল সব টার্ন,গুগলি,লেগ স্পিন সামলাতে খাবি খেয়েছেন বাঘা বাঘা সব ব্যাটসম্যান, সেখানে একমাত্র মিচেলই সুইপ, রিভার্স সুইপ, নিখুঁত সব লফটেড শটে সবাইকে দেখিয়ে দিয়েছেন বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলে বিশ্বের অন্যতম সেরা এই রিস্ট স্পিনারের বিপক্ষেও রান করা সম্ভব,আত্মবিশ্বাস আর আগ্রাসী মনোভাবে খেললে নিখুঁত বুমরাহকেও চাপে ফেলা সম্ভব।
মঙ্গলবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৩৯৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে গিয়ে ৩৯ রানের দুই উইকেট হারিয়ে ফেলে।কনওয়ে আর বিশ্বকাপে নিজেদের তুরুপের তাস রাচীন রাবিন্দ্রকে হারিয়ে বড় হারের শঙ্কায় ছিল কিউইরা। উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে একাই টেনে তোলেন মিচেল।শুরুর চাপ সামলে উইকেটে থিতু হয়ে যান পাল্টা আক্রমণে।মিচেলের একের পর চার ছক্কায় নিউজিল্যান্ড স্বপ্ন দেখতে শুরু করেছিল।
এই দুইজন যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ চাপ, অস্বস্তি,ভয় ধীরে ধীরে চেপে ধরছিল ভারতীয় খেলোয়াড় ও সমর্থকদের।এই দুইজনের অনবদ্য ১৮১ রানের জুটিতে এক সময় পাহাড়সম টার্গেটও অর্জন মনে হচ্ছিল খুবই সম্ভব। উইলিয়ামসন আউট হতেই সব শেষ। আসরজুড়ে দুর্দান্ত পরের বলেই তুলে নেন লাথামের উইকেট।আর তাতে ফের ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ভারত।এরপরও ফিলিপসকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ৮৫ বলে শতক পূর্ণ করা মিচেল। তবে বাড়তে থাকা আস্কিং রান রেটের সঙ্গে তাল মিলাতে না পেরে অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা একের পর এক উইকেট দিয়ে আসায় অনেকটা সঙ্গীহীন হয়ে পড়েন মিচেল।শেষ পর্যন্ত নিজেও সেই চাপে ক্যাচ দিয়ে ফেরেন।
তবে এর আগে খেলেন ১১৯ বলে খেলেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। বিশ্বকাপের নিজের দ্বিতীয় শতকটি এই ডানহাতি ব্যাটসম্যান সাজান ৯ চার ও ৭ ছক্কায়।এই ইনিংসটি খেলার পথে অনন্য এক রেকর্ডও নিজের করে নেন মিচেল।বিশ্বকাপের চার নম্বর কিংবা তার পরে ব্যাটিং করে সর্বোচ্চ রানের মালিক এখন এই কিউই ব্যাটসম্যান। চলতি আসরে ৯ ইনিংসে দুই শতক ও দুই অর্ধশতকে ৬৯ গড়ে মিচেলের সংগ্রহ ৫৫২ রান।১০ ইনিংসে ৫২৬ রান করে অবশ্য তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন শ্রেয়াস আইয়ার।
তবে এমন রেকর্ডের পরে মিচেলের আক্ষেপই হওয়ার কথা ! আরও একবার কিউইদের স্বপ্নভঙ্গ হওয়ার আক্ষেপ। মিচেল এই রেকর্ড থেকেও নিশ্চয়ই দলকে ফাইনালে উঠাতে পারলেই খুশি হতেন বেশি।এই নিয়ে টানা পঞ্চমবারের মতো সেমিফাইনাল খেলেও বিশ্বকাপ শিরোপা অধরাই রয়ে গেল নিউজিল্যান্ডের।মিচেলের সামনে এখনো অনেক সময়।একদিনে ফরম্যাটের অন্যতম সেরা এ ব্যাটসম্যান নিশ্চয়ই চাইবেন ক্যারিয়ার শেষের আগেই দলের এই আক্ষেপ গোছাতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ
ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক
ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল
নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ