সতীর্থদের কাছে যেমন ছিলেন অধিনায়ক বাবর
১৬ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
বিশ্বকাপে ব্যর্থতার পর তোপের মুখে পাকিস্তান ক্রিকেটে তিন ফর্মেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তবে সতীর্থদের ঠিকই প্রশংসা কুড়িয়েছেন এই ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী অধিনায়কের প্রশংসা করেছেন মোহাম্মদ রিজওয়ান, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ আরও অনেকে।
২০১৯ সালে সরফরাজ আহমেদের কাছ থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্ব পান বাবর। একই বছর টি-টোয়েন্টি অধিনায়ক হন তিনি। ২০২১ সালে পান পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব।
অধিনায়ক হবার পর পাকিস্তানকে ২০ টেস্টে, ৪৩ ওয়ানডেতে ও ৭১টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন বাবর। টেস্টে তার অধীনে ১০ জয়, ৬ হার ও ৪টিতে ড্র এবং ওয়ানডেতে ২৬ জয়, ১৫ পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টিতে বাবরের অধীনেই সবচেয়ে বেশি জয় পেয়েছে পাকিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটে বাবরের নেতৃত্বে ৪২ জয়, ২৩ হার ও ছয়টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ভারতের মাটিতে চলমান বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। বাবরের নেতৃত্বে ৯ ম্যাচ খেলে ৪টিতে জয় ও ৫টিতে হারে পাকরা। বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরমেন্সেই অধিনায়কত্ব ছাড়েন বাবর।
অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবরের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ রিজওয়ান লিখেছেন, ‘অধিনায়ক, মন থেকেই অধিনায়ক আপনি। অবশ্যই পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারও। পাকিস্তানের জন্য আপনার সততা, নিষ্ঠা, ভালোবাসা, চিন্তা ও অধিনায়কত্ব প্রশংসনীয়।’
বাবরের জায়গায় পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘আপনার অসাধারণ নেতৃত্বে খেলা, টিমওয়ার্ক এবং বন্ধুত্বের সাক্ষী হওয়া সৌভাগ্যের বিষয়। আপনার নেতৃত্ব, দলগত ঐক্য ও সাফল্যে প্রশংসনীয়। ব্যাট হাতে নতুন সব রেকর্ড দেখার অপেক্ষায় আছি।’
পাকিস্তান টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন ব্যাটার শান মাসুদ। বাবরের কাছ থেকে অধিনায়কত্ব শিখেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে খেলার সময় অনেক কিছুই শিখেছি। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের গুরু দায়িত্ব কতটা ধৈর্য্য নিয়ে পালন করতে হয়। আশা করছি, নতুন দায়িত্বে সেগুলো কাজে লাগবে।’
অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবরের কাছ থেকে এখন রানের বন্যা দেখতে চান পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আজহার আলী। তিনি লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে গুরু দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত শেষবারের জন্য পাকিস্তানের অধিনায়কত্ব করেননি। সবকিছুই হয় শেখার জন্য ও ভালোর জন্য। এখন শুধুমাত্র অনেক রান উপভোগ করার সময়।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ক্রিকেট পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাবরের প্রশংসা করতে ভুল করেননি হাফিজ, ‘পাকিস্তানের অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন, সেটি প্রশংসনীয়। সত্যিই দলকে জেতানোর জন্য আপনার যেমন রান ক্ষুধা ছিলো, সেটি সময়ের সাথে সাথে নিশ্চয়ই আরও বাড়বে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠক যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া