কোহলির প্রশংসায় উইলিয়ামসন
১৬ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
বিরাট কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। একইসাথে তিনি প্রতিপক্ষ দলগুলোর প্রতি সতর্ক করে বলেছেন, কোহলি প্রতিদিনই নিজেকে আরো বেশী সমৃদ্ধ করে তুলছেন।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বুধবার ৭০ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। স্বাগতিক ভারতকে ‘ব্লু মেশিন’ আখ্যা দিয়েছেন উইলিয়মসন।
কোহলির রেকর্ড গড়া ১১৭ ও শ্রেয়াস আয়ারের ঝড়োগতির ১০৫ রানে ভর করে ভারত ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় সমান টার্গেট দেয় কিউইদের। এর মাধ্যমে কোহলি ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির রেকর্ড গড়েন। বোলিংয়েও ভারত ছিল অপ্রতিরোধ্য। বিশেষ করে মোহাম্মদ সামি ৫৭ রানে ৭ উইকেট তুলে নিয়ে কিউই মেরুদন্ড ভেঙ্গে দিয়েছেন। গত দুই বিশ্বকাপের ফাইনালে পরাজিত নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৩২৭ রানে অল আউট হয়।
বিশ্বমানের ব্যাটার হিসেবে নিজেও সমাদৃত উইলিয়ামসন। শচিন টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া কোহলির ভূয়শী প্রশংসাই করেছে কিউই অধিনায়ক। গতকাল ওয়ানখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থেকে কোহলির এই কৃতিত্ব উপভোগ করেছেন টেন্ডুলকার। এ সময় উইলিয়ামসন বলেন, ‘এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত। আমি মনে করি কেউ যদি ৫০ ম্যাচ খেলে তবে সেটাকে দারুন এক ক্যারিয়ার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ৫০টি শতক, চিন্তাই করা যায়না। তার উপর শুধুমাত্র নিজের জন্য নয়, তার এই ইনিংস দলের জয়ে ভূমিকা রেখেছে।’
৩৩ বছর বয়সী উইলিয়ামসন আরো বলেন, ‘আমি বলতে চাচ্ছি কোহলি বিশে^র সেরা, এতে কোন সন্দেহ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে প্রতিদিনই নিজেকে সমৃদ্ধ করছে। আর এটা বিশ্বজুড়ে প্রতিটি প্রতিপক্ষের জন্য একটি সতর্কবার্তা।’
বিশ্বকাপের সেমিফাইনালে সেরা বোলিং পরিসংখ্যান এখন মোহাম্মদ সামির। নিয়মিত বিরতিতে তিনি কাল কিউই ব্যাটারদের সাজঘরের পথ দেখিয়েছে। বিশেষ করে তৃতীয় উইকেটে ড্যারিল মিচেল (১৩৪) ও উইলিয়ামসন (৭৯) এর ১৮১ রানের জুটি ভেঙ্গে সামি ভারতের জয়কে তরান্বিত করেছেন।
উইলিয়ামসন বলেছেন, এই জয়টা ভারতের প্রাপ্য ছিল।
অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে কপাল খুলে যায় সামির। প্রথম তিন ম্যাচে দর্শক হয়ে ডাগআউটে কাটানো সামি সতীর্থ পান্ডিয়ার অনুপস্থিতিতে দলে ফিরে এখন পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেছেন।
উইলিয়ামসন বলেন, ‘সামি দুর্দান্ত খেলেছে। নতুন বলে দুই দুর্দান্ত বোলার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পর তৃতীয় বোলার হিসেবে সে বোলিংয়ে আসে। কিন্তু তার বোলিংয়ে আলাদা একটি বিশেষত্ব আছে। ব্যাটারদের সে বল খেলতে বাধ্য করে। এটা সত্যিই বিরল এক প্রতিভা।’
এবারের বিশ্বকাপে গতকাল মিলে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ধর্মশালায় এর আগে ৪ উইকেটের পরাজয়ের ম্যাচটিতে তিনি মিচেল ১৩০ রান করেছিলেন। উইলিয়ামসন বলেন, ‘সে আমাদের দলের একজন লড়াকু খেলোয়াড়। ব্যাটিংয়ে সে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করে। পুরো টুর্নামেন্টে সে সেটাই প্রমান করেছে।’
এ পর্যন্ত বিশ্বকাপের ১০ ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। উইলিয়ামসনের মতে, ভারত বিশে^র সেরা দল এবং এই মুহূর্তে তারা সেরা ক্রিকেট খেলছে। যেভাবে তারা পুরো টুর্নামেন্টে খেলেছে তা সত্যিই অসাধারণ। একটি ম্যাচেও তারা প্রতিপক্ষকে কোন সুযোগ দেয়নি। আশা করছি শেষ ম্যাচটিও পূর্ণ আত্মবিশ্বাসের সাথেই ভারত খেলবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান আটক দুই
সর্বদলীয় বৈঠক যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া