অস্ট্রেলিয়ায় ইতিহাস বদলাতে চাই: পাক অধিনায়ক
০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের লজ্জার ইতিহাস বদলাতে চান পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদ।
অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। সবশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।
সদ্যই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজম তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লে পাকিস্তান টেস্টে দলের নেতৃত্ব পাওয়া মাসুদ জানিয়েছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলের ভালো করার সুর্বন সুযোগ রয়েছে।
অস্ট্রেলিয়া সফরের জন্য দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে মাসুদ বলেন,‘ ইতিহাসে আপনার কোন অর্জন না থকলে তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। আমরা পাকিস্তানের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফলাফল করার চেষ্টা করবো।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম সিরিজে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। নয় দলের টেবিলে ভারত দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয়স্থানে রয়েছে।
এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের শিরোপা এবং সদ্যই ওয়ানডে বিশ্বকাপ জিতে আকাশে উড়ছে অস্ট্রেলিয়া।
১৪ ডিসেম্বর থেকে পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিলো পাকিস্তান। ঐ সিরিজে খেলেছিলেন মাসুদ।
দলের লক্ষ্য সর্ম্পকে মাসুদ বলেন, ‘আমাদের ৪শ রান করতে হবে এবং এরপর ২০ উইকেট নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৯ সালে আমাদের শেষ সফরে এমনটা করতে পারিনি, এজন্যই এবার এটিই লক্ষ্য।’
বর্তমানে অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বলে অকপটে স্বীকার করেছেন মাসুদ। তিনি বলেন,‘মাঠে ভালো খেলার জন্য ইতিবাচক মনোভাব রাখতে হবে এবং যারা খেলবে তারা অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চেষ্টা করবে।’
মাসুদ জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে সফরকারী পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ার মত কন্ডিশন অনুকরণ করার চেষ্টা করেছি। যেখানে বাউন্সি উইকেট ছিল।’
অস্ট্রেলিয়ায় কোচিং করানো ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডাম হোলিওককে পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের প্রশংসা করেছেন মাসুদ।
তিনি বলেন, ‘দল এমন একজন মানুষকে নিয়োগ দিয়েছে যার সেখানকার বিষয়ে জ্ঞান আছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের ব্যাপারে একজন বিশেষজ্ঞ। তার নিয়োগ ঐ কন্ডিশনে আমাদের সেরা পারফরমেন্সের সহায়তা করবে।’
মাসুদের মতে, গুরুত্বপূর্ণ সফরে বাবর আজম বড় ভূমিকা রাখবে। এজন্য বাবরকে নিয়েই দলের ব্যাটিংয়ের পরিকল্পনা করা হবে।
তিনি বলেন, ‘আমরা ভক্তদের উপভোগ্য ক্রিকেট খেলতে চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক