সমালোচকদের নান্নুর হুশিয়ারি!
০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
সমালোচকদের কড়া হুশিয়ারি দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। সদ্য সামাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল চরম ব্যর্থতার পরিচয় দেয়ায় এর দায় টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন সবাই। যে কারণে দেশের ক্রিকেট অনুরাগিদের অনেকেই টিম ম্যানেজমেন্টকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ঘিরে বেশ কিছু সংবাদ প্রকাশ ও প্রচার হয়েছে। যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের দায় নান্নুর ঘাড়ে চাপিয়ে, তার কাজ ও বেতন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
নান্নুর দাবি, এটা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য করা হয়েছে। এর জন্য সমালোচকদের হুশিয়ারি করে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন নান্নু। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক রকম কথা হয়। কিছুদিন আগে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলা হয় যে, আমি ৫ লক্ষ টাকা বেতন পাই। ১০ বছর চাকরি করার পরে ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকার পরে বিসিবিতে গিয়ে দেখে আসেন আমি কত টাকা বেতন পাই। লজ্জা থাকা উচিত যে সমস্ত লোক এসব নিউজ করেছেন তাদের।’
সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্নাও নান্নুর কাজ নিয়ে প্রশ্ন তোলেন। তার কথারও জবাব দিয়েছেন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক জানান, যারা তাকে নিয়ে এসব কথা বলে তাদের বাংলাদেশ ক্রিকেটে রেকানো অবদান নেই। বরং ক্রিকেটের ক্ষতি করছে তারা। নান্নু বলেন, ‘সাবেক ক্রিকেটার (তানভির মাজহার) তান্না সাহেবও দেখি এটার সঙ্গে মুখ খুলেছেন। জন্য তিনি কি করেছেন? তার কী অবদান আছে দেশের ক্রিকেটে। সে চট্টগ্রামে গিয়ে আমাদের বাপদাদার সম্পত্তি দেখে আসুক। আমি কীভাবে চলি না চলি, পরিবার কীভাবে চলে। এসব কথা বলার তো কোনো রাইট তার নেই। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে তাদের শাস্তি হওয়া উচিত। সরকারের কাছে আমি অবশ্যই আবেদন জানাই- এ ধরনের অবাস্তব নিউজগুলি নিয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। তারা দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্থ করছে।’
তিনি যোগ করেন, ‘বোর্ডের সবার সঙ্গে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমি বলব যারা এ ধরনের ট্রল করছে, না জেনে না বুঝে এভাবে মিথ্যা কথা নিয়ে আগানোটা ঠিক না। আপনি যদি সত্যটা জানেন তাহলে আগান। সত্য নিয়ে চলুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক