ফিলিপসে জমলো ঢাকা টেস্ট!
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে গেলেও গতকাল ঠিকই তৃতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। গত বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন ৬৬.২ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান তোলে সফরকারীরা। ওইদিনের দুই অপরাজিত ব্যাটার ড্যারিল মিচেল ১০ বলে ১২ ও গ্লেন ফিলিপস ৬ বলে ৫ রান হাতে নিয়ে কাল খেলতে নেমে দলকে লিড এনে দেন। মূলত কিউই লোয়ার অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপসেই জমলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্ট! তার ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়েই অনেকটা মান বাঁচলো কিউইদের। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৮০ রান করে প্রথম ইনিংসে ৮ রানের লিড পায় নিউজিল্যান্ড। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে খুব একটা স্বস্তিতে নেই স্বাগতিকরা। ৮ ওভার খেলে ২ উইকেটে ৩৮ রান তোলার পর আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা টেস্টে টাইগারদের লিড এখন ৩০ রানের। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটার ওপেনার জাকির হোসেন (১৬) ও মুমিনুল হক (০)। বিকাল পৌনে ৩টার দিকে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরপর আর আবহাওয়ার উন্নতি হয়নি। ফলে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা আগে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
কাল টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশন প্রায় পুরোটাই খেলা হয়নি। দুপুর ১২টায় ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। যদিও মিচেলকে বেশি দূর এগোতে দেননি বাংলাদেশের অফ স্পিনার নাঈম হাসান। ২১.৪ ওভারে দলীয় ৯৫ রানে আউট হন মিচেল। ৩৯ বল খেলে ১৮ রান করে নাঈমের বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ফিলিপসের সঙ্গে ৬০ বলে ৪৯ রানের জুটি গড়েন মিচেল। এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরান নাঈম। ব্যাটের কানায় বল লাগিয়ে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন স্যান্টনার। ৭ বলে ১ রান করেন এ কিউই ব্যাটার। ৩২.২ ওভারে দলীয় ১৫২ রানে আউট হন কাইল জেমিসন। শরিফুল ইসলামের বলে শাহাদাত হোসেনের তালবন্দী হয়ে ফেরার আগে ২৮ বলে ২০ রান করেন জেমিসন। তবে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছেন ফিলিপস। ডানহাতি এই কিউই ব্যাটার দলকে বড় লিড এনে দেওয়ার চেষ্টা করেছেন। মারকুটে ব্যাট করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। অবশেষে তাকে সেঞ্চুরিবঞ্চিত করেন শরিফুল। বাঁহাতি এই পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নূরুল হাসান সোহানের হাতে ক্যাচ হন তিনি। ৩৬.৪ ওভারে দলীয় ১৮০ রানে আউট হওয়ার আগে ফিলিপস ৭২ বলে করেন ৮৭ রান। তার এই মারকুটে ইনিংসে ৯ চার ও ৪টি ছয়ের মার ছিল। ফিলিপস আউট হওয়ার পর আর কোনো রান যোগ না করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম যথাক্রমে ৫৩ ও ৬৪ রানে পান ৩টি করে উইকেট। শরিফুল ইসলাম আর নাঈম হাসান ১৫ ও ২১ রানে শিকার করে ২টি করে উইকেট।
৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে দলীয় ৩ রানের মাথায় ড্রেসিংরুমে ফেরেন ওপেনার মাহমুুদুল হাসান জয়। ২ বল খেলে ২ রান করে অ্যাজাজ প্যাটেলের বলে ড্যারিল মিচেলের তালুবন্দী হন জয়। এরপর ৭.৫ ওভারে দলীয় ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৪ বলে ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তিনি টিম সাউদির বলে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফিরলে হতাশায় ডুবে স্বাগতিক শিবির।
নিউজিল্যান্ডের প্যাটেল ও সাউদি যথাক্রমে ১৩ ও ৮ রানে নেন ১টি করে উইকেট। উইকেটে থাকা বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার জাকির হোসেন ও মুমিনুল হক আজ চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৭২ ও ২য় ইনিংস : ৮ ওভারে ৩৮/২ (জাকির ১৬ ব্যাটিং, জয় ২, শান্ত ১৫, মুমিনুল ০ ব্যাটিং; এজাজ ৪-০-১৩-১, স্যান্টনার ২-০-১২-০, সাউদি ২-০-৮-১)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : (আগের দিন ৫৫/৫) ৩৭.১ ওভারে ১৮০ (মিচেল ১৮, ফিলিপস ৮৭, স্যান্টনার ১, জেমিসন ২০, সাউদি ১৪, এজাজ ০*; শরিফুল ৪-১-১৫-২, মিরাজ ১১-১-৫৩-৩, তাইজুল ১৬.১-০-৬৪-৩, নাঈম ৪-০-২১-২, মুমিনুল ২-০-১৭-০)। তৃতীয় দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা
শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'
আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা ভারতও বিশ্বাস করে : জ্যাক সুলিভান
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩
সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড
হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে
রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ : প্রেস উইং
নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা