ব্যাটিংয়ে উন্নতি চান শান্ত
১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ এএম
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের জন্য ব্যাটিংকেই দায়ী করেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে বড় দলগুলোকে হারানোর জন্য দলের ব্যাটিংয়ে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
ব্যাটিং ব্যর্থতার কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয় টাইগারদের।
প্রথম টেস্টে ১৫০ রানে জয় পায় বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা দিয়েও দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেননি বোলাররা।
ইনজুরি আক্রান্ত সাকিবের অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া শান্ত সিরিজ ড্রর পর বলেন, ‘প্রথমত খেলোয়াড়দের লড়াইয়ের জন্য আমি গর্বিত। প্রথম টেস্টে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং দ্বিতীয় ম্যাচে আমরা নিজেদের উজার করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিপক্ষকে ১৩৭ রানের টার্গেট দিয়েছিলাম এবং বোলাররা দারুন বোলিং পারফরমেন্স করে ছোট টার্গেটকে আরও বড় করে তোলে। ছেলেদের লড়াইয়ে আমি খুবই খুশি। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এই বিভাগে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কারণ এখানে আমাদের অনেক ঘাটতি আছে। আমি বলবো না, আমরা উন্নতি করিনি। দলে অনেক নতুন খেলোয়াড় আছে কিন্তু তাদের দেখে মনে হয় না তারা উদ্বিগ্ন বা চিন্তায় আছে। আমরা দল হিসেবে খেলেছি এবং এটি ভালো দিক।’
সিলেটে ভালো মানের উইকেটে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। মিরপুরে খেলা অন্যান্য অধিনায়কদের মত এই উইকেটকে ‘নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট হিসেবে’ মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের দলনেতা টিম সাউদি।
কিন্তু অন্যদের মন্তব্যের সাথে একমত নন শান্ত। তিনি জানান, তারা ২৩০-২৪০ রান করতে পারতে পারলে আর মিরপুরের উইকেটের দোষ দিতো না।
শান্ত বলেন, ‘আমি বলব না, সিলেটের উইকেট বোলারদের অনেক সাহায্য করেছে। বোলাররা ভালো বোলিং করেছে এবং স্কোর বোর্ড সচল রেখেছে ব্যাটাররা। মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে হলে বলবো, ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারেনি। এটি ২৩০-২৪০ রানের উইকেট, কিন্তু আমরা তার চেয়ে কম রানে আউট হয়েছি এবং এজন্যই উইকেট খারাপ বলে মনে হয়েছে। নতুন বল খেলার চ্যালেঞ্জ ছিল। এমনকি আমরা যখন বিদেশী কন্ডিশনে খেলি, নতুন বল খেলা চ্যালেঞ্জিং হয়। অতএব এটি ভিন্ন কিছু নয়। আমরা ভালো ব্যাটিং করলে এই পরিস্থিতি তৈরি হতো না।’
বাংলাদেশের মাথা ব্যাথার কারন ছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ১৭২ রানে অলআউট হবার এক পর্যায়ে ৫৫ রানেই নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু ফিলিপসের ৭২ বলে ৮৭ রানের ইনিংসের সুবাদে উল্টো ৮ রানের লিড পায় নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। ৬৯ রানে ৬ উইকেট হারায় তারা। এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে ৭০ রানের জুটি গড়ে কিউইদের জয়ের স্বাদ দেন ফিলিপস। ব্যাট হাতে অপরাজিত ৪০ রান করেন তিনি।
স্পিন দিয়ে আক্রমণের ধারা অব্যাহত রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা ছিল শান্তর। কিন্তু সেই পরিকল্পনা বুমেরাং হয়েছে। কিন্তু পেসার শরিফুল ইসলামকে কেন ব্যবহার করা হয়নি, এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি স্পিনাররা ভালো বোলিং করছিল কিন্তু ফিলিপস সত্যিই ভালো ব্যাটিং করেছে। এটা আমাদের মেনে নিতে হবে। ভালো করার সুযোগ ছিল আমাদের কিন্তু আমার মনে হয় না, দলের বোলাররা খারাপ বোলিং করেছে। ফিলিপসকে কৃতিত্ব দিতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা
শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'
আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা ভারতও বিশ্বাস করে : জ্যাক সুলিভান
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩
সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড
হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে
রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ : প্রেস উইং
নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা