টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে যুবারা
১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়ে সেমিফাইনালের পথে রয়েছে বাংলাদেশ যুব দল। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বিশাল ব্যবধানে জাপানিদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেয়েছে ছোট টাইগাররা। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটে হারায় জাপানকে। আগে ব্যাট করে ৪৭.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় জাপান। জবাবে ১১.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে বড় জয় নিশ্চিত করে মাহফুজুর রহমান রাব্বির দল।
দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে জাপানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপে চাপে থাকে জাপান। মাত্র ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে জাপানিরা। এক পর্যায়ে ৮৯ রানে ৯ ব্যাটার ড্রেসিংরুমের পথ ধরলে শংকা জাগে একশ’র আগেই বুঝি জাপানের ইনিংস থেমে যাবে। শংকাই শেষ পর্যন্ত সত্য প্রমাণীত হলো ৪৭তম ওভারের প্রথম বলে শেষ ব্যাটার হিসেবে হিরোটাকে কাকিনুমা আউট হলে শতরান থেকে একরান দূরে থাকতেই থামে জাপানি ইনিংস। তাদের মাত্র তিনজন ব্যাটার দুই অংকের ঘরে নিজেদের সংগ্রহ নিতে পেরেছেন। জাপানের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। তার ৮০ বলের ইনিংসে ২টি চারের মার ছিল। লোয়ার অর্ডার ব্যাটার কিফার লেক ৩৮ বলে তিন বাউন্ডারিতে করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। আর অলরাউন্ডার কাজুমা কাতো স্টাফোর্ড ৪২ বলে ২ চারের মারে করেন ১৩ রান। বাকিদের সংগ্রহ ছিল এক অংকের ঘরেই।
বাংলাদেশের মাহফুজুর রহমান রাব্বি ৯ ও আরিফুল ইসলাম ১৫ রানে পান ২টি করে উইকেট। এছাড়া অন্য পাঁচ বোলার ১টি করে উইকেট শিকার করেন।
জবাবে মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ৪৯ বলে ৭১ রানের ঝড়ো সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। ৪টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৯ রান করে বিদায় নেন জিসান। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৯ রান যোগ করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন শিবলি ও চৌধুরি এমডি রিজওয়ান। হাফসেঞ্চুরির ইনিংসে ৪৫ বল খেলে ৮টি চারের মারে অপরাজিত ৫৫ রান করেন শিবলি। ৭ বলে এক বাউন্ডারিতে ১০ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। জাপানের চার্লস হিঞ্জ ৩০ রানে পান একমাত্র উইকেটটি। ম্যাচসেরার পুরস্কার পান বাংলাদেশের আশিকুর রহমান শিবলি।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। তবে এখনো তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। কারণ গ্রুপে দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটের জয় পাওয়ায় অপেক্ষা বেড়েছে বাংলাদেশের। ব্যাট করতে নেমে ২২০ রানের পুঁজি দাঁড় করায় লঙ্কান যুবারা। লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে দুই ম্যাচে একটি করে জয় ও হারে সমান ২ পয়েন্ট করে পেয়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। নেট রান রেটে এগিয়ে থাকায় তালিকার দ্বিতীয় স্থানে আছে লঙ্কান যুবারা। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। তবে পরাজিত হলে এবং জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আমিরাত জয় পেলে আসবে নেট রান রেটের হিসাব। জাপানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে তাই সুবিধাজনক স্থানেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পয়েন্টের পাশাপাশি নেট রান রেটও (+২.৬৮৮) সবচেয়ে বেশি রাব্বিদের। গ্রুপ পর্বে আগামীকাল নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল।
টুর্নামেন্টের দশম আসরে ৮টি দল খেলছে। ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- বাংলাদেশ, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, জাপান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দু’টি করে দল সেমিফাইনালে উঠবে। আগামী শুক্রবার টুর্নামেন্টের দুই সেমিফাইনাল এবং ১৭ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা
শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'
আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা ভারতও বিশ্বাস করে : জ্যাক সুলিভান
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩
সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড
হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে
রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে: প্রেস উইং
নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা