বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের জয়ের নায়ক হেনড্রিকস
১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ এএম
প্রথম টি টোয়েন্টির মতো গতকাল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বেরসিক বৃষ্টি। প্রথম ম্যাচের মত পরিত্যক্ত না হলেও গতকাল খেলা হয়েছে নির্ধারিত ওভার থেকে অনেক কম।বৃষ্টি বাধায় লক্ষ্য তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকার সামনে ডিএল মেথডে জয়ের জন্য কঠিন এক সমীকরণ দাড়ায়। ইনিংসের ২০ তম ওভার চলার সময় যখন বৃষ্টি আসে তখন রিংকু-যাদবের ঝড়ো অর্ধশতকে স্কোরকার্ডে ১৮০ তুলে ফেলেছিল ভারত। ঘণ্টারও বেশি সময় স্থায়ী বৃষ্টি থামার পর স্বাগতিকদের সামনের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৫২ রান,যেটি করতে হতো ১৫ ওভারে।
তবে জয়ের সেই কঠিন সমীকরণ সহজ হয়ে যায় দক্ষিণ আফ্রিকান ওপেনার রেজা হেনড্রিকসের ঝড়ো ব্যাটিংয়ে।২৭ বলে ৪৯ রানের ইনিংসে হেনড্রিকস জয়ের ভীত গড়ে দেওয়ার পর বাকি কাজ সারেন মার্করাম-মিলাররা।আর তাতে স্বাগতিকরা জয় পায় ৫ উইকেটে।
এর আগে গেবেখার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেঘলা আকাশের নিচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।
কন্ডিশনের পূর্ণ সুবিধা আদায় করতে ভুল করেননি দুই প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামস।প্রথম দুই ওভারে বিদায় নেন ভারতের দুই ওপেনার ইয়াশাসবি জয়সওয়াল ও শুবমান গিল। দুজনের কেউ খুলতে পারেননি রানের খাতা।রানের খাতা খুলতে পারেননি দুই বিস্ফোরক ওপেনারারে কেউই!
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারতের হাল ধরেন অধিনায়ক সূর্য কুমার যাদব ও তিলাক ভার্মা।দুজনে মিলে তৃতীয় উইকেটে করেন ৪৯ রানের জুটি।২০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২০ বলে ২৯ করে আউট হন তিলক।
ক্রিজে নেমে সূর্যকুমারকে সঙ্গ দেন রিংকু। দুজনের জুটিতে আসে ৭০ রান। ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করা সূর্যকে থামান তাবরিজ শামসি। অপরপ্রান্তে উত্তাপ ছড়িয়ে যান রিংকু। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৮ রানে। মাঝে ১৪ বলে ১৯ রান করে দলের সংগ্রহ বড় করতে তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা।
প্রোটিয়াদের হয়ে ৩২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন জেরাল্ড কোয়েতজি। ১টি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন, লিজাড উইলিয়ামস, শামসি ও এইডেন মার্করাম।
রান তাড়ায় নেমে প্রোটিয়াদের অবিশ্বাস্য শুরু এনে দেন দুই ওপেনার রেজা হেন্ড্রিকস ও ম্যাথু ব্রিটজকে।চার-ছক্কার ফুলঝরি ছুটিয়ে প্রথম দুই ওভারে তুলে ফেলেন ৩৮ রান। দলীয় ৪২ রানে ব্রিটজকে( ৭ বলে ১৬) থামলেও লড়াই চালিয়ে যান রেজা।এইডেন মার্করামকে করা ৩০ বলে ৫৪ রানের জুটিতে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন এই ওপেনার।এইডেন মার্করাম আউট ১৭ বলে ৩০ রান করে।রেজার ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৯ রান।
এই দুইজনের পর হেইনরিখ ক্লাসেনও দ্রুত ফিরলে লড়াইয়ে ফেরে ভারত।তবে ডেভিড মিলার(১২ বলে ১৭ রান) ত্রিস্টান স্টাবস (১৪) সাবধানী ব্যাটিংয়ে আর কোন বিপদ হতে দেননি।ফলে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা। ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা