বিধ্বংসী শিবলীতে উড়ে গেল শ্রীলঙ্কা
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
হ্যাটট্রিক জয়ে গ্রুপ সেরা হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা পেল বাংলাদেশ যুব দল। গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটে শ্রীলঙ্কা হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকিট কাটে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০০ রান করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ওপেনার আশিকুর রহমান শিবলীর দারুণ সেঞ্চুরিতে ৪০.৫ ওভারে ৪ উইকেটে ২০৪ রান তুলে বড় জয় নিশ্চিত করে ছোট টাইগাররা। মূলত বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ব্যাট হাতে দুইশ’র বেশি পুঁজি পায়নি লঙ্কানরা। আর নিজেদের ইনিংসে শিবলীর অসাধারণ ব্যাটিং বাংলাদেশ দলকে কাঙ্খিত জয় পেতে সহায়তা করে।
টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি লঙ্কান যুবাদের। ৮.১ ওভার পর্যন্ত বিনা উইকেটে ৩৭ রান ছিল তাদের। এরপরই ছন্দপতন ঘটে। পরের বলে দলীয় ৩৭ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন পেসার মারুফ মৃধা। নবম ওভারের দ্বিতীয় বলে লঙ্কান ওপেনার পুলিন্দো পেরেরাকে বোল্ড করে ড্রেসিংরুমে পাঠান তিনি। ফেরার আগে ২৯ বলে চার বাউন্ডারির মারে ২৮ রান করেন পেরেরা। এরপর লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন হয় দলীয় ৭৪ রানে। আরেক ওপেনার রাবিসান ডি সিলভার প্রতিরোধ ভাঙেন টাইগার দলপতি রাব্বি। ১৫.১ ওভারে রাব্বির বলে বোল্ড হওয়ার আগে রাবিসান ৩৭ বলে একটি করে চার ও ছয়ের মারে করেন ২১ রান। অধিনায়ক সিনথ জয়াবর্ধন ১৭.১ ওভারে রাব্বির বলে মারুফকে ক্যাচ দিয়ে ফেরেন। লঙ্কান অধিনায়ক করেন ৩০ বলে ৩ চার ও এক ছয়ের মারে ২৫ রান। দলীয় ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও সেভাবে ভেঙে পড়েনি লঙ্কান ব্যাটিং অর্ডার। তবে এরপর ওয়াসি সিদ্দিকীর দারুণ বোলিংয়ে পথ হারিয়ে ফেলেন শ্রীলঙ্কান ব্যাটাররা। কার্যত কোণঠাসা হয়ে পড়ে তাদের বাকি ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় বড় সংগ্রহের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০০ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে ওয়াসি সিদ্দিকী ৩২ রানে পান সর্বোচ্চ ৩ উইকেট। ৩৪ ও ৪০ রানে ২ টি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা এবং মাহফুজুর রহমান রাব্বি।
নাগালে থাকা লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ যুব দল। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চৌধুরী রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৭৪ রানের কার্যকরি এক জুটি গড়েন শিবলী। ২ চার ও এক ছয়ের মারে ৩৯ বলে ৩২ রান করে ক্যাচ আউট হন রিজওয়ান। ৩০.৩ ওভারে দলীয় ১৩২ রানে আউট হন আরিফুল ইসলাম। ফেরার আগে তিনি ৪৪ বলে করেন ১৮ রান। বাংলাদেশ দল তাদের শেষ উইকেপটি হারায় ৩৮.৪ ওভারে দলীয় ১৯২ রানে। এ উইকেটে ২৩ বল খেলে একটি করে চার ও ছয়ে ২৩ রান করে আউট হন আহরার আমিন। এরপর আর পেছন ফিরে তাকোতে হয়নি বাংলাদেশকে। এক প্রান্তের ব্যাটাররা ইনিংস বড় করতে না পারলেও অন্য প্রান্তে তখনও অবিচল ছিলেন আশিকুর রহমান শিবলী। ১১৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩০ বলে ১১৬ রানে। তার দারুণ ইনিংসে ছিল ১১টি চার ও ২ ছয়ের মার। শিবলীর অসাধারণ ব্যাটিংয়েই ৪১তম ওভারের শেষ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলঅদেশ অনূর্ধ্ব-১৯ দল। মোহাম্মদ শিহাব জেমস ৫ বল খেলে ২ রানে থাকেন। শ্রীলঙ্কান পেসার গরুকা সংকেত ৫৬ রানে তুলে নেন ২ উইকেট।
প্রথম রাউন্ড শেষে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ও রানার্সআপ ভারত। আর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে দুই গ্রুপের রানার্সআপ দলের। এ হিসেবে আগামীকাল শেষ চারে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান খেলবে ‘বি’ গ্রুপ রানার্সআপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। একই দিন আরেক সেমিফাইনালে ‘বি’ গ্রুপ সেরা বাংলাদেশ মাঠে নামবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত