ব্যাটেই ওয়ার্নারের জবাব
১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম
টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ। সাদা বলে চেনা ছন্দে নেই অনেক দিন থেকেই। তার উপর সাবেক সতীর্থ মিচেল জনসনের সমালোচনা। সবমিলিয়ে বেশ চাপে ছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু চিরচেনা উদযাপনেই দিলেন সব জবাব। ম্যাচের আগেই বলেছেন, লোকের কথা কান দেন না। যাঁরা লোকের কথায় কান দেন না, তারা কী করেন? নিজের কাজটা ভালোভাবে করেন। ডেভিড ওয়ার্নারও সেটাই করলেন। গতকাল সকালে পার্থে শরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে করলেন ক্যারিয়ারের ২৬তম শতক। সমালোচকদের আরও একবার বোঝালেন, ওয়ার্নার এখনো ফুরিয়ে যাননি। ওয়ার্নার টেস্টে প্রায় এক বছর পর শতক পেলেন। গত বছর ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দ্বিশতক করেছিলেন। এরপর ১৬ ইনিংসে তার কোনো শতক ছিল না। এই ১৬ ইনিংসে তার অর্ধশতক মাত্র ২টি।
ওয়ার্নার এদিন মাঠে নামেন প্রচ- চাপের মধ্যে। বিশ্বকাপটা দুর্দান্ত কাটলেও ২০১৯-২০ মৌসুমের পর থেকে টেস্টে ওয়ার্নারের গড় মাত্র ২৮। ২০২০ সালের পর টেস্টে শতক মাত্র একটি। সঙ্গে সাবেক সতীর্থ মিচেল জনসনের অমন সমালোচনা। এমন চাপের মধ্যে ওয়ার্নার পাকিস্তানি পেসারদের ওপর রীতিমতো কর্তৃত্ব দেখিয়ে শতক করেছেন। ইনিংসের ২২তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে নিচু হয়ে শরীর ব্যবহার করে লং লেগের ওপর দিয়ে মারা ছক্কা যার প্রমাণ। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেসার হারিস রউফের বিপক্ষেও এই শট খেলেছিলেন ওয়ার্নার। ওয়ার্নার পাকিস্তানি পেসারদের সিম-সুইং সামলেছেন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে। পেসারদের বাধ্য করেছেন খাটো লেংথে বল করতে। সে সুযোগই ব্যাট হাতে কাজে লাগিয়েছেন। ১৪ চার ও ১ ছক্কায় পেয়েছেন তিন অঙ্কের দেখা। খেলেছেন ১৬৪ রানের ইনিংস। ২১১ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস।
ওয়ার্নার এদিন শুরু থেকেই যথারীতি আগ্রাসী ছিলেন। ২৪ বলে ৩০ রান করা ওয়ার্নার অর্ধশতক করেন ৪১ বলে। ২০১৭ সালে সিডনিতে এই পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৩ বলে অর্ধশতক করেছিলেন ওয়ার্নার। সেটি ছিল টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। অবশ্য টেস্টে ওয়ার্নার একটু আক্রমণাত্মক ব্যাটিংই করেন। একটা পরিসংখ্যান দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ১৯৯৩ সালের পর থেকে ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেট ওয়ার্নারের। তার স্ট্রাইকরেট ৭০.৫৬। সবচেয়ে বেশি স্ট্রাইকরেট ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের। তিনি ব্যাট করেছেন ৮৩.১০ স্ট্রাইকরেটে।
টেস্টে ওয়ার্নারের চেয়ে বেশি শতক আছে আর ৭ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ শতক রিকি পন্টিংয়ের- ৪১টি। এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তার মধ্যে সর্বোচ্চ স্টিভেন স্মিথের- ৩২টি। ওপেনারের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ শতক এই বাঁহাতির। তার চেয়ে বেশি শতক আছে ম্যাথু হেইডেনের (৩০)। সব মিলিয়ে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি শতক সুনীল গাভাস্কারের (৩৪)। তিন সংস্করণ মিলিয়ে ওয়ার্নারের শতক এখন ৪৯টি। এখনো খেলে যাচ্ছেন, এমন ক্রিকেটার মধ্যে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি শতক বিরাট কোহলির ৮০টি। ওয়ার্নার দ্বিতীয় সর্বোচ্চ। তার ব্যাটেই প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে ৫ উইকেটে ৩৪৬ রান তুলেছে অজিরা। মিচেল মার্শ (১৫) ও আলেক্স ক্যারি (১৪) আজ দিন শুরু করবেন অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি নিয়ে। পাকিস্তানের পক্ষে ৬৩ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন জামাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত