ভারতকে গুড়িয়ে ফাইনালে বাংলাদেশ
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে সামনে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের যুবারা। ব্যাটে বলে ভারতীয় যুবাদের উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে টাইগার যুবারা।
দুবাইয়ে আইসিসি একাডেমির ২ নম্বর মাঠে শুক্রবার ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৪২.৪ ওভারে ভারতকে ১৮৮ রানে গুটিয়ে ৪৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দল।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। প্রথম সেমিফাইনালে তারা পাকিস্তানকে হারায় ১১ রানে।
বাংলাদেশের জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আরিফুল ইসলাম। ৯০ বলে ৯টি চার ও ৪ ছক্কায় ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই মিডলঅর্ডার। ছক্কা মেরে তিন অংক স্পর্শ করতে গিয়ে ৯৪ রানে আউট হন তিনি।
১০১ বলে ৪৪ রানের ইনিংসে তাকে দারুণ সঙ্গ দেন আহরার আমিন। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর এই দুজন দলকে নিয়ে যান জয়ের বন্দরে। গড়েন চতুর্থ উইকেটে ১৩৮ রানের জুটি।
আরিফুল যখন আউট হন, জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। সেই রান তুলতে আরও ২টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। শিহাব জেমসের (৭ বলে ৯ রান) পর আউট হয়েছেন আহরার (১০১ বলে ৪৪ রান)। অধিনায়ক মাহফুজুর (৩ *) ও শেখ পারভেজ (২ *) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। মারকুটে ওপেনার জিশান আলম (০) ইনিংসের প্রথম ওভারেই বোল্ড হন। ১৩ রান করা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ষষ্ঠ ওভারে উইকেট দেন তিওয়ারিকে। পাওয়ার প্লের শেষ ওভারে ওপেনার আশিকুর রহমানও আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচে শতক করা আশিকুর এবার রান আউট হন ২২ বলে ৭ রান করে।
এরপরই চতুর্থ উইকেটের সেই ম্যাজচয়ী জুটি।
এর আগে বল হাতে লক্ষ্য নাগালে রাখতে দারুণ অবদান রাখেন মারুফ মৃধা। ৪১ রানে ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২৯ রানে দুটি নেন শেখ পারভেজ জীবন। ৩৯ রানে দুটি শিকার ধরেন রোহানাত দৌলা বর্ষণ।
মৃধার তোপে ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ধাক্কাটা প্রিয়ানশু মোলিয়া ও শচীন দাসের জুটিতে কিছুটা হলেও কাটিয়ে ওঠে ভারত। কিন্তু ১২ তম ওভারে রোহানাত উদ্দৌলার বলে ১৬ রান করে বোল্ড হন শচীন। রোহানাতের একই স্পেলে আউট হয়েছেন ১৯ রান করা প্রিয়ানশুও। একই ওভারে সদ্য ক্রিজে আসা অভিনাশকে রান আউট করেন অধিনায়ক মাহফুজুর রহমান। বাংলাদেশের দুই পেসারের বোলিং ও ফিল্ডিংয়ে ৬১ রান ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত।
এরপর ভারত দারুণভাবে ঘুরে দাঁড়ায় মুশের খান ও মুরুগান অভিষেকের সৌজন্যে। দুজনই ফিফটি করে ভারতের রানটাকে সম্মানজনক একটা জায়গায় নিয়ে যান। ইনিংসের ৩৪ তম ওভারে ৬১ বলে ৫০ রান করা মুশেরের ইনিংস থামান অধিনায়ক মাহফুজুর নিজেই। ভয়ংকর হয়ে ওঠা অভিষেকের উইকেট নিয়েছেন মারুফ। আউট হওয়ার আগে ৭৪ বল খেলে ৬২ রান করেছেন তিনি। এরপর ভারতের ইনিংস ৪২.৪ ওভারে ১৮৮ রানে শেষ হয়।
রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায় শুরু ফাইনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত