দুই ‘কীর্তিমানের মৃত্যু’
২২ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ এএম
২০১১ সালের নভেম্বরে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। সাদা বলের এই সংস্করণে ৬১ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ৫৫ ম্যাচে তার কোনো সেঞ্চুরি ছিল না। সবশেষ ছয় ম্যাচেই করে ফেললেন দুটি, গত জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে করেন প্রথমটি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিপক্ষে। তাতে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরির অনন্য কীর্তি, বাংলাদেশের একমাত্র নারী ব্যাটার হিসেবে দুবার তিন অঙ্ক ছোঁয়ার অসামান্য অর্জন- তবে এতসব কীর্তির দিনেও মুখ ভার ফারজানা হক পিঙ্কির। দল যে জিততে পারল না!
সেনওয়েস পার্কে ১৬৭ বলে ফারজানার ১০২ রানের ইনিংসটি ১১টি চারে সাজানো। তার শতরানে ভর করে লড়াইয়ের পুঁজিও গড়ে বাংলাদেশ। তবে প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে তা অনায়াসেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। গতপরশু রাতে পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয়েছে ৪৪৫; নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার কোনো ম্যাচে যা সর্বোচ্চ।
রানআউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন ফারজানা। অনেকটা পথ পেরোনের পর পেছন থেকে দৌড়ে এসে তাঁকে পিঠ চাপড়ে অভিনন্দন জানিয়ে গিয়েছিলন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার সিনালো জাফতা। এরপর সীমানা দড়ির বাইরে পা রাখতেই ফারজানা অভিনন্দন পেলেন সতীর্থ ও টিম স্টাফদের। এদিন ফারজানা যা করেছেন, তাতে ড্রেসিংরুমে অভিনন্দনের ডালি আরও বড়ই হওয়ার কথা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম শতকটি তারই ছিল। দেশের ক্রিকেট ইতিহাসে নাম খোদাই করে নেওয়া এই ব্যাটারের দিন শেষ হয়েছে হতাশার চাদরে মুড়িয়ে।
এদিন একটি জায়গায় সৌম্য সরকারের সঙ্গে মিলে গেলেন ফারজানা। বাংলাদেশের দুই ক্রিকেটারই পুড়েছেন একই আক্ষেপে! সকালে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন জাতীয় পুরুষ দলের ওপেনার সৌম্য। দল হেরেছে ৭ উইকেটে। আর রাতে ফারজানার ঐ কীর্তি রাঙা ইনিংসও বৃথা গেছে দলের হারে। ‘কীর্তিমানের মৃত্যু নেই’- কথাটি বুঝি এখানে আর খাটল না। অথচ সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১১৯ রানে জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে ছিল ব্যবধান ২-০ বানিয়ে ফেলার। ফারজানার শতকে চড়ে বাংলাদেশ পুঁজিও তুলেছিল তুলনামূলক লড়াকু রান। তবে এই রান প্রোটিয়ারা মেয়েরা টপকে যায় ২৯ বল হাতে রেখে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। শামিমা ৩৬ বলে ২৮ রান করে ফেরার পর অবশ্য তিনে নামা মুরশিদা খাতুন বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ ভালো সংগ্রহের দিকে যায় তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে। ৯০ বলে অর্ধশত ছোঁয়া ফারজানা নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন ৮৮ বলে ৫৮ রান। আর ফাহিমা খাতুনের সঙ্গে চতুর্থ উইকেটে ১০৯ বলে ৯৩। ফারজানা-ফাহিমার ৯৩ রানের জুটিটি নারী ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ উইকেটে সর্বোচ্চ। ভেঙে দেন রুমানা আহমেদ ও শামিমা সুলতানার আগের ৮৫ রানের জুটির রেকর্ড। ফারজানা ব্যক্তিগত ১০০-এর মাইলফলক স্পর্শ করেন ১৬৫ বলে। উইকেটের অপর প্রান্তে ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা।
জবাবে লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি ১০৬ রান তুলে পরপর দুই বলে আউট হলে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই পেয়েছে অর্ধশত। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ইস্ট লন্ডনের প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। বেনোনিতে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই রুপ পেল অলিখিত শিরোপা নিষ্পত্তির ‘ফাইনালে’।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা