পারলেন না জর্জি,পারল না আফ্রিকাও
২২ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ এএম
রেকর্ডময় বিশ্বকাপ কাটানোর ব্যাটসম্যান প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক অনেকটা আগেভাগেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। সময়ের অন্যতম সেরা এই ওপেনারের অপ্রত্যাশিত অবসরের পর তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে কিনা সে নিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাঙ্গনে আলোচনা ছিল বেশ।তবে ডি ককের যোগ্য উত্তরসূরী হওয়ার ভাল সম্ভাবনা দেখাচ্ছেন তার জায়গায় দলে আসা আরেক বাঁহাতি ওপেনার ডি জর্জি।গত ম্যাচে তার অনবদ্য শতকে সিরিজে সমতা ফিরিয়েছিল প্রোটিয়ারা।
দুই দল প্রথম দুই ম্যাচের একটি করে জেতায় বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডে হয়ে উঠেছিল অলিখিত ফাইনালে। অলিখিত ফাইনালেও জর্জির ব্যাটে হট ফেভারিট ভারতের বিপক্ষে স্মরণীয় এক সিরিজ জয়ের পথে ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।ভারতের দেওয়া ২৯৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা প্রোটিয়ারা জর্জি ক্রিজে থাকা পর্যন্ত জয়ের পথেই ছিল। দারুণ একটি ফিফটি তুলে নিয়ে টানা দ্বিতীয় শতকের পথে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তবে শেষ পর্যন্ত তা আর পেলেন না জর্জি।আর্শদীপের বলে এল বি ডব্লিউ হয়ে ফেরেন ৮৭ বলে ৮১ রান করে।চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জর্জি আউট হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২৯ ওভার ৪ বলে ১৬১ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ১২২ বলে ১৩৬ রান।তবে এরপরে তাসের ঘরের মতো ভেঙে যায় প্রোটিয়াদের। দলটির শেষ ছয় উইকেট হারায় মাত্র মাত্র ৫৭ রানে,২৫ বল বাকি থাকতেই অলআউট হয় ২১৮ রানে।ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর মাত্র দুইজন ব্যাটসম্যান বিশের কোটা পার করতে পেরেছেন।ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে মার্করামের ব্যাট থেকে।
৩০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং।দুটি করে উইকেট পান আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর।আর ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে ৭৮ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় ভারত।রোহিত,কোহলিসহ সিনিয়র অনেক খেলোয়াডের অনুপস্থিতিতে আসা এই সিরিজ জয় ভারতকে নিশ্চয়ই ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন এই ম্যাচে একাদশে জায়াগা পাওয়া রাজত পাতিদার ও সাই সুন্দরসান।দুজনে মিলে প্রথম চার ওভারেই তুলে ফেলেন ৩০ রান। তবে পঞ্চম ওভারেই নানদ্রে বার্গারের বলে বোল্ড হন পাতিদার। ১৬ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে। দুই ওভার পরে ফেরেন সুন্দরসানও (১০)।৪৬ রানে ক্রিকেট হারানো ভারতে ইনিংস এরপর একাই টেনে নেন স্যাঞ্জু স্যামসন।দীর্ঘদিন নির্বাচকদের উপেক্ষার জবাব ব্যাট হাতেই দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।পরিণত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১১৪ বলে ৬ চার ও ৩ ছয়ে করা ১০৮ রানে স্যামসনের ইনিংস থামে।ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তিলক বার্মার ব্যাট থেকে৫ চার ও ১ ছয়ে ৭৭ বলে ৫২।শেষদিকে রিঙ্কু সিং এর ২৬ বলে ঝড়ো ৩৮ রানে তিনশোর কাছাকাছি পৌঁছায় ভারত দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বেউরান হেনড্রিকস। ৯ ওভার বোলিং করে অবশ্য ৬৩ রান দিয়েছেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই