নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়

স্মরণীয় জয়ে কাটল গেরো

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতলেও এর আগে কখনই সীমিত ওভারের (ওয়ানডে বা টি-টোয়েন্টি) ম্যাচ জেতেনি বাংলাদেশ। অবশেষে সেই অধরা জয়ের দেখা মিললো ওয়ানডে ফরম্যাটে। গতকাল নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২০৯ বল হাতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতে ইতিহাস গড়া জয় পেল বাংলাদেশ। আগে ব্যাট করে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত হাফসেঞ্চুরিতে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলে বড় জয়ের দেখা পায় বাংলাদেশ। ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা।
সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। আদতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশের জন্য এ ম্যাচটি ছিল অনেকদিক দিয়ে গুরুত্ববহ। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই শুধু নয়, ইতিহাস গড়ার হাতছানিও ছিল টাইগারদের সামনে! দুটোই পেল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি গড়লো নতুন ইতিহাসও।
এমন ঐতিহাসিক জয়ের দিনে বেশ কিছু রেকর্ডও হয়েছে। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ড জিতেছিল ৬৭ রানে। তবে এবার শেষ হাসিটা টাইগারদের মুখে ছিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের (অলআউট হয়ে যাওয়া ম্যাচে) রেকর্ডও হয়েছে কালকের ম্যাচে। আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরে ১৬২। সব মিলিয়ে ওয়ানডেতে এ নিয়ে নবমবার ১০০-এর নিচে অলআউট হলো তারা, দেশের মাটিতে চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবার। ২০৯ বল বাকি রেখে এদিন নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয়।
কিউইদের লজ্জায় ডোবানোর দিনে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো ১০০-এর নিচে অলআউট করল টাইগাররা। আগের দুটি ঘটনা ছিল ২০০৯ (জিম্বাবুয়ে, চট্টগ্রাম) ও ২০১১ সালে (ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রাম)। কালকের ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার নেন ৩টি করে, অপরটি মুস্তাফিজুর রহমান। এর আগে মাত্র একবার এমনটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। একমাত্র ঘটনাটি ছিল এ বছরেরই মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। দেশের মাটিতে সম্পন্ন হওয়া টানা ১৭টি ওয়ানডে জেতার রেকর্ড নিয়ে নেপিয়ারে নেমেছিল নিউজিল্যান্ড, তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার ১৮টি টানা জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি। তবে ১৭ ম্যাচেই থামতে হলো তাদের। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি, ভারতের কাছে ওয়েলিংটনে।
কাল টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর দুই উইকেটই নেন তানজিম হাসান সাকিব। চার ওভারে দলীয় ১৬ রানে আউট হন ওপেনার রাচিন রবীন্দ্র। ১২ বলে ৮ রান করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে সাকিবের প্রথম শিকার হয়ে ফেরেন তিনি। ৭.২ ওভারে দলীয় ২২ রানে আউট হন হেনরি নিকোলস। শান্তকে ক্যাচ দিয়ে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে তিনি ১২ বলে করেন মাত্র ১ রান।
১৭তম ওভারে সাকিবের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১৭তম ওভারের তৃতীয় বলে অধিনায়ক টম লাথামকে বোল্ড করেন শরিফুল। ফেরার আগে ৩৪ বলে করেন ২১ রান। নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে ফের উইকেটের দেখা পান শরিফুল। ১৮.৪ ওভারে দলীয় ৬১ রানে আউট হন ওপেনার উইল ইয়ং। ৪৩ বলে ২৬ রান করে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে শরিফুলের দ্বিতীয় শিকার হন ইয়ং। ২০.২ ওভারে দলীয় ৬৩ রানে মার্ক চ্যাপম্যান (৮ বলে ২ রান) শরিফুলের বলে বোল্ড হলে ৫ উইকেট হারায় কিউইরা। অল্প পুঁজিতে টপ অর্ডার ভেঙে পড়ায় দারুণ চাপে পড়ে স্বাগতিক দল। উইকেটরক্ষক টম ব্লান্ডেল চেষ্টা করেন উইকেটে সেট হতে। কিন্তু তার সেই চেষ্টা বিফলে গেছে। ২২.১ ওভারে ব্লান্ডেলকে (১৭ বলে ৪ রান) আউট করে নিজের ঝুলিতে তৃতীয় উইকেট পুড়েন তানজিম সাকিব। ব্লান্ডেলের আউটে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতেই উইকেট বিলিয়ে দেন কিউই ব্যাটাররা। শরিফুল-সাকিবের মতোই এদিন কার্যকরী ছিলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের ৬ উইকেট পরার পর বোলিংয়ে এসে ৩ উইকেট তুলে নেন সৌম্য। ২৬.৫ ওভারে দলীয় ৮৫ রানে জোশ ক্লার্কসনকে (২৩ বলে ১৬) বোল্ড করে উইকেটের সূচনা করেন সৌম্য। এরপর অ্যাডাম মিলনে (২০ বলে ৪) ও আদিত্য অশোককে (১২ বলে ১০ রান) আউট করেন সৌম্য সরকার। আর ৩১.৪ ওভারে কিউইদের কফিনে শেষ পেরেকটা মারেন মুস্তাফিজুর রহমান। তিনি উইলিয়াম ও’রোর্ককে (৫ বলে ১) বোল্ড করলে একশ’ থেকে দুই রান কমে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং সৌম্য সরকার যথাক্রমে ২২, ১৪ ও ১৮ রানে পান ৩টি করে উইকেট।
জয়ের জন্য ছোট লক্ষ্য তাড়ায় নেমে দেখে-শুনে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। কিউই পেসারদের গতি আর বাউন্স সামলে ভালোভাবেই এগোচ্ছিলেন তারা। তবে ইনিংসের পঞ্চম ওভারে চোখের সমস্যায় মাঠ ছাড়তে হয় সৌম্যকে (১৬ বলে ৪ রান)। তবে তা গুরুতর কিছু নয়। লক্ষ্য ছোট বলেই তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন নাজমুল হোসেন শান্ত। সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বিজয়ও। ইনিংসের ১৩ ওভারে দলীয় ৮৪ রানে একমাত্র উইকেটটি হারায় বাংলাদেশ। ৩৩ বলে ৩৭ রান করে বিজয় ড্রেসিংরুমে ফিরলে ভাঙে ৬৯ রানের জুটি। উইলিয়াম ও’রোর্কের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে বিজয় যখন ফেরেন, তখন জয় থেকে মাত্র ১৫ রান দূরে ছিল বাংলাদেশ। বাকি কাজটা লিটনকে সঙ্গে নিয়ে দ্রুতই শেষ করেন শান্ত। এরই মধ্যে নিজের হাফ সেঞ্চুরিটাও পূর্ণ করেন এই টপ অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত ৪২ বলে ৮ চারের মারে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শান্ত। লিটন ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ৩৩ রান দিয়ে একমাত্র উইকেটটি পান ও’রোর্ক। ম্যাচসেরার পুরস্কার পান বাংলাদেশের তানজিম হাসান সাকিব এবং সিরিজসেরা হন নিউজিল্যান্ডের উইল ইয়ং।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস