ইনিংস ব্যবধানেই হারল ভারত
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানেই হারল ভারত। গতকাল সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ম্যাচের তৃতীয় দিনেই মুখ থুবরে পড়লো ভারতীয়রা। ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা লিড নিয়েছিল ১৬৩ রানের। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা লোকেশ রাহুলের মত বিশ্বসেরা ব্যাটাররা এই ১৬৩ রানও টপকাতে পারলেন না। দক্ষিণ আফ্রিকান বোলারদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে এক ইনিংস ও ৩২ রানের লজ্জার হার
বরণ করে মাঠ ছাড়লেন রোহিত-কোহলিরা।
ম্যাচে প্রোটিয়া বোলারদের বিপক্ষে একাই লড়লেন বিরাট কোহলি। কিন্তু দক্ষিণ আফ্রিকার তিন পেসার কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কো জানসেনের আগুনঝরা বোলিংয়ের সামে যেন কিছুই টিকলো না। খড়-কুটোর মতই উড়ে গেলো ভারতের ব্যাটিং।
রাবাদার বলে শেষ ব্যাটার হিসেবে যখন কোহলি আউট হলেন, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিলো ৭৬ রান। পুরো দল যেখানে ১৩১ রানে অলআউট হলো, তখন সেখানে কোহলির একার অবদানই ৭৬। দ্বিতীয় ইনিংসে কোহলি ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অংকের ঘর স্পর্শ করেছেন কেবল শুভমান গিল। তিনি করেন ২৬ রান। বাকি ব্যাটারদের রান পাশাপাশি বসালে ফোন নাম্বার হয়ে যাবে। অর্থাৎ বাকি ৯ জন আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। এর মধ্যে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ শূন্য রানে আউট হন।
প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে ২৪৫ রান করেছিলো ভারত। জবাবে ডিন এলগার অসাধারণ ব্যাটিংয়ে খেললেন ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস। মার্কো জানসেন অপরাজিত থাকেন ৮৪ রানে। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৪০৮ রানে। প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই রাবাদার বলে বোল্ড হন রোহিত শর্মা। ৮ বলে কোনো রানই করতে পারেননি তিনি। জসস্বি জয়সওয়াল করেন ৫ রান। নান্দ্রে বার্গারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জসস্বি। শুভমান গিল এবং বিরাট কোহলির ৩৯ রানের জুটি কিছুটা আশা দেখায়। কিন্তু ২৬ রান করে গিল মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ভারতের আশা সব শেষ হয়ে যায়। এরপর বাকিরা শুধু আসা যাওয়ার মিছিলে ছিলেন। স্রেয়াশ আয়ার ৬, লোকেশ রাহুল ৪, অশ্বিন ০, শার্দুল ঠাকুর ২, বুমরাহ ০, মোহাম্মদ সিরাজ আউট হন ৪ রানে। সর্বশেষ ব্যাটার হিসেবে আউট হন বিরাট কোহলি। কাগিসো রাবাদা নেন ২ উইকেট। ৪ উইকেট নেন নান্দ্রে বার্গার এবং ৩ উইকেট নেন মার্কো জানসেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ডিন এলগার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস