বৃষ্টিতে পেছাল বাংলাদেশের উৎসব!
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ পর্যন্ত জিতল বৃষ্টি! আর এতে পেছাল কিউইদের মাঠে প্রথমবারের বাংলাদেশের সিরিজ জয়ের উৎসব। গতকাল নিউজিল্যান্ডের মাউন্ট মুঙ্গানুইতে কিউই ও টাইগারদের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে প- হলো। ১১ ওভার পর্যন্ত খেলা হওয়ার পর বৃষ্টির তেজ বাড়লে ম্যাচটি বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ম্যাচ বাতিল ঘোষণার আগে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১১ ওভারে ২ উইকেটে তোলে ৭২ রান। তাদের রানরেট ছিল ৬.৫৪। ফলে বাংলাদেশের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোটামুটি সহজ লক্ষ্য পাওয়ার সম্ভাবনা ছিল। ১০ ওভারে ৮৫ রান কিংবা নিদেনপক্ষে ৫ ওভার খেলা হলেও ও ৪৬ তাড়া করার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু অনেকটা সময় অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ানো যায়নি। ফলে প্রথম টি-টোয়েন্টি জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ।
এই ম্যাচ জিতলে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে আরেকটি ইতিহাস গড়বে বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তাদের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নতুন ইতিহাস গড়বেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামীকাল নিউজিল্যান্ডকে হারালে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। পাশাপাশি সব মিলিয়ে ১৪তম টি-টোয়েন্টি সিরিজ জেতা হবে বাংলাদেশের।
কাল মাউন্ট মুঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেখ মেহেদি হাসানের স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তিনি। প্রথম ওভারে মেহেদি দেন ৯ রান। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই সাফল্য পান পেসার শরিফুল ইসলাম। এবারও বাংলাদেশকে শুরুতে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি এই পেসার। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের দ্বিতীয় বলে শরিফুলের ওপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কভারে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন (২)।
তবে ওপেনিং সঙ্গী হারালেও মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরকে তটস্থ রাখছিলেন টিম শেইফার্ট। এগিয়ে যাচ্ছিলেন ঝড়ো ফিফটির দিকে। কিন্তু তার সে আশা পূরণ হতে দেননি তানজিম হাসান সাকিব। টাইগার পেসারের ওপর চড়াও হতে গিয়ে আকাশে বল তুলে দেন শেইফার্ট। অনেক ওপরে উঠা বল দৌড়ে এসে মিডঅফে দারুণভাবে তালুবন্দী করেন অধিনায়ক শান্ত। ২৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৪৩ রান আসে শেইফার্টের ব্যাট থেকে। ২ ওভারে ১৬ রান দিয়ে শরিফুল এবং সমান ওভারে ১৫ রান দিয়ে তানজিম সাকিব নেন একটি করে উইকেট। শেখ মেহেদি ২ ওভারে ১৫ আর মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ ওভারে তিনি খরচ করেন মাত্র ১০ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস