বিশ্বকাপ মাথায় রেখে আসছে অস্ট্রেলিয়া
১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বাংলাদেশ এবার আয়োজক। সে জন্য বাংলাদেশের কন্ডিশন, উইকেট এসব ব্যাপারে আগেভাগে জেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে মেয়েদের আইপিএল শেষ হওয়ার পর মার্চের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
২৪ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি একটি টেস্টও খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের কন্ডিশন সমন্ধে হাতেকলমে অভিজ্ঞতা নিতে এ টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে নির্ধারিত সূচিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজ শুরুর দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মেয়েদের ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের কন্ডিশন বুঝে তা নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবে অস্ট্রেলিয়া দল। তবে একটি ব্যাপারে কোনো সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড যেটাই হোক, সেখানে স্পিনারদের কোনো অভাব থাকবে না। তিন স্পিনার অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম ও জোনাসেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দলে আছেন। আরেক স্পিনার অ্যালানা কিং টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও ফিরবেন ওয়ানডে সিরিজে। বাঁহাতি স্পিনার সোফি মোলিনাক্সের ফেরাও স্কোয়াডের শক্তি বাড়িয়েছে। স্পিনারদের নিয়ে ফ্লেগলার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার