দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত-আফগানিস্তান
১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১২ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১২ এএম
জয়ের ধারা অব্যাহত রেখে আজ দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত। এ ম্যাচ দিয়ে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। প্রথম ম্যাচ হারলেও সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারী আফগানিস্তানের।
ইন্দোরে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। শিবম দুবের হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১৫৯ রানের টার্গেট ১৫ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে টিম ইন্ডিয়া। ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬০ রান করে ভারতের জয়ে বড় অবদান রাখে দুবে।
সিরিজের প্রথম ম্যাচ দিয়ে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে খেলার কথা ছিলো কোহলিরও। কিন্তু ব্যক্তিগত কারনে প্রথম ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে খেলবেন কোহলি। ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপ সেমিফাইনালের পর সংক্ষিপ্ত ফরম্যাটে কোন ম্যাচ খেলেননি কোহলি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটকে বেশি সময় দিয়েছেন কিং কোহলি।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটার রোহিতের প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। ২ বল খেলে রান আউট হয়ে শূণ্য হাতে সাজঘরে ফিরেন তিনি। তবে ঐ ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দেশের হয়ে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন তিনি।
টানা দ্বিতীয় ম্যাচ জিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চান ভারত অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দলের পারফরমেন্সে আমি খুশি। কিন্তু আমাদের আরও ভালো খেলতে হবে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা।’
অন্যদিকে, প্রথম ম্যাচে ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। টপ অর্ডারে রহমানুল্লাহ গুরবাজ ২৩, ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান ২৫ ও আজমতুল্লাহ ওমারজাই ২৯ রান করেন। মিডল অর্ডারে মোহাম্মদ নবির ২৭ বলে ৪২ রানের কল্যাণে ১৫৮ রানের পুঁজি পায় আফগানিস্তান। এই পুঁজি নিয়েও, ভারতকে চেপে ধরেছিলো আফগানিস্তানের বোলররা। ২৮ রানে ভারতের ২ উইকেট তুলে নেয় তারা। কিন্তু উইকেটরক্ষক জিতেশ শর্মা ও রিঙ্কু সিংকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন দুবে।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি চান আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম, ‘ভারতের বিপক্ষে জয় পেতে আরও ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। আশা করছি, দ্বিতীয় ম্যাচে ব্যাটার ও বোলাররা জ্বলে উঠবে। সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই আমাদের।’
সংক্ষিপ্ত ভার্সনে এই প্রথম দ্বিাপাক্ষীক সিরিজ খেলছে ভারত ও আফগানিস্তান। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৬বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ভারতের জয় ৫টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমান ভিল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণো, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আভেশ খান ও মুকেশ কুমার।
আফগানিস্তান দল : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, করিম জানাত, আজমতুল্লাহ ওমারজাই, শারাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমাদ, নাভিন-উল-হক, নূর আহমাদ, মোহাম্মাদ সালিম, কাইস আহমেদ ও গুলবাদিন নাইব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার