চ্যাম্পিয়নদের হারিয়ে দুর্দান্ত ঢাকার উড়ন্ত শুরু
১৯ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা। পরে ব্যাট হাতে শক্ত ভিত গড়ে দিলেন মোহাম্মাদ নাঈম শেখ ও দারুশকা গুনাথিলাকা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে গুড়িয়ে উড়ন্ত শুরু করল দুর্দান্ত ঢাকা।
বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতেছে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে নতুন নামে শুরু করা ঢাকা। ১৪৪ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখে পূরণ করে মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দলটি।
৭৬ বলে ১০১ রানের শক্ত ভিত গড়ে দেয় নাঈম-গুনাথিলাকার উদ্বোধনী জুটি। ৪০ বলে ৩টি করে ছক্কা-চারে ৫২ রান করেন নাঈম। গুনাথিলাকা আউট হন ৪২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪১ রান করে।
নিজের টানা দুই ওভারে দুজনকেই ফেরান তানভির ইসলাম। ৮ বলে ৫ রান করে আউট হন লাসিথ ক্রসপল। ১৬ বলে ২৪ রান করে জয়ের খুব কাছে গিয়ে আউট হন ইরফান শুক্কুর। পরের বলেই মুস্তাফিজুর রহমানকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন চাতুরাঙ্গা ডি সিলভা।
চাতুরাঙ্গাই বল হাতে কুমিল্লা শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ২৩ রানে লিটন কুমার দাসকে শিকারে পরিনত করেন এই লঙ্কান অলরাউন্ডার। এরপর লম্বা সময় ক্রিজে থেকেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়।
ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া ইমরুল ৫৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় করেন ৬৬ রান। একটি চার ও ২ ছক্কায় ৪১ বলে ৪৭ রান হৃদয়ের।
তবে ম্যাচের নায়ক নাঈম বা চাতুরাঙ্গা নয়; আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক উপহার দেওয়া শরিফুল।
প্রথম ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রান নিতে পারেননি খুশদিল শাহ। পরের দুই বলে শরিফুলকে ছক্কায় ওড়ান পাকিস্তানি অলরাউন্ডার। শেষ তিন বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন শরিফুল।
প্রথমে খুশদিলকে তাসকিনের ক্যাচে পরিণত করেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। পরের বলে রস্টন চেইসকে ক্যাচ বানান মোহাম্মদ নাঈমের হাতে। শেষ বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে করেন কট বিহাইন্ড। এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে সপ্তম।
এর আগের ওভারে ইমরুল ও হৃদয়কে ফেরান বাংলাদেশ জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ।
চাতুরাঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দিয়ে। কুমিল্লা অধিনায়ক করেন ১৬ বলে ১৩ রান। এরপরই ৮৭ বলে ১০৭ রানের জুটি গড়েন ইমরুল ও হৃদয়। শেষ ১৩ রান তুলতে ৫ উইকেট হারায় কুমিল্লা।
আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে ঢাকা। পরের দিন কুমিল্লা খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৪৩/৬ (লিটন ১৩, ইমরুল ৬৬, হৃদয় ৪৭, খুশদিল ১৩, জাকের ০*, চেইস ০, মাহিদুল ০; তাসকিন ৪-০-৩০-২, শরিফুল ৪-০-২৭-৩, আরাফাত ৪-০-২৫-০, চাতুরাঙ্গা ৩-০-২২-১, উসমান ৪-০-২৮-০, গুনাথিলাকা ১-০-৯-০)
দুর্দান্ত ঢাকা: ১৯.৩ ওভারে ১৪৭/৫ (গুনাথিলাকা ৪১, নাঈম ৫২, ক্রসপুল ৫, ইরফান ২৪, সাইফ ৭, মোসাদ্দেক ১*, চাতুরাঙ্গা ৬*; ফোর্ড ৪-০-২৫-০, মুশফিক ১-০-১৯-০, চেইস ৪-০-১৮-০, তানভির ৪-০-২৭-২, মুস্তাফিজ ৩.৩-০-৩১-২, হৃদয় ১-০-৪-০, খুশদিল ২-০-১২-১)
ফল: দুর্দান্ত ঢাকা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শরিফুল ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব