অনাড়ম্বর বিপিএলে আম্বর আরম্ভ
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
গত আসরের শুরুটাও হয়েছিল শুক্রবারেই। তবে করোনাকাল পেরিয়ে আসা ঢাকাবাসীদের সেই ভয়াল স্মৃতি হঠিয়ে সামাজিকদূরত্বের বাধা কাটিয়ে মাঠের উৎসবে যোগ দেয়ার সাহস হয়ত কিছুটা কমই ছিল। এই সুখের দিনটিতে কেন সেই পুরনো আতঙ্কের যাবনিকাপাত ঘটাচ্ছি? এক বছর পেরিয়ে গতকাল ছিল আরেকটি শুক্রবার। এবার আর নেই সেই বাধা। তবে গত ক’দিনে তীব্র শীত কিছুটা শঙ্কা জেগেছিল বটে। কিন্তু সেই বাধাও ডিঙিয়ে ছুটির আমেজ নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা থেকেই বিপুল মানুষের ভিড়। এবারও বিপিএলের প্রথম দিন। গতবার উদ্বোধনী অনুষ্ঠান থাকার পরও যেখানে ছিল দর্শকখরা, এদিন টিকেট কাউন্টারেও দেখে গেল লম্বা লাইন। ম্যাচ শুরুর বেশ আগে জার্সি পরে, মুখে রঙ মেখে অনেকেই ঢুকলেন মাঠে। মূল মাঠে উদ্বোধনী ম্যাচের টসের পর আয়োজন করা হয় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান। যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উদ্বোধন করেন টুর্নামেন্টের। বেলুন উড়িয়ে, স্মোক কালার বোম ফাটিয়ে সারা হয় মিনিট দশেকের আয়োজন। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দুর্বার শুরু করেছে দুর্দান্ত ঢাকা।
বিপিএলে এবারও অংশ নিচ্ছে সাত দল। গেল আসরের ঢাকা ডমিনেটর্সের বদলে এবার আছে দুর্দান্ত ঢাকা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়াও আছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী
গত কয়েকদিনের তীব্র শৈত্য প্রবাহ আর এক পষলা বৃষ্টির কারণে মিরপুরের উইকেট খুব একটা রোদ পায়নি। তবে প্রথম দিনে সকাল থেকেই ছিল আবহাওয়া রৌদ্রজ্জ্বল। ক্রিকেটাররা আশা করেছিলেন এমন আবহাওয়া থাকলে মাঠের খেলাও ভালো হবে, মিলবে বড় রানের দেখা। তবে প্রথম দিনের প্রথম ম্যাচটিও কাটাতে পারেনি লো স্কোরিং ম্যাচের আতঙ্ক। ৬ উইকেটে কুমিল্লার দেয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় ঢাকাকে খেলতে হয়েছে শেষ ওভারের তৃতীয় বল পর্যন্ত, জিতেতে খুইয়েছে ৫ উইকেট! দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নেমেছিল চট্টগ্রাম ও সিলেট। রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত ৯টা) ১৮ ওভার শেষে ১৫৮ রান তুলতে পেরেছে ২ উইকেট হারানো সিলেট।
প্রতিবারের মতোন এবারও বিপিএল শুরুর আগে নানান অসঙ্গতি নিয়ে হয় তুমুল আলোচনা। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে জানান, রাজস্বের ভাগ না দিলে তারা আর পরের বিপিএলে থাকবেন না। টুর্নামেন্ট শুরুর আগের দিন বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, বাস্তবতা মেনে তারা দেশীয় মডেলেই আয়োজন করবেন টুর্নামেন্ট।
এবার বিপিএলে কিছু জায়গায় অবশ্য ইতিবাচক উন্নতি দেখার আভাস মিলেছে। গত বছর ডিসিশন রিভিউ সিষ্টেম (ডিআরএস) শুরু থেকে ছিলো না। এবার শুরু থেকে পুরো আসরে আছে ডিআরএস। সম্প্রচারে নতুনত্ব আনতে রোবট ক্যামেরা, স্পাইডার ক্যামেরা ও ব্যাগি ক্যামেরা ব্যবহার করা হবে প্রথমবার। ধারাভাষ্যের মান বাড়াতে কার্টলি অ্যামব্রোস, রমিজ রাজা, রাসেল আর্নল্ডদের মতন প্রতিষ্ঠিত নামদের আনা হয়েছে। প্রথমবারে মতন বিপিএলের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন মৌলিক তথ্য পাওয়া যাচ্ছে এবং যা হালনাগাদও করা হবে। দিন শেষে তাই বলাই যায় অনাড়ম্বর বিপিএলের আরম্ভটা হলো এক অঅম্বরতা দিয়েই। এবার যে পোশাদারীত্ব নিয়ে এত সমালোচিত বিপিএল, সেই কলঙ্ক গভর্নিং বডি ঘুঁচাতে পারবে কি-না, সেটা সময়ের হাতেই তোলা থাক!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব