বড় হারে বিশ্বকাপ অভিযান শুরু যুবাদের
২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
শিরোপা পুনঃরুদ্ধারের অভিযানে প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে টাইগার যুবারা।
ব্লুমফন্টেইনে শনিবার বাংলাদেশের হার ৮৪ রানের। দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা ২৫২ রানে রেখেছিলেন মারুফ মৃধা। কিন্তু ৪৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে গেছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বধীন দল।
ভারতকে হারিয়েই ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় ৩৮ রানের জুটিতে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে খুব চাপে পড়ে যায় দল। ৫০ রানের মধ্যে চতুর্থ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যায়। পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটি ভঙতেই আর দাঁড়াতে পারেনি দল। ৪০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় যুবারা।
৭৭ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন জেমস। ৭১ বলে ৪১ রান আরিফুলের। ভারতের সৌমি পান্ডিয়া ৪ উইকেট নেন।
এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার আদর্শ সিং। ম্যাচসেরাও হয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান অধিনায়ক উদয় শেহরানের।
৮ ওভারে ১ মেডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ভারতের সংগ্রহ খুব বড় হতে দেননি মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এর আগে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার, রাকিবুল হাসান, তানভীরুল ইসলাম, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র ও আফিফ হোসেন।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৩১ রানের মধ্যে ভারতের ২ উইকেট শিকার করেন মারুফ। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান আদর্শ সিং ও উদয় শেহরান।
৩২তম ওভারে আদর্শকে ৭৬ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার চৌধুরি এমডি রিজওয়ান। আরেক সেট ব্যাটার সাহারানকে ৬৪ রানে বিদায় করেন স্পিনার রাব্বি।
আদর্শ ও সাহারানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ ৭ ওভারে আরও ৩ উইকেট শিকার করেন মারুফ। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ভারত।
গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ। এবার যুব বিশ্বকাপে ভারতের সামনে আরও একবার জ্বলে উঠলেন তিনি। এছাড়া বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর। কিন্তু দিন শেষ হারের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে।
আগামী সোমবার একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৫১/৭ (আদর্শ ৭৬, শাহারান ৬৪; মারুফ ৫/৪৩, রিজওয়ান ১/২৩, মাহফুজুর ১/৪১)।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৫.৫ ওভারে ১৬৭ (শিহাব ৫৪, আরিফুল ৪১, পারভেজ ১৫*, আশিকুর ১৪, জিশান ১৪; পান্ডে ৪/২৪, মুশির ২/৩৫)।
ফল: ভারত অ–১৯ দল ৮৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আদর্শ সিং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ