তানজিদ-নাজিবুল্লাহ ঝড়ে ঢাকাকে হারাল চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
আল-আমিন হোসেনের দুর্দান্ত বোলিং সামলে লড়াকু ইনিংস খেললেন কনকাশন সাব শ্রীলঙ্কার লাসিথ ক্রুসপুল্লি। কিন্তু তানজিদ হাসানের শক্ত ভীতের পর নাজিবুল্লাহ জাদরান খেললেন ঝড়ো ক্যামিও ইনিংস। দুর্দান্ত ঢাকাকে প্রথম হারের তিক্ততা উপহার দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে ঢাকা। জবাবে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৩৩ রানেই ৪ উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম ৮, সাইফ হাসান ৯, অধিনায়ক মোসাদ্দেক হোসেন শূণ্য এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ১১ রান করেন।
চট্টগ্রামের পেসার আল আমিন হোসেনের বলে মুখের থুতনিতে ব্যাথা পেয়ে ১ রান নিয়ে ঢাকার গুনাথিলাকা আহত অবসর নিলে কনকাশন সাব হন ক্রুসপুল্লি।
শুরুর ধাক্কা সামলে উঠে পঞ্চম উইকেটে ঢাকাকে ৫২ বলে ৭৮ রানের জুটি এনে দেন ইরফান শুক্কুর ও ক্রুসপুল্লি। ১৬তম ওভারে ক্রুসপুল্লিকে শিকার করে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। হাফ-সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৩১ বলে ৪৬ রানে আউট হন ক্রুসপুল্লি। ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
এরপর ইরফানের ২৬ বলে ২৭ ও শেষদিকে তাসকিন আহমেদের ৯ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। চট্টগ্রামের আল আমিন ও বিলাল খান ২টি করে উইকেট নেন।
জবাবে শরিফুল ইসলামের বোলিংয়ে শুরুটা ভালো ছিল ঢাকার। নিজের প্রথম ওভারে অভিষকা ফের্নান্ডোর পর পরের ওভারে ইমরান উজ্জামানকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জাতীয় দলের এই পেসার। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন তানজিদ।
ইসমান কাদিরের লেগ স্পিনে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ২২ রান করেন শাহাদাত। ষোড়ষ ওভারে চট্টগ্রামের চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তানজিদ। এর আগে ৪০ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪৯ রান করেন এই ওপেনার।
এরপর শুভাগত হোমকে নেয় বাকি পথ পাড়ি দেন নাজিবুল্লাহ। এই আফগান মিডলঅর্ডার করেন ১৯ বলে ৩ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩২ রান।
শনিবার নিজেদের পরের ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম। একই দিন সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্দান্ত ঢাকা: ২০ ওভারে ১৩৬/৮ (গুনাথিলাকা আহত অবসর ১, নাঈম ৮, সাইফ ৯, মোসাদ্দেক ০, রস ১১, ইরফান ২৭, ক্রুসপুল ৪৬, চাতুরাঙ্গা ৩, কাদির ৫*, তাসকিন ১৫, শরিফুল ১*; শুভাগত ৪-০-২০-১, আল আমিন ৪-১-১৫-২, শহিদুল ৩-০-৩১-০, বিলাল ৪-০-২৮-২, নিহাদ ৪-০-২৯-১, ক্যাম্পার ১-০-১০-১)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮.২ ওভারে ১৩৭/৪ (আভিশকা ১২, তানজিদ ৪৯, ইমরানউজ্জামান ১, শাহাদাত ২২, নাজিবউল্লাহ ৩২*, শুভাগত ৭*; শরিফুল ৩.২-০-৪০-২, মোসাদ্দেক ২-০-১১-০, তাসকিন ৪-০-২৬-১, সানি ২-০-১৪-০, চাতুরাঙ্গা ৩-০-২৬-০, কাদির ৪-০-১৬-১)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব