ঠিকই আসছেন বাবর-রিজওয়ান
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র ঘিরে অনিশ্চয়তার মাঝে বিপিএল খেলতে আসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। গতকাল রাতেই নিজ নিজ দলে যোগ দেওয়ার কথা পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন বাবর ও রিজওয়ান। রাত ১১টা নাগাদ রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা তাদের।
গত ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব হারানো বাবর বিপিএলে আগে খেলেছেন একবারই। ২০১৭ সালে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে। এবার তাকে নিয়েছে রংপুর রাইডার্স। গত আসরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন রিজওয়ান। দুজনকেই আগামী ১০ ফেব্রæয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি। আগামী ১৭ ফেব্রæয়ারি শুরুর কথা পিএসএলের নতুন আসর। তার আগে ১২ ফেব্রæয়ারি থেকে প্রস্তুতি শুরু করবে দলগুলো। অনুশীলন ক্যাম্পে উপস্থিত থাকার জন্য এক সপ্তাহ আগেই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশনা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তামিম জানান, নির্ধারিত সময় শেষে আরও কিছু দিন বাবরকে রাখার চেষ্টা করবেন তারা, ‘বাবর আজম আজকে (গতকাল) রাতে আসছে আমাদের দলে। কালকের (আজ) ম্যাচ থেকেই খেলতে পারবে সে। আপাতত ১০ ফেব্রæয়ারি পর্যন্ত আছে তার অনুমতি। তবে আমরা আরও কিছু দিন বাড়ানোর চেষ্টা করছি।’
২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ইনিংস খেলে বাবরের রান ছিল ৫ বলে ২, ৩২ বলে ৪১, ৩৭ বলে ৫৪ ও ১৯ বলে ২০।
বাবরের মতো রিজওয়ানকেও ১০ ফেব্রæয়ারি পর্যন্তই পাচ্ছে কুমিল্লা। গত আসরে ১০ ইনিংসে ৪ ফিফটিতে ৩৫১ রান করেন রিজওয়ান। এর আগে ২০১৭ সালে সিলেট সিক্সার্সের জার্সিতে ২টি ম্যাচ খেলেন তিনি। রিজওয়ানের দলেই নাম লেখানো ইফতিখার আহমেদ এখনও আসতে পারেননি অনাপত্তিপত্রের জটিলতায়। পিসিবির নিয়ম অনুযায়ী, এক জুলাই থেকে আরেক জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ দুটি বিদেশি লিগ খেলতে পারবেন দেশটির ক্রিকেটাররা।
২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দুটি বিদেশি লিগ (লঙ্কা প্রিমিয়ার লিগ ও গেøাবাল টি-টোয়েন্টি কানাডা) খেলে ফেলেছেন ইফতিখার। তাই বিপিএলের জন্য এখনও অনাপত্তিপত্র পাননি এই অলরাউন্ডার। টুর্নামেন্টে তাকে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছে কুমিল্লা। একই অবস্থায় দুর্দান্ত ঢাকার তরুণ ওপেনার সাইম আইয়ুব। তাকেও আর পাওয়ার আশা রাখছে না ফ্র্যাঞ্চাইজিটি।
অনাপত্তিপত্রের জটিলতায় ভুগছে ফরচুন বরিশালও। তাদের দুই পাকিস্তানি ক্রিকেটার ফাখার জামান ও আব্বাস আফ্রিদিকেও অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। অনাপত্তিপত্র বিষয়ক অনিশ্চয়তা আছে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমারও। টুর্নামেন্টের শুরু থেকেই ঢাকায় কুশল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলার কথা ছিল সামারাউইক্রামার। কিন্তু আগামী ২ ফেব্রæয়ারি থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তাই এই দুই ক্রিকেটারকে এখনও অনাপত্তিপত্র দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। তবে ঢাকা ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এখনই তাদের আশা ছাড়ছে না।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব